Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী ৩ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                 নম্বর: ১১৩৫

গুম সংক্রান্ত কমিশন অভ্ ইনকোয়ারি নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করছে

                                                         ---কমিশনের সভাপতি

ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর) : 

     দেশের আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী এবং অনুরূপ যেকোনো বাহিনী বা সংস্থার গুমের ঘটনা তদন্তে বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত গুম সংক্রান্ত কমিশন অভ্ ইনকোয়ারি নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করছে।

 

     আজ রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অভ্ ইনকোয়ারি কার্যালয়ে কমিশনের কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ কথা বলেন।

 

     মইনুন ইসলাম বলেন, কমিশনের কার্যপরিধি অনুযায়ী ৬ জানুয়ারি, ২০০৯ হতে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়ের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক ‘আয়না ঘর’ বা যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাহাদের শনাক্ত করা ও তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। তিনি আরো বলেন, এ পর্যন্ত কমিশনে ৪০০ জনের গুম সংক্রান্ত বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, যার মধ্যে ৭৫ জন সশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিয়েছেন। ইতোমধ্যে কমিশন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর জয়েন্ট ইন্টারোগেশন সেল যা ‘আয়না ঘর’ নামে পরিচিত, ডিবি ও সিটিটিসি’র ইন্টারোগেশন সেল পরিদর্শন করেছে। এসময় তিনি পেনাল কোড, ১৮৬০ সংশোধনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

 

     উল্লেখ্য, ২৭ আগস্ট, ২০২৪ তারিখের এক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিশন গঠন করা হয়। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের সংশোধিত এস.আর.ও. নম্বর ৩১২-আইন/২০২৪ নম্বর গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে গুম সংক্রান্ত কমিশন অভ্ ইনকোয়ারি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। অভিযোগকারীগণ আগামী ১০ অক্টোবর, ২০২৪ পর্যন্ত কমিশনে অভিযোগ জমা দিতে পারবেন।

 

     সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য বিচারপতি মোঃ ফরিদ আহমদ শিবলী, মোঃ নূর খান, ড. নাবিলা ইদ্রিস এবং মোঃ সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

                                              #

খালিদ/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/১১০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১৩৫

দীর্ঘ দিনের অনিষ্পন্ন ভিসা আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তি করবে ইতালি দূতাবাস

 

ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর) : 

     ঢাকাস্থ ইতালি দূতাবাস দীর্ঘদিন যাবত জমে থাকা ভিসা আবেদনসমূহের দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে তাদের কনস্যুলার শাখার লোকবল বৃদ্ধি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দূতাবাসটিতে বর্তমানে প্রায় ৪০ হাজারের অধিক কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন সমস্ত প্রক্রিয়া সম্পাদন করে ইতোমধ্যে তারা স্ব স্ব আবেদনকারীর নিকট পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী দুই মাসের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক (অন্তত ২০ হাজার) আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে ইতালি দূতাবাস। 

 

     ইতালি দূতাবাস অবহিত করেছে, জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমাকৃত সকল ডকুমেন্ট বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যকীয়। কাজের অনুমতিপত্র বা ‘nulla osta’ জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়। কাজ ছাড়াও অধ্যয়ন, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটেগরিতে ইতালি দূতাবাসে জমাকৃত ভিসা আবেদনের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

 

     উল্লেখ্য, ভিসা প্রদানে প্রয়োজনীয় সময় বা ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার প্রেক্ষিতে আপিল সংক্রান্ত বিষয়সমূহ শুধু ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য। অগ্রাধিকারভিত্তিতে ভিসা সংক্রান্ত এ জটিলতা নিরসনে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। এ বিষয়ে আবেদনকারী-সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

 

     আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

 

                                                   #

কামরুল/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/২১৪৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১১৩৪

দুই মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবী থাকবে পূজামণ্ডপে

                                       --- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর):  

          সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার কর্মীবাহিনী ৩২ হাজার পূজামণ্ডপে আগামীকাল হতে ১৩ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে। প্রতিদিন সকল কর্মকর্তা-কর্মচারীকে পূজামন্ডপ অনুসারে ৮ ঘণ্টা করে ৩ শিফটে রোস্টার দায়িত্ব প্রদান করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া পুলিশের সাথে নাগরিক সমাজ বিপ্লবী ছাত্ররাও থাকবে বলে তিনি জানান।

          আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্যাপনে উপলক্ষ্যে গৃহীত কার্যক্রম সম্পর্কে ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীগণ পূজামণ্ডপে দায়িত্বে থাকবেন।

          উপদেষ্টা শারমীন বলেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ বলে আর বিভেদ সৃষ্টি করতে দিতে পারি না। আমরা পূজা মণ্ডপগুলো নজরদারি করবো, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক নজরদারি করছে। কেন্দ্রীয়ভাবে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সারা দেশের পূজামন্ডপের মনিটরিং রিপোর্ট এই কট্রোলরুমে সরবরাহ করা হবে(কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর: ১০৯৮)। এছাড়া সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার সদর কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করার নির্দেশনা প্রদান করা হয়েছে, যা ৪ থেকে ১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত চালু থাকবে। এছাড়া সকল কর্মকর্তা-কর্মচারীর (সনাতন ধর্মের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত) পূজাকালীন ছুটি বাতিল করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

          সংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঢাকা-সহ কিছু জায়গা পূজামণ্ডপে হামলা হয়েছে, যারা এর সাথে জড়িত ছিল আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করেছে। আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ডিসি নিয়োগে অনিয়ম প্রসঙ্গে বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবরের সত্যতা যাচাই করতে টেকনিক্যাল ইন্টিগ্রিটির আলোকে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ দরকার।

           প্রেস ব্রিফিংয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) রেখা রানী বালো কথা বলেন। 

#

গিয়াস/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০৪৫ঘণ্টা

Handout                                                                                                                Number: 1133

40 MW Power Agreement Signed Among Nepal, Bangladesh, and India
Kathmandu (Nepal), 2 October:

            Syeda Rizwana Hassan, Adviser for Environment, Forest, Climate Change and Water Resources, today witnessed the signing of a 40-megawatt electricity agreement between Nepal, Bangladesh, and India. The Bangladesh Power Development Board (BPDB), Nepal Electricity Authority (NEA), and NTPC Vidyut Vyapar Nigam Limited (NVVN) of India signed the tripartite power sales agreement at a ceremony in a Kathmandu hotel.

            Under this agreement, 40 MW of electricity will flow from Nepal to Bangladesh via India for five months, from 15 June to 15 November.

            The ceremony was also attended by Nepal’s Energy, Water Resources, and Irrigation Minister Deepak Khadka, Bangladesh’s Water Resources Secretary Nazmul Ahsan, and Nepal’s Ambassador to Bangladesh Ghanshyam Bhandari.

            In her address, Syeda Rizwana Hassan emphasized that this agreement marks a significant step forward in expanding regional energy trade. ÔThis is not just about meeting our immediate energy needs, but also about ensuring the long-term energy security of our nations in an environmentally friendly manner,Õ she said.

            Earlier, the Environment Advisor met with Nepal’s Prime Minister KP Sharma Oli at the Singha Darbar, where they discussed matters of bilateral interest.

            The Environment Advisor is on a two-day visit to Nepal to witness the signing of this historic power sales agreement between Bangladesh, Nepal, and India.

#

Dipankar/Rana/Sanjib/Joynul/2024/2110hour

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ১১৩২  

সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা উচিত

                                         - আইন উপদেষ্টা

ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর):

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের অবশ্যই সাইবার নিরাপত্তা আইন বাতিল করা উচিত। সেদিকেই আমরা যাব। তবে এই মুহুর্তে পুরো আইন বাতিল করা হবে, না কি কেবল স্পিচ অফেন্স বাতিল করা হবে, সে ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। কিন্তু আলটিমেটলি এটা বাতিল হবে।

আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ সংশোধন বিষয়ক একটি মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় আসিফ নজরুল এসব কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ও অপপ্রয়োগের বিভিন্ন উদাহরণ দিয়ে আইন উপদেষ্টা বলেন, পরবর্তীকালে যখন নতুন আইন করা হবে, তখন তার মৌলিক একটি অনুচ্ছেদে নাগরিকদের সাইবার সুরক্ষার ব্যবস্থা থাকবে। সেখানে অবশ্যই নারী ও শিশুদের স্পর্শকাতরতা বিবেচনা করে তাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা নতুন প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। সেজন্য এরকম সেমিনার অব্যাহত রাখা হবে।

সভার শুরুতে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ সময়োপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়। এতে অনেকেই সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন করার পরামর্শ দেন।

ড. আসিফ নজরুল বলেন, ইতোমধ্যেই সাইবার নিরাপত্তা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, নাগরিক পরিসরে একটি ধারণা আছে আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই সব মামলা প্রত্যাহার করে দিতে পারে। এটা সত্যি না। একটি মামলা বিভিন্ন পর্যায় বা স্তরে থাকে। সব মামলা ইচ্ছে করলেই প্রত্যাহার করা যায় না। মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে বিশেষ করে যে মামলার কনভিকশন হয়ে যায়, সেখানে যিনি কনভিকটেড (দোষী সাব্যস্ত) হয়েছেন ওনার আবেদন ছাড়া মামলা প্রত্যাহারের সুযোগ নেই। ফ্যাসিস্ট সরকারের আমলের মামলাগুলো কেন প্রত্যাহার করা হচ্ছে না, এ বিষয়ে তিনি বলেন, মামলায় যদি কেউ দোষী সাব্যস্ত হয়ে যায়, যত ভুয়া মামলাই হোক, চাইলেই তা প্রত্যাহার করা সম্ভব নয়। এজন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তিনি আশ্বস্ত করে বলেন, পর্যায়ক্রমে সকল ধরণের কালা-কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করা হবে। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি যা পরে সাইবার নিরাপত্তা আইনে পরিণত করা হয়েছে, মূলত অপ্রয়োগের জন্য তৈরি করা হয়েছিল। এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। ফলে এর প্রতি মানুষের একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এই আইনকে যতভাবেই সংশোধন করা হয় না কেনো, এর প্রতি মানুষের অনাস্থা থেকে যাবে। তাই সংযোজন-বিয়োজন করে নতুনভাবেই আইনটি করা উচিত।

আলোচনা সভায় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানী, বিশিষ্ট আলোকচিত্রশিল্পী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম, টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, সাবেক জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবী শিশির মনির, ইংরেজি দৈনিক দ্য ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, ডিজিটাল নিরাপত্তা আইনের অন্যতম ভিকটিম খাদিজাতুল কোবরা প্রমুখ অংশ নেন।

#

রেজাউল/রানা/রফিকুল/শামীম/২০২৪/২০৫৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১১৩১

নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রয় চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর):  

           আজ নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কাঠমান্ডুর এক হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড (এনভিভিএন)- এর প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।

          এই চুক্তির অধীনে ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

          সৈয়দা রিজওয়ানা হাসান তাঁর বক্তব্যে বলেন, এই চুক্তি আঞ্চলিক জ্বালানি বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু তাৎক্ষণিক বিদ্যুৎ চাহিদা পূরণের বিষয় নয় বরং আমাদের দেশগুলোর দীর্ঘমেয়াদী এবং পরিবেশবান্ধব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়াও।

          অনুষ্ঠানে নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রী দীপক খাড়কা, বাংলাদেশের পানি সম্পদ সচিব নজমুল আহসান এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি উপস্থিত ছিলেন।

          এর আগে পরিবেশ উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথে সিংহ দরবারে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

#

দীপংকর/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১৩০ 

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত

৫ অক্টোবর পবিত্র রবিউস সানি মাস শুরু

ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর) : 

     বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৪ অক্টোবর শুক্রবার পবিত্র রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৫ অক্টোবর শনিবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা করা হবে। পরিপ্রেক্ষিতে, আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার পবিত্র ফাতেহা ইয়াজদহম পালিত হবে।

     আজ ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার।

     ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলাম, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

                                                #

শায়লা/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/২০৪২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১১২৯

আপীল বিভাগের ভ্যাকেশন জাজের শুনানির পরিবর্তিত তারিখ ৬ অক্টোবর

 

ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর):

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ৮ সেপ্টেম্বর হতে ১৭ অক্টোবর পর্যন্ত কোর্টের চলমান অবকাশকালে বাংলাদেশ সুপ্রীমকোর্ট, আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জাজ (Vacation Judge) হিসেবে বিচারপতি মোঃ রেজাউল হককে মনোনীত করেছেন।

মোঃ রেজাউল হক অনিবার্য কারণবশতঃ আগামী ৭ অক্টোবরের পরিবর্তে ৬ অক্টোবর সকাল ১১ টায় আপীল বিভাগের চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

আপীল বিভাগের প্রশাসন শাখা থেকে গতকাল এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

#

হাসানুজ্জামান/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ১১২৮

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৪ দশমিক ১৭ ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১২৩ জন।

#

দাউদ/রানা/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৮১৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ১১২৭

 

ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে যোগদান করলেন এ এস এম সালেহ আহমেদ

ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর) :

          ২ বছরের জন্য সিনিয়র সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত এ এস এম সালেহ আহমেদ আজ ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮৫ ব্যাচের কর্মকর্তা।

          আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ে নবাগত সিনিয়র সচিব ও বিদায়ি সচিব মোঃ খলিলুর রহমানের সম্মানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপস্থিত ছিলেন।

          ভূমি উপদেষ্টা নবনিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিবকে স্বাগত জানিয়ে বলেন, তাঁর সততা, অভিজ্ঞতা, কর্মপ্রয়াস ও পেশাদারিত্বের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোতে জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে। তিনি বিদায়ি সচিবকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

        ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্‌রাহিম,  ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক
আনিস মাহমুদ-সহ ভূমি মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।  

                                                   #

আহসান/রানা/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৮১১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ১১২৬

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক

সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

                                                                          

ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর):   

 

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আজ বঙ্গভবনে বাংলাদেশে নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত হাকোন আরল্ড গুলব্র্যান্ডসেন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার রাষ্ট্রপতির কাছে তাঁদের পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জনান।

বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূতদ্বয়কে গার্ড অব অনার প্রদান করে। প্রথমে নরওয়ের রাষ্ট্রদূত এবং পরে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন।

নরওয়ের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিগত পাঁচ দশক যাবত বাংলাদেশের পল্লী উন্নয়ন, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, সুশাসনসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগিতা দিয়ে যাচ্ছে নরওয়ে। তিনি এসময় নরওয়কে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিতে সহায়তা করার আহ্বান জানান। বাংলাদেশের সুনীল অর্থনীতির উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি গভীর সমুদ্রে মৎস্য আহরণ, সি-ফুড প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি এবং তেল, গ্যাসসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে নরওয়ের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। এছাড়া, বাংলাদেশের রপ্তানির ও বড় গন্তব্যস্থল। তিনি বলেন, গত পাঁচ দশকেরও অধিককাল যাবত ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন এবং দারিদ্র্যবিমোচনে ব্যাপকভিত্তিক সহায়তা দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় রাষ্ট্রপতি ২০২৯ সালের পরও রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটা সুবিধা অব্যাহত রাখার বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধানে একযোগে কাজ করতে পারে। রাষ্ট্রপতি এসময় ইউরোপীয়ন ইউনিয়ানের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে দক্ষ জনসম্পদ প্রেরণে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

রোহিঙ্গা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তার প্রশংসা করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য উন্নয়ন অংশীদারগণ রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনে কার্যকর উদ্যোগ নেবে।

সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় নরওয়ের রাষ্ট্রদূত বলেন, তাঁর দেশ বাংলাদেশের সুনীল অর্থনীতি বিকাশে সহায়তা করতে আগ্রহী। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, ইইউ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে শুরু থেকেই সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রদূত।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

#
 

রাহাত/ফাতেমা/রবি/কলি/আলী/লিখন/২০২৪/৯ /৪.১৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                নম্বর: ১১২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সেপ্টেম্বর মাসের বেতন ভাতার চেক হস্তান্তর

ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর) :

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের চলতি বছরের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক পিএলসি ও স্থানীয় কার্যালয়ে (ইএফটি ব্যতিত) হস্তান্তর করা হয়েছে।

আগামী ৯ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে এ সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করা যাবে।

উল্লেখ্য, ৯টি অঞ্চলের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণের বেতন ভাতা ইএফটি -তে প্রদান করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।

#

শাহজাহান/ফাতেমা/রবি/আলী/মানসুরা/২০২৪/১৫৩০ ঘন্টা 

তথ্যবিবরণী                                                                                                                      নম্বর: ১১২৪

কোটায় নিয়োগ পেতে এলজিইডিতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে

ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর):

            স্থানীয় সরকার প্র্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)- এ রাজস্ব খাতের আওতায় বিভিন্ন পদে পূর্বের কোটা পদ্ধতি অনুসরণ করে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ পেতে পাঁয়তারা করছে একটি মহল। সরকারি চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পূর্বে বিভিন্ন কোটায় ৫৬ শতাংশ বিদ্যমান ছিল। কিন্তু উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন করে ২৩ জুলাই, ২০২৪ তারিখে প্রজ্ঞাপন জারি করেছে। তারপরেও এলজিইডি’র বিভিন্ন পদে অপেক্ষমাণ তালিকা থেকে পূর্ববর্তী কোটায় নিয়োগ পেতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে এবং আগারগাঁওয়ের এলজিইডি ভবন এলাকায় তারা অবস্থান নিয়েছে। 

            স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর রাজস্ব খাতের ১৩-২০তম গ্রেডের ১২টি ক্যাটাগরিতে (সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, কমিউনিটি অর্গানাইজার, সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, সার্ভেয়ার, কার্যসহকারী, ইলেকট্রিশিয়ান, মুয়াজ্জিন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী) ২ হাজার ২৩৭টি পদে ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরবর্তীতে তৎকালীন সরকার কর্তৃক নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণে আবেদন

2024-10-03-17-14-0ab566d9d586d1a9f66b3cee2c2be8d3.docx