বেসরকারি নম্বর : ০৮
ফজলুল হক হল অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
সভাপতি কামাল আবদুল নাসের চৌধুরী ও মহাসচিব কবির বিন আনোয়ার
ঢাকা, ৬ জ্যৈষ্ঠ (২০ মে) :
ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম সাধারণ সভা ও পুনর্মিলনী’ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে সভাপতি, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক (পিপিএম, বিপিএম) সিনিয়র সহ-সভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার মহাসচিব ও ফজলুল হক হল প্রাধ্যক্ষ অধ্যাপক হারম্নন অর রশীদকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
আগামী দুই বছরের জন্য ফজলুল হক হল অ্যালামনাই এসোসিয়েশনের এ কমিটি কাজ করবে।
অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী এ কে ফজলুল হকের নামে ১৯৪০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ হলের যাত্রা শুরম্ন হয়।
পুনর্মিলনী উপলক্ষে পুরনো এ হল সেজেছে; পাশাপাশি কার্জন হলও হয়েছে রঙিন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম সাধারণ সভা ও পুনর্মিলনী’ অনুষ্ঠানে গতকাল সকাল সাড়ে ৯টা থেকে কার্জন হল প্রাঙ্গণে জড়ো হতে থাকে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত ফজলুল হক হলের প্রাক্তন শিক্ষার্থীরা।
এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ কর্মজীবনে প্রতিষ্ঠিত অনেক সাবেক শিক্ষার্থী উপসি'ত ছিলেন। দেশের নানা আন্দোলন-সংগ্রামে জড়িয়ে থাকা ঐতিহাসিক হলটির নবীন-প্রবীণরা আড্ডায়-গল্পে সোনালি দিনের স্মৃতি রোমন'নে পার করেছেন পুরোদিন।
গল্প-আড্ডা ছবি তোলা, কুশল বিনিময় ও স্মৃতিচারণার আনুষ্ঠানিকতা নিয়ে ব্যসত্ম সময় পার করেছে হাজারো প্রাক্তনরা।
১৯৪৯-৫০ সালের শিক্ষার্থী প্রবীণ অধ্যাপক কাজী আবদুল ফাত্তাহর সভাপতিত্বে এই পুর্ণমিলনী অনুষ্ঠান শুরম্ন হয়।
ফজলুল হক হল এলামনাই এসোসিয়েশনের প্রসত্মুতি কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
#
হেদায়েত/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা