Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 15/02/2016

Handout                                                                                                         Number : 498

UK Labour Friends of Bangladesh (EP) meet with FM

Dhaka. 15 Februay : 

            The visiting delegation of the Labour Friends of Bangladesh (EP) met with Foreign Minister Abul Hassan Mahmood Ali, at State Guest House Padma today. The LFoB delegation comprises of Sir Keir Starmer – Former Director of Public Prosecutions for England & Wales, now Shadow Home Office Minister for Holborn and St Pancras; Stephen Timms– Former Chief Secretary to the Treasury and for East Ham; Steve Reed – Former Leader of Lambeth Council, now Shadow Local Government Minister for Croydon North. The delegation also included Howard Dawber, Chair of the LFo, Cllr. Abdul Hai, Executive Member for Press & Communication of LFB & Cabinet Member for Customers, Communities & Culture at the London Borough of Camden; Cllr. Nasim Ali OBE, Vice–Chair of LFB & ex-Leader of London Borough of Camden.   

 Welcoming the delegation, Mahmood Ali expressed optimism that this visit will further enhance people-to-people contact and strengthen long-standing bilateral relations in all sectors between Bangladesh and the UK, including parliamentary democracy. The delegation appreciated the significant contribution made by Bangladesh diaspora in the UK.

The LFoB delegation is also scheduled to call on President Abdul Hamid, Prime Minister Sheikh Hasina, Speaker Shirin Sharmin Chowdhury, Finance Minister (in Sylhet). They will also visit National Monument in Savar and Bangabandhu Meorial Museum.

 

#

Khaleda/Afraz/Mizan/Mosharraf/Abbas/2016/2226 Hoursতথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪৯৬

‘আমি এবং একটি গোধূলী রাঙা শাড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
    আজ ঢাকায় বাংলা একাডেমিতে একুশে বইমেলার নজরুলমঞ্চে ফারহানা আনিকা’র অণুগল্প সংকলন ‘আমি এবং একটি গোধূলী রাঙা শাড়ি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পেশায় চিকিৎসক লেখিকা আনিকার নবযাত্রার মঙ্গল কামনা করেন। তিনি বলেন, এ বইটি পড়ে সমাজের মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক দেখতে পারবেন পাঠক। তিনি বলেন, বাংলা সাহিত্যসাগর একটি বিশাল সৃষ্টিভা-ার। নবীন সাহিত্যিকদেরকে লেখার মাধ্যমে অবদান রাখতে হবে।

    সাহিত্যিক ও বিজ্ঞানগবেষক অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, নবীন ফারহানা আনিকা একদিন অনেক বড় লেখিকা হবেন, তখন আমার আনন্দ হবে এই ভেবে যে, তার প্রথম বইয়ের মোড়ক আমি উন্মোচন করেছিলাম।

    ‘রুপালি দিন’, ‘হীরার আংটি’, ‘দরজায় কে’, ‘প্রেমের এক দুই’, ‘আমি এবং একটি গোধূলী রাঙা শাড়ি’সহ  ফারহানা আনিকা’র  এ গ্রন্থে মানুষের সাথে মানুষের নানা সম্পর্কভিত্তিক ২৪টি অণুগল্প রয়েছে।
#
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৪৯৭

বীরমুক্তিযোদ্ধা জাসদনেতা আব্দুস সাত্তারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :

    বীরমুক্তিযোদ্ধা কুষ্টিয়ার খোকসা উপজেলা জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সাত্তারের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    আব্দুস সাত্তার রোববার রাতে বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আজ বাদ জোহর তাঁর নামাজে জানাজাশেষে খোকসা উপজেলার বেতবাড়িয়ায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রয়াত এ বিশিষ্ট নেতার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত  পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

#    
আকরাম/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/২২০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪৯৫

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে জাপানের আগ্রহ প্রকাশ

ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর সাথে আজ তার দপ্তরে  বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানবি (গধংধঃড় ডধঃধহধনব) এবং জাইকার কান্ট্রি ডিরেক্টর মিকিও হাতায়েডা (গরশরড় ঐধঃধবফধ) সৌজন্য সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে তারা জাপানী অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পসহ মাতারবাড়ী প্রকল্প, সাবওয়ে লাইন ও সার্কুলার রোড এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন।
    পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশ ও জাপান বন্ধুপ্রতীম দু’টি দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে বলেন, জাপান বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। মন্ত্রী বাংলাদেশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মানে জাপান সরকারের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এ অঞ্চলের গেটওয়ে হিসেবে গড়ে তুলার লক্ষ্যে অত্যাধুনিক সুবিধা সম্বলিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠায় কাজ করছেন।
    তিনি বলেন, বঙ্গবন্ধু বিমানবন্দর হবে একটি আধুনিক নান্দনিক আন্তর্জাতিক বিমানবন্দর। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ট্রানজিট পয়েন্ট এবং দেশের পর্যটন বিশেষ করে ‘রিলিজিয়ন ট্যুরিজম’ এর বিকাশে একটি আধুনিক আন্তর্জতিক বিমানবন্দর প্রয়োজন। তিনি বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের যোগাযোগখাতসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে জাপানী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
    জাপানী রাষ্ট্রদূত এবং জাইকার কান্ট্রি ডিরেক্টর আধুনিক বিমানবন্দর প্রতিষ্ঠাসহ প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছেন। তার সরকারের এসকল উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী আখ্যায়িত করেন এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন ।
#
    
শেফায়েত/আফরাজ/রেজাউল/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪৯৪

বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল
টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল

ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :

    আগামীকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।

    বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দিনাজপুর জেলার বীরগঞ্জের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কক্সবাজার জেলার পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করবে।

    অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজশাহী জেলার বাঘমারার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ময়মনসিংহ জেলার ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

    বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলা দুপুর ১টা ১৫ মিনিটে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা ৩টা ১০মিনিটে শুরু হবে।

#
রবীন্দ্রনাথ/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৪৩ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪৯৩

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
    জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক আজ কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, মো. আব্দুল ওয়াদুদ, নাজমুল হাসান, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং আখতার জাহান অংশগ্রহণ করেন।
    বৈঠকে এশিয়ান ইনফ্রাস্ট্র্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বিল, ২০১৬ এর উপর বিস্তারিত আলোচনা করা হয় ।
কমিটি এশিয়ান ইনফ্রাস্ট্র্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বিল, ২০১৬ পরীক্ষা নিরীক্ষা করে। পরীক্ষা নিরীক্ষা শেষে বিলটিতে কিছু সংশোধন সাপেক্ষে জাতীয় সংসদে চূড়ান্ত রিপোর্ট প্রদান করার সুপারিশ করে।
বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
    
এমাদুল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪৯২

২০৩০ সালে সর্বক্ষেত্রে নারী পুরুষের অংশগ্রহণের হার সমান হবে
                                   -- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সর্বক্ষেত্রে নারী পুরুষের অংশগ্রহণের হার সমান হবে। এই লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার। শত অর্জনের মধ্যেও বাংলাদেশে এখনও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সফররত আফগান পার্লামেন্টের মহিলা সংসদ সদস্যদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। আফগান পার্লামেন্টের নি¤œকক্ষ (হাউজ অভ্ দ্য পিপল) এর উইমেন অভ্ দ্য উইমেন কমিটির চেয়ারম্যান ফাওজিয়া কোফি (ঋধুিরধ কড়ড়ভর) এমপি’র নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলের মধ্যে আরো ছিলেন উইমেন অভ্ উইমেন কমিটির সদস্য মারিয়াম কোফি (গধৎুধস কড়ড়ভর); টোপাকেই পাটমেন (ঞড়ড়ৎঢ়বধশধু চধঃসধহ); কোবরা মোস্তাফাওয়াই (কড়নৎধ গঁংঃধভধরি), জাহরা টকরি যাবুলি (তধযৎধ ঞড়শৎর ঔধনঁষর), রুবাবা পারওয়ানি দারওয়িশ (জঁনধনধ চধৎধিহর উধৎরিংয) এবং আকিজি জালিস (অুরুর ঔধষরং) এমপি।
প্রতিনিধিদল বলেন, বাংলাদেশ ও আফগানিস্তান প্রায় একই অঞ্চলের মুসলিম অধ্যুষিত দেশ। তারপরও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেত্রী ও স্পিকার মহিলা। তাঁরা বাংলাদেশের এই অর্জনকে অভিনন্দন জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে নারী উন্নয়নের প্রধান চালিকাশক্তি হলো রাজনৈতিক সদিচ্ছা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণেই তা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, প্রয়োজনীয় আইন প্রণয়ন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, নারীশিক্ষার প্রসার, কোটা পদ্ধতি, ছাত্রীবৃত্তি, অতি দরিদ্র নারীদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রভৃতি কারণে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আজ সারাবিশ্বে রোলমডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
প্রতিনিধিদল বাংলাদেশ ও আফগানিস্তানের সাথে সম্পর্ক আরও জোরদারকরণের উপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী আফগান প্রতিনিধিদলকে বাংলাদেশ সফর করায় ধন্যবাদ জানান।
#    
খায়ের/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৪৯১

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ফলে অপরাধমূলক কর্মকা- বন্ধ হবে
                                                                       ---স্পিকার
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ফলে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে সংঘটিত অপরাধমূলক কর্মকা- বন্ধ হবে। এর ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির  উন্নতি সাধিত হবে এবং জননিরাপত্তা নিশ্চিত হবে।

স্পিকার আজ জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম/রিম পুনঃনিবন্ধন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  

স্পিকার বলেন, সারাদেশে ব্যবহৃত প্রায় ১৩ কোটি সিমের পুনঃনিবন্ধন একটি বড় ধরনের কর্মযজ্ঞ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একার পক্ষে এ বিশাল কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়। একটি আন্দোলনের মাধ্যমে এ কর্মকা-ে সারাদেশের জনগণকে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, জনকল্যাণ ও জননিরাপত্তা বিধানের জন্য এ কর্মসূচি নেয়া হয়েছে। তিনি বলেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের জনগণ যেকোন জনকল্যাণমূলক কর্মকা-ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে।

স্পিকার বলেন, বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের এই উদ্যোগের সাথে জাতীয় সংসদ সচিবালয়কে সম্পৃক্ত করায় তা সংসদ সদস্যদের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়বে। তিনি প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় বিশেষ কর্মসূচি গ্রহণ করে এ কার্যক্রমকে সফল করার আহবান জানান। তিনি বলেন, এর ফলে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের সফল বাস্তবায়ন হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেন, মোবাইল ফোনের অপব্যবহাররোধে এ কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে। তিনি একটি সমন্বিত প্রচার ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির মাধ্যমে এ কর্মকা- সফল করার আহবান জানান।

    ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মোছা. মাহবুব আরা গিনি, সংসদ সদস্যবৃন্দ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এবং সংসদ সচিব
মো. আবদুর রব হাওলাদার উপস্থিত ছিলেন।    
#
মোতাহের/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮১২ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৪৯০

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের তৈরি ঔষধ এবং উৎপাদিত চাল আমদানি করলে মালদ্বীপ লাভবান হবে। বাংলাদেশ ইতোমধ্যে শ্রীলংকায় ৫০ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করেছে। নেপালে ভূমিকম্পের সময় ১০ হাজার মেট্রিক টন চাল অনুদান হিসেবে প্রেরণ করেছে।  মালদ্বীপ বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের প্রায় ৬৭ হাজার মানুষ মালদ্বীপে কাজ করছে এবং প্রায় ৬০ জন চিকিৎসক সেখানে সুনামের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করছেন। মালদ্বীপের অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের মেডিকেল ও বিশ^বিদ্যালয়ে পড়ালেখা করছে। মন্ত্রী বলেন, গত অর্থবছর বাংলাদেশ মালদ্বীপে ৫ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে
১ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।
    মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার
ড. মোহামেদ আসিম (উৎ. গড়যধসবফ অংরস)-এর সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন।
    মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানসম্পন্ন ঔষধ তুলনামূলক কম দামে সরবরাহ করতে সক্ষম। বিশ^বাণিজ্য সংস্থায় ট্রিপস চুক্তির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উন্নত বিশ^সহ পৃথিবীর প্রায় ১০৭টি দেশে বাংলাদেশ ঔষধ রপ্তানি করছে। মালদ্বীপ এ সুযোগ গ্রহণ করতে পারে।
    মালদ্বীপের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বালু আমদানির আগ্রহ প্রকাশ করেন।  মালদ্বীপ বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করতে আগ্রহী। বাংলাদেশের ঔষধশিল্প অনেক উন্নত। আগামী দিনে বাংলাদেশ থেকে মালদ্বীপ বেশি করে ঔষধ আমদানি করবে। তিনি দু’দেশের মধ্যে চলমান ব্যবসাবাণিজ্য বৃদ্ধি করতে বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
    মালদ্বীপে বাংলাদেশের তৈরি ইলেক্ট্রনিক পণ্য, টয়লেট্রিজ, ঔষধ, ক্রোকারিজ, শুকনা খাবার, কাপড়, শিশুদের পোশাক, সাবান, অলংকার, প্লাস্টিক সামগ্রী, চামড়াজাত পণ্য প্রভৃতির প্রচুর চাহিদা রয়েছে। উভয় দেশের ব্যবসায়ী এবং সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে এ বাণিজ্য অনেক বৃদ্ধি করা সম্ভব। উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ নভেম্বর উভয় দেশের মধ্যে ব্যবসাবাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।
#

বকসী/আফরাজ/রেজাউল/২০১৬/১৭১৫ ঘণ্টা

Handout                                                                                                                 Number: 489

High Commissioner Syed Muazzam Ali meets the Chief Minister of Maharashtra

New Delhi, 15 February: 

            High Commissioner of Bangladesh to India Syed Muazzem Ali yesterday met the Chief Minister of Maharashtra Devendra Fadnavis at the ‘Make in India Centre’ in Mumbai.

            Bangladesh Deputy High Commissioner to Mumbai Samina Naz and senior official of the Mission accompanied the High Commissioner during the meeting. The High Commissioner is currently visiting Mumbai to attend the ‘Make in India Week’ at the invitation of the Government of India.

            Mentioning about Indian Prime Minister Narendra Modi’s ‘Neighbourhood First Policy’, the High Commissioner stated that Bangladesh Prime Minister Sheikh Hasina had adopted a policy of zero tolerance towards combating terrorism for being a stable and secured neighbourhood of India.

            The High Commission, on trade and investment, sought assistance of the Chief Minister for further development of relations, especially with Maharashtra, Mumbai being the business capital of India and to explore and tap new potentials, avenues of trade and economic cooperation. He stated that investors from India, Maharashtra in particular, may tap the wide investment opportunities especially, for its sunset industries taking the advantage of a large pool of low-cost skilled manpower and duty-free quota-free access that Bangladesh can provide and re-export those to seven sister states of India or any third countries.

            The High Commissioner also invited the Chief Minister to visit Bangladesh at the earliest convenience. He stated that this would be the first ever visit by any Chief Minister of Maharashtra to Bangladesh that would provide him a first-hand experience to see and explore the opportunities that Bangladesh may provide in trade, economic and other sectors for Maharashtra.

            He also thanked the Chief Minister for extending all out support from his administration for the establishment of the Deputy High Commission in Mumbai. The Chief Minister expressed his satisfaction at the existing relations between the two countries and also hoped that Bangladesh’s economic and trade relations would be further strengthened with Maharashtra. 

#

Enamul/Mobassera/Rafiqul/Asma/2016/1530 hours  

Todays handout (8).doc