Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী ২০ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ১৩৭২

 

জুলাই গণঅভ্যুত্থানে যত পুলিশ মারা গিয়েছে এর দায় শেখ হাসিনার

                                                 - তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

 

ঢাকা, ৪ কার্তিক (২০ অক্টোবর):    

আমরা শেখ হাসিনাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তিনি তা না করে দেশে রক্তের বন্যা বইয়ে দিয়েছেন। ৫ আগস্ট দুপুর পর্যন্ত আন্দোলনকারী ছাত্র-জনতার উপর স্নাইপার দিয়ে গুলি চালানো হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা তার সকল নেতা কর্মী এবং পুলিশ বাহিনীকে মাঠে থাকার নির্দেশ দিয়ে কাউকে না জানিয়ে দেশ থেকে পালিয়ে যান। শেখ হাসিনার এই সিদ্ধান্তের কারণে সেদিন অনেক পুলিশ সদস্য মারা যায়। এ আন্দোলনে যত পুলিশ মারা গিয়েছে এর দায় শেখ হাসিনার।

আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা বাংলাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকদের বিভিন্ন লড়াই সংগ্রামের কথা জানি, আবার এর বিপরীতে বিভিন্ন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দালালির কথাও জানি। আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমানে গণমাধ্যম যে স্বাধীনতা উপভোগ করছে, এর আগে বাংলাদেশ কখনো এরকম চর্চা করেছে কি না সেই ইতিহাস আমার জানা নেই।

উপদেষ্টা বলেন, গণমাধ্যম থেকে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট এবং আকাঙ্ক্ষা পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের। কারণ এখনো আমাদের অনেক ভাই-বোনেরা আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। এখনো অনেকে শহিদ হচ্ছে অথচ আমাদের গণমাধ্যমগুলোতে সেই শহিীদ এবং আহতদের কথা দিনকে দিন কমে আসছে। জনগণের স্মৃতি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে।

 বেশ কিছু গণমাধ্যম জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের নিহত হিসেবে উল্লেখ করছে, যা অত্যন্ত দুঃখজনক। যেখানে অন্তর্বর্তী সরকারের সকল প্রজ্ঞাপনে তাদেরকে শহিদ হিসেবে উল্লেখ করা হয়েছে, দেশবাসী তাদেরকে শহিদ হিসেবে আখ্যা দিয়েছে, সেখানে গণমাধ্যম তাদের শহিদ বলতে কার্পণ্য করছে। গণমাধ্যম তাদেরকে মৃত এবং নিহত হিসেবে দেশবাসীর কাছে উপস্থাপন করছে বলেও তিনি মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, এই গণঅভ্যুত্থান রক্তের মাধ্যমে ঘটেছে, রক্ত দিয়েই নতুন ইতিহাস তৈরি হয়েছে। যতই ষড়যন্ত্র করা হোক না কেন এই ইতিহাস মুছে যাওয়ার নয়।

আমরা দেখেছি গণঅভ্যুত্থানের সময় অনেক সাংবাদিক শহিদ হয়েছেন, আহত হয়েছেন। প্রেসক্লাবের অনেক সদস্য আমাদের গণঅভ্যুত্থানের সমর্থন জুগিয়েছেন। তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সময় আমরা শুনেছি আমাদের সংবাদ প্রচার করতে দেওয়া হয়নি। সংবাদ সংগ্রহের কারণে মিডিয়া হাউজগুলোতে সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন। এখনো সেই সাংবাদিকদের নানা প্রকার চাপের মধ্যে রাখা হয়েছে বলে আমরা জেনেছি। সে হাউসগুলোতে ফ্যাসিবাদের এজেন্টরা রয়ে গেছে। তাদের বিতাড়িত করতে হবে।

উপদেষ্টা বলেন, আমরা স্বাধীন গণমাধ্যমের কথা বলছি। সেই গণমাধ্যমের মধ্য থেকে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করে জনগণের সামনে চিহ্নিত করতে হবে। কারণ আমরা ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই। ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম ছাড়া নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না।

চলমান পাতা-২

 

 

পাতা-২

 

আমি টাইম ম্যাগাজিনকে বলেছিলাম, শেখ হাসিনা একজন সাইকোপ্যাথ ও রক্তচোষা-তাই প্রমাণিত হলো। আমরা প্রথমে নিয়মতান্ত্রিকভাবেই একটা আন্দোলন করছিলাম। সর্বপ্রথম সরকারের পেটুয়া বাহিনী আমাদের উপর আক্রমণ করে। আমরা বারবার আমাদের দাবি মেনে নেয়ার কথা বলেছি; কিন্তু তারা আমাদের বন্দুকের সামনে দাঁড় করিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে আমাদের গুম করা হয়েছে এবং তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে।

 

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে থাকা সমর্থকদের সরকারবিরোধী আন্দোলন করার জন্য উস্কানি দিচ্ছে। আমি তাদের বলতে চাই, শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার জন্য আর ফিরতে পারবে না, শুধু ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্যই ফিরবে। যারা এখনো পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের উস্কানিতে জনজীবন দুর্বিষহ করার চেষ্টা করছেন তাদেরকে সাবধান করে দিতে চাই।

গণমাধ্যমের স্বাধীনতা এক জিনিস আর ফ্যাসিবাদের পক্ষে কথা বলা অন্য জিনিস। আবারো বলতে চাই সরকারের গঠনমূলক সমালোচনা করুন; কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়াবেন না। ছাত্র-জনতার রক্তের বিপক্ষে দাঁড়াবেন না বলেও তিনি মন্তব্য করেন।

উপদেষ্টা প্রেসক্লাবের লড়াকু সাংবাদিকদের শুভেচ্ছা জানান এবং যারা গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে শহিদ হয়েছেন তাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন উপদেষ্টা।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

কারা নির্যাতিত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অসংখ্য সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

#

জসীম/শিবলী/রানা/মোশারফ/শামীম/২০২৪/২২১৫ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ১৩৭১  

 

ভূ-স্বত্বের অধিকারের জন্য অধিকাংশ মানুষ মামলা-মোকদ্দমায় জড়িত

 

ঢাকা, ৪ কার্তিক (২০ অক্টোবর):    

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, আগামী দু্‌’বছরের মধ্যে আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কর্মপরিকল্পনা বাস্তবায়ন কাজ চলছে। ইতিমধ্যে ভূমি সেবা হটলাইন ১৬১২২ চালু হয়েছে।  ভূ-স্বত্বের উপর অধিকার প্রতিষ্ঠার  জন্য  দেশের অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে  মামলা-মোকদ্দমায় জড়িত। ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণলব্দ জ্ঞানের মাধ্যমে কর্মকর্তাগণ ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার পাশাপাশি দুর্নীতি ও জনদুর্ভোগমুক্ত সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সচিব আজ রাজধানীর ডেমরা করিম জুট মিলস লি. মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক আয়োজিত চল্লিশ দিনব্যাপী ১৩৬তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভূমি সচিব আরো বলেন, যারা ভূমি সেবার সাথে জড়িত, বিশেষ করে যারা মাটি ও মানুষ নিয়ে কাজ করেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বিচার কাজে নিয়োজিত তাদের ভূমি প্রশাসন সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা থাকার জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ জ্ঞানার্জন অপরিহার্য।

ভূমি রেকর্ড ‍ও জরিপ অধিদপ্তরেরর মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহঃ মনিরুজ্জামান, মোঃ আবু বকর ছিদ্দিক, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ফারুক আহমেদ ও অধিদপ্তরের পরিচালক মোঃ মোমিনুর রশীদ। এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিসিএস (প্রশাসন), বিসিএস (পুলিশ), বিসিএস (বন) ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৭ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। 

#

আহসান/শিবলী/রানা/মোশারফ/শামীম/২০২৪/২২২০ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ১৩৭০ 

২২টি শিল্প নগরীতে ৯৬২টি প্লট বরাদ্দ দেওয়া হবে

ঢাকা, ৪ কার্তিক (২০ অক্টোবর):

          বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর ২২টি শিল্প নগরীতে ৯৬২টি শিল্প প্লট বরাদ্দ কার্যক্রম চলছে। আবেদনের শেষ তারিখ ২৩ অক্টোবর, ২০২৪। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য www.bscic.gov.bd এ দেওয়া আছে।

         আজ শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) হতে এ তথ্য জানানো হয়েছে।

 

                                                #

সায়েম/মেহেদী/রানা/সঞ্জীব/আব্বাস/২০২৪/২০১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ১৩৬৯

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার তাগিদ  

ঢাকা, ৪ কার্তিক (২০ অক্টোবর):    

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনেও চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের লক্ষ্যে আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় কোথাও কোনো অবহেলা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, স্বাস্থ্যখাতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। যারা দুর্নীতি করবেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের শুধু আশ্বাস দিলে হবে না, তাদের সুচিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, আহতদের চিকিৎসায় যত টাকা লাগবে সরকার তা বহন করবে। সরকারের সেই সক্ষমতা আছে। আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের চিকিৎসায় সমন্বিতভাবে কাজ করতে হবে, যেন তাদের দ্বিতীয়বার সরকারের কাছে আসতে না হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের অনেকেই মানসিকভাবে বিধ্বস্ত। তিনি মানসিকভাবে বিধ্বস্তদের মানসিক কাউন্সিলিং প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, আহতদের চিকিৎসাসেবাকে রুটিন কাজ হিসেবে বিবেচনা করা যাবে না। তিনি আহতদের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অংশ নিয়ে আহত ব্যক্তিগণ তাদের চিকিৎসার অগ্রগতি বিষয়ে অবহিত করেন। তারা উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বিভিন্ন শ্রেণি-পেশার ৬০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।

#

মামুন /মেহেদী/শিবলী/রানা/মোশারফ/শামীম/২০২৪/১৯৫৫ঘন্টা

Handout                                                                                                      Number: 1368

Environment Advisor emphasized fair,

transparent climate finance to avoid debt traps
 

Dhaka, 20 October:

            Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, emphasized the need for fair and transparent climate finance systems to prevent vulnerable countries from falling into debt traps. She stated that climate finance must be rooted in justice, ensuring countries like Bangladesh are not burdened with unfair loans while addressing a crisis they did not cause. The international community must recognize the necessity of grants, not just loans, to support adaptation and mitigation efforts, she added.

            Environment Advisor made these remarks during a National Dialogue on ÔClimate Justice in Climate Finance: Climate Debt Trap Risks for Bangladesh and Other LDCsÕ held at the CIRDAP Auditorium in Dhaka today.

            In her speech, Rizwana Hasan underscored the importance of stronger global commitments to address the historical responsibility of developed nations in contributing to climate change. She urged industrialized countries to take responsibility and provide financial assistance in a manner that does not worsen the economic hardships of LDCs. Bangladesh and other vulnerable nations are grappling with both environmental and economic crises, and climate finance must serve as a tool for empowerment, not exploitation, she noted.

            Other speakers at the event included Executive Director of Nature Conservation Management (NACOM) Dr. Munzurul Hannan Khan, Managing Director of the Bangladesh Climate Change Trust (BCCT) Md. Rafiqul Islam and Managing Director and Chief Executive of Change Initiative M Zakir Hossain Khan.

            The event gathered experts, policymakers and civil society representatives to discuss challenges and solutions regarding climate finance for developing nations. The dialogue focused on the increasing concerns surrounding the debt risks posed by international climate finance for Bangladesh and other Least Developed Countries (LDCs).

#

Dipankar/Mehedi/Shibli/Ferdous/Rana/Sanjib/Joynul/2024/1930 hour
 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ১৩৬৭

জলবায়ু অর্থায়নে ন্যায্যতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার

ঢাকা, ৪ কার্তিক (২০ অক্টোবর):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জলবায়ু অর্থায়ন ব্যবস্থায় ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন, যাতে ঝুঁকিপূর্ণ দেশগুলো ঋণের ফাঁদে না পড়ে। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ-সহ অন্যান্য অনেক দেশের জলবায়ু সংকট তৈরিতে কোনো ভূমিকা নেই। কিন্তু তাদের ওপর অযৌক্তিক ঋণের বোঝা চাপানো হয়। তাই জলবায়ু অর্থায়ন অবশ্যই ন্যায়বিচারের ভিত্তিতে হতে হবে। অভিযোজন ও প্রশমন প্রচেষ্টায় সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু ঋণ নয়, অনুদানের প্রয়োজনীয়তা স্বীকার করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

          পরিবেশ উপদেষ্টা আজ সিরডাপ অডিটোরিয়ামে ‘জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার: বাংলাদেশ ও অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোর জন্য জলবায়ু ঋণের ফাঁদের ঝুঁকি’ শীর্ষক জাতীয় সংলাপে এসব কথা বলেন।

          রিজওয়ানা হাসান তাঁর বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব পালনে শক্তিশালী বৈশ্বিক প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরেন। তিনি শিল্পোন্নত দেশগুলোকে দায়িত্ব গ্রহণ এবং এমনভাবে আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানান যাতে স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক সংকট আরো প্রকট না হয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো পরিবেশগত ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি। এজন্য জলবায়ু অর্থায়নকে অবশ্যই শোষণের নয়, ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত।

          অনুষ্ঠানে নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (ন্যাকম) নির্বাহী পরিচালক ড. মনজুরুল হান্নান খান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম এবং চেঞ্জ ইনিশিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জাকির হোসেন খান-সহ।

#

দীপংকর/মেহেদী/শিবলী/ফেরদৌস/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৩৬৬

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন সম্পূর্ণরূপে কার্যকর করা যাবে  --- আইন উপদেষ্টা

ঢাকা, ৪ কার্তিক (২০ অক্টোবর):

          আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউয়ের আবেদন নিষ্পত্তির মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হয়েছে বা পুনরায় কার্যকর করা হয়েছে। এটা নিয়ে কিছুটা ‘কনফিউশান’ ছিল। আজ আদালতের রায়ের মাধ্যমে তা দূর হয়েছে। অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন সম্পূর্ণরূপে কার্যকর করা যাবে।

          আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

          বর্তমান সময়ের একটি বিশেষ তাৎপর্য রয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আমাদের হাইকোর্টে কিছু বিচারক আছেন, তাদের ব্যাপারে সমাজের বিভিন্ন স্তরে প্রচুর অভিযোগ রয়েছে। তারা গত জুলাই গণবিপ্লবে পতিত ফ্যাসিস্ট শক্তির নিপীড়ক যন্ত্রে পরিণত হয়েছিলেন। এছাড়া কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, যা পত্র-পত্রিকায় ছাপা হয়েছে। এজন্য তাদের নিয়ে ছাত্র-জনতার অনেক ক্ষোভ রয়েছে। এসমস্ত ক্ষোভ সাংবিধানিকভাবে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তি করার একটি পথ খুলে গেছে।

          উপদেষ্টা বলেন, উচ্চ আদালত সম্পূর্ণ স্বাধীন। উচ্চ আদালত তাঁর মতো করে ব্যবস্থা নেবেন। তবে আমরা মনে করি, এখন অন্তত ছাত্র-জনতা তাদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের নিকট পেশ করার জন্য একটা উপযুক্ত ফোরাম পেল। আমরা এটার একটা ইতিবাচক অগ্রগতি দেখতে চাই।

          আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়ে সংবিধানেই বলা আছে। প্রধান বিচারপতি ও আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুজন বিচারক নিয়ে এই কাউন্সিল গঠিত হয়। কেউ যদি আজই সেখানে কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেন, তাহলে সেটির প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

          উপদেষ্টা আরো বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন বাতিল ছিল তখন উচ্চ-আদালতের বিচারকদের জবাবদিহি নিশ্চিত করার ফোরাম ছিল না। আবার জবাবদিহি নিশ্চিত করার ইচ্ছাও তৎকালীন উচ্চ আদালতের প্রশাসনের ছিল না। কারণ তখন রায় হতো ফরমায়েশি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কি রকম রায় হয়েছে। তারেক রহমানকে বাংলাদেশে কথাই বলতে দেওয়া হয়নি। বাক-স্বাধীনতা রুদ্ধ করার মতো এমন রায়ও হয়েছে। এছাড়া বহু মানুষ তাদের মানবাধিকার রক্ষা করার সুযোগ পাননি। বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছেন। বর্তমানে যারা কর্তৃপক্ষ রয়েছেন, আদালতের জবাবদিহিতা নিশ্চিত করার সদিচ্ছা তাঁদের আছে বলে আমি বিশ্বাস করি। এবার সেটা বাস্তবায়ন করার ফোরামও পুনরুজ্জীবিত হয়েছে। এটিকে ইতিবাচক হিসেবে দেখছি।

#

 রেজাউল/মেহেদী/শিবলী/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১৩৬৫

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৪ কার্তিক (২০ অক্টোবর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৩৫ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৪৯ জন।

                                               #

দাউদ/মেহেদী/রানা/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৭১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                             নম্বর: ১৩৬৪

বিজিএমইএ এর প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আনোয়ার হোসেন                                                    

ঢাকা, ৪ কার্তিক (২০ অক্টোবর):

বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক রপ্তানি উন্নয়ন ব্যুরো এর ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনকে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর প্রশাসক নিয়োগ করা হয়েছে। 

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।

#

কামাল/ফাতেমা/আলী/আসমা/২০২৪/১৬২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর: ১৩৬৩

পলিথিন শপিং ব্যাগমুক্ত বাজারকে পুরস্কার দেয়া হবে
                                     - পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ৪ কার্তিক (২০ অক্টোবর):    

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগমুক্ত বাজারকে পুরস্কার দেয়া হবে।

উপদেষ্টা আজ ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত মহানগরের ব্যবসায়ী মালিক সমিতির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এ নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। পলিথিন ব্যাগ উৎপাদন, পরিবহন, বিপণন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এর বিকল্প হিসেবে পাট ও চটসহ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে। সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং আমরা চাই ব্যবসায়ীরা এ উদ্যোগের অংশীদার হোক।

পরিবেশ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তৃতা করেন অতিরিক্ত সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। উন্মুক্ত আলোচনা পর্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করেন এবং পলিথিনের উৎস বন্ধসহ বিভিন্ন পরামর্শ দেন।

#

দীপংকর/ফাতেমা/সুবর্ণা/আলী/শফিক/২০২৪/১৬০০ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৩৬২

জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও প্রশমন কৌশলগুলো ন্যায়সংগত হতে হবে

                                                                 -পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ৪ কার্তিক (২০ অক্টোবর):    
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও প্রশমন কৌশলগুলো ন্যায়সংগত হতে হবে এবং সর্বাধিক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক অর্থায়ন সংকট মোকাবিলায় প্রতিশ্রুত ১০০ বিলিয়ন ডলার প্রদানের পরিমাণ বাড়াতে হবে। উন্নত দেশগুলোর   অর্থ সাহায্য কিছু কিছু আর্থিক সমস্যার সমাধান করলেও তাতে প্রকৃত ন্যায়বিচার পাওয়া যাবে না।

উপদেষ্টা আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত Road to Baku Cop29-Position of CSOs in Bangladesh on Climate Resilience’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।   

উপদেষ্টা বলেন, বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার বিষয়ে দৃঢ় অবস্থানে থাকবে। তিনি অভিযোজন পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণদের এ প্রক্রিয়ায় যুক্ত করার আহ্বান জানান। এছাড়া, আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো স্পষ্টভাবে তুলে ধরা এবং উচ্চাভিলাষী প্রশমন উদ্যোগ নিয়ে কথা বলার প্রজনীয়তার কথা উল্লেখ করেন। কপ২৯ সম্মেলনের আগে, বাংলাদেশে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন তিনি।

সেমিনারে বিভিন্ন সিএসও, জলবায়ু কর্মী এবং নীতি বিশেষজ্ঞরা অংশ নেন। সেমিনারের মূল লক্ষ্য ছিল কপ২৯ সম্মেলনের আগে বাংলাদেশে নাগরিক সমাজের একটি একক অবস্থান গঠন করা। অভিযোজন কৌশল, জলবায়ু অর্থায়ন এবং স্থানীয় সম্প্রদায়ের জলবায়ু সহনশীলতা গঠনে তাদের ভূমিকা ইত্যাদি বিষয়ে সেমিনারে আলোচনা হয়। 

কপ২৯ সম্মেলনে জোরালোভাবে এডভোকেসির আহ্বান জানানো হয়, যাতে বৈশ্বিক জলবায়ু আলোচনায়  বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর কণ্ঠস্বর শোনা যায়। উপস্থিত প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সহনশীলতা গঠনে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করবে।

এসময় ড. আবদুল হামিদ, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, ড. এস এম মুনজুরুল হান্নান খান, নির্বাহী পরিচালক, NACOM ও অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বক্তব্য রাখেন।

#

দীপংকর/ফাতেমা/সুবর্ণা/কলি/শফিক/২০২৪/১৪৫৬ ঘন্টা

তথ্যবিবরণী                                                                            নম্বর: ১৩৬১

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষকের স্বার্থে কাজ করতে হবে

                                                   - স্বরাষ্ট্র উপদেষ্টা 

রাজশাহী, ৪ কার্তিক (২০ অক্টোবর):   

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে শুধু প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে নয়, সাধারণ কৃষকের উন্নয়নে ও স্বার্থে তাদের কাজ করতে হবে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের কাজের আরো সুযোগ রয়েছে।

উপদেষ্টা আজ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকোপার্কে কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মতবিনিময় সভায় কৃষকরা জানান, রাজশাহীতে আলুর জন্য পর্যাপ্ত পরিমাণ হিমাগার বা সংরক্ষণাগার রয়েছে। কিন্তু বীজ আলু সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই। তারা আরো জানান, এ অঞ্চলের মাটিতে পিএইচ এর পরিমাণ কম থাকায় এবং মাটিতে অম্লত্ব বেশি হওয়ায় ফসল উৎপাদন কমে যাচ্ছে। কৃষকরা এ সমস্যা সমাধানে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, সরকার কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি চাষীদের আলু সংরক্ষণের জন্য আড়াই লাখ টাকা ব্যয়ে অহিমায়িত মডেল ঘর নির্মাণ করছে। এছাড়া, সরকার আলু উৎপাদন বৃদ্ধির জন্য নেদারল্যান্ডস থেকে উন্নত জাতের আলু বীজ আমদানি করেছে। তিনি আরো বলেন, আলুবীজের দাম যেন না বাড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া, তিনি পিএইচ এর পরিমাণ কম থাকায় এবং মাটিতে অম্লত্ব বেশি হওয়ার বিষয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে গবেষণাপূর্বক সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় উপদেষ্টা কৃষকদের খোঁজখবর নেন এবং কৃষকদেরকে লাভজনক শস্য উৎপাদন ও শস্য বহুমুখীকরণের পরামর্শ দেন।

উপদেষ্টা এর আগে পদ্মা নদী হতে সরমংলা খাড়িতে ভূগর্ভস্থ পাইপ লাইন দ্বারা পানি সঞ্চালন প্রকল্প পরিদর্শন করেন। এছাড়া, তিনি সরমংলা খাড়িতে পোনামাছ অবমুক্ত করেন এবং সরমংলা ইকোপার্কে ব্ল্যাকস্টোন জাতের আমের চারা রোপণ করেন।

 পরে তিনি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত কলিপুর ইরিগেশন সিস্টেম পরিদর্শন করেন। পরিদর্শনকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান ও নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

#

ফয়সল/ফাতেমা/সুবর্ণা/আলী/শফিক/২০২৪/১৪৫৬ ঘন্টা

তথ্যবিবরণী                                                                         নম্বর: ১৩৬০

­­হজ সংক্রান্ত আর্থিক লেনদেনে প্রতারকচক্রের ব্যাপারে সর্তকতা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়                                                        

ঢাকা, ৪ কার্তিক (২০ অক্টোবর):

সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণির প্রতারকচক্র টাকা ফেরত দেয়া হবে বলে আশ্বাস দিয়ে সম্মানিত হজযাত্রী,

2024-10-20-16-58-91f2d98f63643c293e4084b4c91ee04b.docx