Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ডিসেম্বর ২০১৭

তথ্যবিবরণী 16.12.2017

তথ্যবিবরণী                                                                              নম্বর : ৩৪৪৫

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক

ঢাকা, ২ পৌষ (১৬ ডিসেম্বর) :  

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, তিনি একজন বিশিষ্ট জননেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীকে হারালো।

    মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

#

বিবেকানন্দ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২১২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                               নম্বর :  ৩৪৪৪

কেন্দ্রভিত্তিক মিয়ানমার নাগরিকদের অবস্থান

উখিয়া (কক্সবাজার), ২ পৌষ (১৬ ডিসেম্বর) :

    কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৪০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট, ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।

    উখিয়ার কুতুপালং অস্থায়ী কেন্দ্রের ১৫ টি ব্লক/জোনে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৫৩ ৯ হাজার ৫ শত ৭০ জন, বালুখালীর ১৩ টি ব্লক/জোনে ১ লাখ ৫২ হাজার ৪ শত ৪৫ জন, ময়নার ঘোনার ৭ টি ব্লক/জোনে ১ লাখ ২৬ হাজার ৭ শত ৪৫ জন, উখিয়ার অন্যান্য স্থানের ২টি ব্লক/জোনে ২৯ হাজার ৩ শত ৯১ জন, টেকনাফ উপজেলার ৬ টি ব্লক/জোনে ৬৯ হাজার ৮ শত ৪২ জন, বান্দরবান পার্বত্য জেলার ৪টি অস্থায়ী কেন্দ্রে ১৫ হাজার ৮ শত ৯৭ জন।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন। মিয়ানমার নাগরিকদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যা প্রায় ৩০ হাজার। এদের মধ্যে ৭ হাজার ৫ শত জনকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। প্রসূতিসেবায় এ পর্যন্ত ১ হাজার ২ শত ৩৩ জন শিশু জন্মগ্রহণ করেছে।

#

সাইফুল/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                               নম্বর :  ৩৪৪৩

মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

উখিয়া (কক্সবাজার), ২ পৌষ (১৬ ডিসেম্বর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বলপূর্বক বাস্তুচ্যুত করার কারণে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।
     
    উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৮ ট্রাকের মাধ্যমে ১৫ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১ হাজার ৫ শত প্যাকেট শুকনো খাবার, ৩ শত ১৫ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  

#

সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                               নম্বর :  ৩৪৪২

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ২ পৌষ (১৬ ডিসেম্বর) :

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। মোহাম্মদ ছায়েদুল হক শনিবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহে.....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

     আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, ছায়েদুল হক ১৯৬৬ এর ৬ দফা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদ একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ সংসদ সদস্যকে হারালো।

    স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    পৃথক শোকবার্তায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজও ছায়েদুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

#

কামাল/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                               নম্বর :  ৩৪৪১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ইন্তেকাল

ঢাকা, ২ পৌষ (১৬ ডিসেম্বর) :

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক আজ সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...... রাজিউন)। তিনি আগস্ট   মাস থেকে প্রোস্টেট গ্লান্ডের সংক্রমণে ভুগছিলেন এবং ১৩ ডিসেম্বর থেকে হাসপাতালের আইসিইউ এ লাইফ-সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুম ছায়েদুল হক ১৯৪২ সালের ৪ মার্চ জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র পুত্র ডাঃ এ এস এম রায়হানুল হক ঢাকা মেডিক্যাল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।   

    তিনি ১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে  সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালের ১২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত সে দায়িত্বপালন করেন। এর আগে তিনি খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন।    
        
#

শাহ আলম/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                               নম্বর :  ৩৪৪০

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে
                        -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কেশবপুর (যশোর), ২ পৌষ (১৬ ডিসেম্বর) :

    মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে তাদেরকে গড়ে তুলতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুর পাবলিক মাঠে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, একটি অসাম্প্রদায়িক ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাগণ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। কিন্তু বিশ্বাসঘাতকরা জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেয়নি। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে।

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন এবং তাদের সালাম গ্রহণ করেন। তিনি কেশবপুরের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে শুভেচ্ছা উপহার দেন। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

#

মাসুম/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                           নম্বর : ৩৪৩৯

নৌপরিবহন মন্ত্রীর ভগ্নিপতি আওয়ামী লীগ নেতা আবদুল কাদেরের ইন্তেকাল

মাদারীপুর, ২ পৌষ (১৬ ডিসেম্বর) :  

    মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম আচমত আলী খানের বড় জামাতা এবং নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ভগ্নিপতি কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মাদারীপুর বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবদুল কাদের মিয়া গতরাত দেড়টায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ..........রাজিউন)।

    আজ ১৬ ডিসেম্বর মাদারীপুর পৌর ঈদগাহ ময়দানে প্রথম এবং বাদ আসর কালকিনি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাঁকে কালকিনিতে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে।

    নৌপরিবহন মন্ত্রী মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

#

জাহাঙ্গীর/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                          নম্বর : ৩৪৩৮

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণের শোক

ঢাকা, ২ পৌষ (১৬ ডিসেম্বর) :  

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে শিল্পমন্ত্রী আামির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু,  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    তাঁরা পৃথক শোকবার্তায় বলেন, তিনি একজন বিশিষ্ট জননেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীকে হারালো।

    তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

#

জলিল/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 

 

Todays handout (8).docx