Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ এপ্রিল ২০২৪

প্রেস শাখা

প্রেস শাখার মূল দায়িত্ব সরকারের প্রচার-প্রচারনার ব্যবস্থা করা। এটি তথ্য অধিদফতরের প্রধান কাজ। দু’টি শক্তিশালী অনুশাখা-সংবাদকক্ষ এবং ফটো শাখা নিয়ে প্রেস শাখা গঠিত।বছরের ৩৬৫ দিনই সংবাদকক্ষ মধ্যরাত পয©ন্ত কাজ করে থাকে।প্রেস শাখা তথ্যবিবরণী, সংশোধনী, প্রতিবাদ এবং বিভিন্ন গুরুত্বপূণ© সরকারি অনুষ্ঠানের স্থিরচিত্র গণমাধ্যমের জন্য প্রকাশ ও বিতরণ করে। গুরুত্বপূণ© কোন বিষয়াবলীতে প্রেসনোট ও সংবাদকক্ষ থেকে প্রদান করা হয়। প্রেস শাখা সরকারের অন্যতম প্রধান সংবাদ উৎস। এ শাখা বিদেশে অবস্থানরত বাংলাদেশের সকল দূতাবাসসমূহের জন্য সংবাদ সংক্ষেপ (News Brief) তৈরি ও প্রেরণ করে থাকে। প্রেস শাখা সংবাদ সম্মেলন এবং সাংবাদিকদের জন্য ব্রিফিং-এর আয়োজন করে। বিভিন্ন আন্তজা©তিক সম্মেলন এবং রাষ্ট্রিয় অতিথিদের সফরের সময় প্রয়োজনে দেশি-বিদেশি সাংবাদিকদের সহায়তার জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্বলিত মিডিয়া সেন্টার স্থাপন প্রেস শাখার তত্ত্বাবধানে করা হয়ে থাকে। একজন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার এ শাখার প্রধান।