তথ্যবিবরণী নম্বর : ১৩৯৭
দ্রুত সেবা দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দ্রুত সেবা দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। দক্ষ ও নিবেদিত প্রাণ কর্মী ছাড়া কোন প্রতিষ্ঠানই উন্নতি করতে পারে না। দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) এর প্রথম প্রশিক্ষণ কর্মসূচি ‘চৎড়লবপঃ ঋড়ৎসঁষধঃরড়হ, ওসঢ়ষবসবহঃধঃরড়হ, গড়হরঃড়ৎরহম ধহফ ঊাধষঁধঃরড়হ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আইআইটি (ওওঞ), এআইটি (অওঞ) বা এমআইটি (গওঞ) এর মত আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গঠন করা হয়েছে। ঢাকার অদূরে কেরানীগঞ্জে ২৫ একর জমি নিয়ে সম্পূর্ণ আবাসিক এ প্রতিষ্ঠান গড়া হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আওতাধীন দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা যাতে ‘আউট অব বক্স’ বা খোলা মন নিয়ে জনকল্যাণে চিন্তা-ভাবনা করতে পারে, সেভাবেই তাদের গড়ার উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সচিব ডঃ আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর ও অতিরিক্ত সচিব মোঃ মাহবুব-উল-আলম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।
#
আসলাম/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৯৬
প্রতি ৫০ জন মানুষের জন্য ১টি পানির উৎস স্থাপন করা হবে
-- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সরকার ১০ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রতি ৫০ জন মানুষের জন্য একটি করে পানির উৎস স্থাপনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আজ রাজধানীর ইত্তেফাক সম্মেলন কক্ষে ‘র্ডপ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত ‘বাজেট ২০১৮-১৯ঃ প্রেক্ষিত এসডিজি-৬’ বিষয়ক এক প্রাক বাজেট আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক মলয় পাঁড়ের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা, র্ডপ প্রতিষ্ঠাতা এ এইচ এম নোমান, গবেষক ড. মাহফুজ কবীর, মোঃ আজহার আলী তালুকদার, অধ্যাপক ড. হামিদুল হক, অধ্যাপক ড. রুমানা হক, পানি ও স্যানিটেশন বিশেষজ্ঞ অলক কুমার মজুমদার।
প্রতিমন্ত্রী বলেন, ডিপিএইচই ৮০০ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ ও ১৫৯টি পৌরসভায় পাইপ লাইনে পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়া দুই হাজার কোটি টাকা ব্যয়ে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প গ্রহণ করবে। তিনি র্ডপ ও দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষকে জনগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি ও স্যানিটেশন নিয়ে বিশেষ আলোচনাসভা আয়োজনের জন্য ধন্যবাদ জানান। পানি ও স্যানিটেশন বিষয়ে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকে আরো সমন্বিত ভূমিকা পালনে এগিয়ে আসতে প্রতিমন্ত্রী আহ্বান জানান।
#
আহসান/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৯৫