Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জুলাই ২০১৯

তথ্যবিবরণী -15/7/2019

তথ্যবিবরণী                          নম্বর : ২৫৫৬
 
  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে আর্জেন্টিনার এগ্রো-ইন্ডাস্ট্রি বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ
 
ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সাথে আজ তাঁর দপ্তরে আর্জেন্টিনার এগ্রো-ইন্ডাস্ট্রি বিষয়ক মন্ত্রী খঁরং ঊঃপযবাবযবৎব এর নেতৃত্বে ৬-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল বৈঠক করেন।   
 
আর্জেন্টিনার মন্ত্রী বাংলাদেশে গরুর মাংস রপ্তানির প্রস্তাবসহ বাংলাদেশের প্রাণিসম্পদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশের প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কথা তাঁকে জানিয়ে বলেন, দেশে বিদেশি মাংস আমদানির প্রয়োজন নেই। তিনি বলেন, এদেশে সাধারণভাবে বিদেশি মাংসের আমদানি নিষিদ্ধ থাকলেও চেইনশপসহ ফাইভ স্টার হোটেলে বিদেশি অধিবাসীদের জন্য বিদেশি মাংসের সীমিত অনুমতি রয়েছে।
 
আর্জেন্টিনার মন্ত্রী বাংলাদেশের প্রাণিসম্পদের উন্নয়ন ছাড়াও বাংলাদেশের প্রাণিসম্পদের জেনেটিক উন্নয়ন, রোগবালাই রোধের লক্ষ্যে ডিজিজ ম্যানেজমেন্ট, এফএমডিসহ বিভিন্ন টিকা রপ্তানির জন্যও প্রস্তাব দেন। প্রতিমন্ত্রী তাদের এসব প্রস্তাবে সাড়া দিয়ে দ’ুদেশের আরো সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন। 
 
আর্জেন্টিনার প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত উধহরবষ ঈযঁনঁৎঁ, এগ্রো-ইন্ডাট্রিয়াল মার্কেটের যুগ্মসচিব ঔবংঁং ঝুষাবরৎধ, ঞড়নরধং উব গধৎপড়ং, এঁংঃধাড় ওফরমড়ৎধং ও গধৎরধহড় ইবযবৎধহ. 
 
বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে ছিলেন মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম ম-ল, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সুবোল বোস মনি, মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মোঃ রাশেদুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক প্রমুখ।    
#
 
শাহ আলম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/২২০৫ ঘণ্টা
তথ্যবিবরণী                          নম্বর : ২৫৫৫
 
  ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের ঘটনায় রেলপথ মন্ত্রীর শোক
 
ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) :
আজ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় একটি অননুমোদিত ও অরক্ষিত রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৮ জন যাত্রী নিহত হওয়ায় রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
 
মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
 
#
 
শরিফুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/২১২৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                             নম্বর : ২৫৫৪
 
কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে
                          --- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশের সকল বাংলা ও ইংরেজী মাধ্যমের স্কুল ও মাদ্রাসায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। 
মন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত বিশ্ব যুব দক্ষতা দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রমুখ।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা বর্তমানে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আছি। আমরা জিপিএ - ৫ পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত। অথচ আমাদের দরকার শিক্ষাজীবন শেষে কর্মক্ষেত্রে আমরা কতটা দক্ষতা দেখাতে পারি তার বিচার করা। 
বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আজ এক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রীর নেতৃত্বে র‌্যালিটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে  ‘জীবন ও কাজের জন্য শিখতে শেখা’।
 
#
 
খায়ের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                নম্বর : ২৫৫১
 
বন্যা ও দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদন 
ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) :
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী আজ সারা দেশে বন্যা ও দুর্যোগ পরিস্থিতি নি¤œরূপ :

সমুদ্র বন্দরসমূহের জন্য সতর্ক সংকেতঃ সমুদ্র বন্দরসমূহের জন্য কোন সংকেত নাই।  

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস:

রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় ৪৫-৬০কি.মি.  বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১নম্বর (পুনঃ)

১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আজ সকাল ০৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস:

সিনপটিক অবস্থা: মৌসুমী অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করে হিমালয়ের পাদ দেশীয় পশ্চিমবঙ্গ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের উপর সক্রিয়ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩দিন): উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

এক নজরে নদ-নদীর পরিস্থিতি

  • সুরমা-কুশিয়ারা ব্যতীত দেশের সকল প্রধান নদ-নদীসমূহের পানি সমতলবৃদ্ধি পাচ্ছে।
  • বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশসমূহের বিস্তৃত এলাকায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারী হতে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চল সংলগ্ন ভারতের বিহার এবং নেপালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
  • আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতলবৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং আগামী ২৪ ঘণ্টায় ধলেশ্বরী নদী এলাশিন পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।
  • আগামী ২৪ ঘণ্টায় লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে, অপরদিকে নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
  • চট্রগ্রাম ও বান্দরবন জেলায় বন্যা পরিস্থিতির আগামী উন্নতি ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।

 

নদ-নদীর অবস্থা (আজ সকাল ০৯:০০ টা পর্যন্ত)

পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশন

৯৩

বিগত ২৪ ঘন্টায় পানি সমতল অপরিবর্তিত

০২

বিগত ২৪ ঘন্টায় পানি সমতল বৃদ্ধি

৬৮

*মোট তথ্য পাওয়া যায়নি

০১

বিগত ২৪ ঘন্টায় পানি সমতল হ্রাস

২২

বিপদসীমার উপরে

২৬

 

 

বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন (৩১ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ/১৫ জুলাই ২০১৯ খৃঃ সকাল ৯.০০ টার তথ্য অনুযায়ী):

জেলার নাম

পানি সমতল স্টেশন

নদীর নাম

আজকের পানি সমতল (মিটার)

বিগত ২৪ ঘন্টায়

বৃদ্ধি(+)/হ্রাস(-) (সে.মি.)

বিপদসীমা (মিটার)

বিপদসীমার উপরে (সে.মি.)

সিলেট

কানাইঘাট

সুরমা

১৩.২৫

-২৪

১২.২৫

+১১০

সিলেট

সুরমা

১০.৭৬

০০

১০.১৫

+৬১

অমলশীদ

কুশিয়ারা

১৬.৪১

-১৫

১৪.৯৫

+১৪৬

শেওলা

কুশিয়ারা

১৩.৪৫

-০৩

১২.৫০

+৯৫

শেরপুর-সিলেট

কুশিয়ারা

.৫৬

+

.০৫

+৫১

সুনামগঞ্জ

সুনামগঞ্জ

সুরমা

.৯৯

+০১

.২০

+৭৯

মৌলভীবাজার

মনু রেলওয়ে ব্রিজ

মনু

১৭.৬৩

+৫৬

১৭.১৫

+৪৮

মৌলভীবাজার

মনু

১১.৫৪

+৪৩

১০.৭০

+৮৪

কমলগঞ্জ

ধলাই

১৯.০৪

-০৬

১৮.৮৫

+১৯

হবিগঞ্জ

বাল্লা

খোয়াই

২২.৪৩

-৩০

২১.৪০

+১০৩

হবিগঞ্জ

খোয়াই

.৬০

+১২০

.৫০

+১০

দিরাই

পুরাতন সুরমা

.৫৫

+১১

.৫০

+০৫

নেত্রকোনা

কলমাকান্দা

সোমেশ্বরী

.২৫

-০১

.৬০

+৬৫

জারিয়াজঞ্জাইল

কংস

১০.৩৮

+০৫

.৯৫

+৪৩

কুড়িগ্রাম

কুড়িগ্রাম

ধরলা

২৭.৫৮

+৩০

২৬.৫০

+১০৮

নুনখাওয়া

ব্রহ্মপুত্র

২৭.২১

+৩৩

২৬.৫০

+৭১

চিলমারী

ব্রহ্মপুত্র

২৪.৭২

+৩০

২৩.৭০

+১০২

লালমনিরহাট

কাওনিয়া

তিস্তা

২৯.৩৬

-০৬

২৯.২০

+১৬

গাইবান্ধা

গাইবান্ধা

ঘাগট

২২.৩৮

+১৯

২১.৭০

+৬৮

ফুলছড়ি

যমুনা

২০.৮৮

+৩২

১৯.৮২

+১০৬

জামালপুর

বাহাদুরাবাদ

যমুনা

২০.৬৯

+৩৮

১৯.৫০

+১১৯

বগুড়া

সারিয়াকান্দি

যমুনা

১৭.৩৯

+৩২

১৬.৭০

+৬৯

সিরাজগঞ্জ

কাজিপুর

যমুনা

১৫.৭০

+৩৬

১৫.২৫

+৪৫

সিরাজগঞ্জ

যমুনা

১৩.৫১

+৩২

১৩.৩৫

+১৬

বান্দরবান

বান্দরবন

সাঙ্গু

১৫.৬৫

-২৬৫

১৫.২৫

+৪০

চট্টগ্রাম

দোহাজারি

সাঙ্গু

.০০

-৬০

.০০

+১০০

 

 

বৃষ্টিপাতের তথ্য:

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত (গত কাল সকাল ০৯:০০ টা থেকে আজ সকাল ০৯:০০ টা পর্যন্ত) :

স্টেশন

বৃষ্টিপাত (মি.মি.)

স্টেশন

বৃষ্টিপাত (মি.মি.)

স্টেশন

বৃষ্টিপাত (মি.মি.)

দেওয়ানগঞ্জ

১৫০.০

দুর্গাপুর

১৩৫.০

নাকুয়াগাঁও

১৩০.০

ভৈরব বাজার

১৩০.০

নরসিংদী

১০৯.০

কমলগঞ্জ

১০৩.০

গাইবান্ধা

৯৬.০

জামালপুর

৯২.০

জাফলং

৯১.০

 

বন্যা সংক্রান্ত তথ্য:

 

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের ১৫টি জেলায় বন্যার আশংকা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী  জেলাগুলোর বর্তমান অবস্থাঃ

 

 

।   চট্টগ্রাম:

(ক) বন্যা পরিস্থিতির তথ্য:

 

বন্যা পরিস্থিতির বিবরণ

ক্ষয়ক্ষতির বিবরণ

প্রাণহানির সংখ্যা

মন্তব্য

গত ৫ জুলাই হতে অবিরাম ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার ১৪ টি উপজেলার মধ্যে  সাতকানিয়া উপজেলার ৯০ ভাগ, চন্দনাইশ উপজেলার ৯০  ভাগ, রাউজান উপজেলার ৬০ ভাগ,ফটিকছড়ি উপজেলার ৫০ ভাগ এলাকা  প্লাবিত হয়েছে। তাছাড়া অন্যান্য উপজেলার আংশিক প্লাবিত হয়েছে।

সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার মহাসড়কগুলোর উপর দিয়ে ২ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। ফলে এই দুটি উপজেলার সাথে ইউনিয়নসমূহের  এবং জেলা হেড কোয়ার্টারের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন রয়েছে।

সাঙ্গু নদী দোহাজারী পয়েন্টে ৯০ সে.মি. বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

১। ক্ষতিগ্রস্ত উপজেলাঃ ১৪টি,

২। ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ১৪৩টি

৩। ক্ষতিগ্রস্ত পৌরসভাঃ ১০টি

৪। ক্ষতিগ্রস্ত সিটি কর্পোরেশনের ওয়ার্ডঃ ৪টি

৫। দুর্গত জনসংখ্যাঃ ৪,৫২,৩২৫ জন।

৬। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ীঃ ৬৭২টি ( সম্পূর্ণ)

৯,০৮৫টি (আংশিক)

বন্যায় ২ জন মারা গিয়াছে (চন্দনাইশ উপজেলায় ১০ বছরের ১টি শিশু এবং ফটিকছড়ি উপজেলায় ৯বছরের ১টি শিশু )।

চট্টগ্রগাম মহানগরের ৩টি স্থানে পাহাড় ধসের সময় একই পরিবারের ২ জন (মা ও মেয়ে) আহত হয়েছে।

চট্টগ্রাম মহানগরীতে পাহাড়ের পাদদেশ হতে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারী প্রায় ৫০০০ জনকে ৮টি আশ্রয়কেন্দ্রসহ অন্যান্য নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

রাউজান উপজেলার বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছে।

 

আজ হতে বৃষ্টিপাত বন্ধ রয়েছে।

 

(খ) দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণের বিবরণ:

 

জিআর ক্যাশ (টাকা)

জিআর চাল (মেঃটন)

শুকনা ও অন্যান্য খাবার  (কার্টুন)

তাঁবু (সেট)

১৩,০০,০০০ (তের লক্ষ)

৫০০ (পাঁচ শত)

২,০০০ (দুই হাজার)

৫০০ (পাঁচ শত)

 

।  বান্দরবান:

(ক) বন্যা পরিস্থিতির তথ্য:

 

বন্যা পরিস্থিতির বিবরণ

ক্ষয়ক্ষতির বিবরণ

প্রাণহানির সংখ্যা

মন্তব্য

অতি বৃষ্টি ও আকষ্মিক বন্যায় মারাত্মকভাবে প্লাবনের সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্নস্থানে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে।

* ক্ষতিগ্রস্ত উপজেলাঃ ৫টি

* ক্ষতিগ্রস্ত ঘরবাড়ীঃ ১০০টি (সম্পূর্ণ)

* বিপুল সংখ্যক গাছপালা, ঘরবাড়ী,

বিদ্যুতের খুঁটি বিনষ্ট হয়েছে।

* বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক

যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

রুমা উপজেলায় তীব্র স্রোতে ভেসে ২জন ব্যক্তি নিখোঁজ হয়েছে।

১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ৫০০০জনকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে।

 

(খ) দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণের বিবরণ:

 

জিআর ক্যাশ (টাকা)

জিআর চাল (মেঃটন)

শুকনা ও অন্যান্য খাবার  (কার্টুন)

তাঁবু (সেট)

৭,৫০,০০০ (  সাত লক্ষ পঞ্চাশ হাজার)

৪৫০ (চার শত পঞ্চাশ)

২,০০০ (দুই হাজার)

৫০০ (পাঁচ শত)

।  খাগড়াছড়ি:

 

(ক) বন্যা পরিস্থিতির তথ্য

 

বন্যা পরিস্থিতির বিবরণ

ক্ষয়ক্ষতির বিবরণ

প্রাণহানির সংখ্যা

মন্তব্য

অতি বৃষ্টি ও আকষ্মিক বন্যায় মারাত্মকভাবে প্লাবনের সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্নস্থানে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে।

১। ক্ষতিগ্রস্ত উপজেলাঃ ৪টি

২। ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ১৩টি

৩। ক্ষতিগ্রস্ত গ্রামঃ ১০৮টি

৪। দুর্গত লোক সংখ্যাঃ ৪০,৩৮০জন

 

কোন প্রানহানির খবর পাওয়া যায়নি।

দিঘিনালা উপজেলার ৭টি আশ্রয়কেন্দ্রে ১৭৫টি পরিবারের ৮২২জন এবং রামগড় উপজেলার ১টি আশ্রয়কেন্দ্রে ২০টি পরিবারের ৭০জন আশ্রয় নিয়েছে। খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকজন নিজ নিজ বাড়ীতে ফিরে গিয়েছে।

 

(খ) দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণের বিবরণঃ

 

জিআর ক্যাশ (টাকা)

জিআর চাল (মেঃটন)

শুকনা ও অন্যান্য খাবার  (কার্টুন)

৩,০০,০০০ (তিন লক্ষ)

২০০ (দুই শত)

-

 

।  রাংগামাটি:

 

(ক) বন্যা পরিস্থিতির তথ্য

 

বন্যা পরিস্থিতির বিবরণ

ক্ষয়ক্ষতির বিবরণ

প্রাণহানির সংখ্যা

মন্তব্য

রাংগামাটি পার্বত্য জেলায় গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। আজ (১৫/০৭/২০১৯খ্রিঃ তারিখ) সকাল থেকে রৌদ্রজ্জল আবহাওয়া বিরাজ করছে। আশয়কেন্দ্র সমূহ হতে আশ্রিতরা নিজ নিজ গৃহে ফিরতে শুরু করেছে। বর্তমানে জেলার আকস্মিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কাপ্তাই, নানিয়ারচর, কাউখালী, বাঘাইছড়ি, রাজস্থলিসহ কয়েকটি উপজেলায় আমন বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে। বিভিন্ন মৌসুমী শাক সব্জি ও ফসলাদি এবং জুম ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা সদরসহ কয়েকটি উপজেলায় বেশ কিছু স্থানীয় রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য যে, অতিরিক্ত বর্ষণের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকির কারণে রাংগামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলায় প্রায় ৬০০০ এর অধিক পরিবার প্রত্যক্ষ ও পরোক্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোন প্রানহানির খবর পাওয়া যায়নি।

জেলা ত্রাণ ভাণ্ডারে বর্তমানে ৭,৬০,০০০/- টাকা জিআর ক্যঅশ, ৩৩৫.০০ মেঃটন জিআর চাল এবং ৫০০ সেট তাবু মজুদ রয়েছে।

 

(খ) দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণের বিবরণঃ

 

জিআর ক্যাশ (টাকা)

জিআর চাল (মেঃটন)

শুকনা ও অন্যান্য খাবার  (কার্টুন)

তাঁবু

৮,০০,০০০ (আট লক্ষ)

৫০০ (পাঁচশত)

২০০০( দূই হাজার)

৫০০টি

 

 

 

।  কক্সবাজার:

 

(ক) বন্যা পরিস্থিতির তথ্য:

বন্যা পরিস্থিতির বিবরণ

ক্ষয়ক্ষতির বিবরণ

প্রাণহানির সংখ্যা

মন্তব্য

অতি বৃষ্টি ও আকষ্মিক বন্যায় মারাত্মকভাবে প্লাবনের সৃষ্টি হয়েছে।

১। ক্ষথিগ্রস্ত উপজেলাঃ ৭টি (আংশিক)

২। ক্ষতিগ্রস্ত পৌরসভাঃ ৩টি (আংশিক)

৩। ক্ষতিগ্রস্ত ইউনিয়নঃ ৪৩টি (আংশিক)

৪। পানিবন্দি পরিবারের সংখ্যাঃ ১০,৩,২৮টি

৫। পানিবন্দি জনসংখ্যাঃ ৪১,২৮০ জন

৬। ক্ষতিগ্রস্ত বাঁধঃ ২.৫০ কিঃমিঃ

৭। ক্ষতিগ্রস্ত বীজতলাঃ ১৭৪০ হেক্টর (আংশিক)

কোন প্রানহানির খবর পাওয়াযায়নি।

লোকালয় থেকে পানি নামতে শুরু করেছে। সকল নদীর পানি বিপদসীমার  নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

(খ) দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণের বিবরণ:

 

জিআর ক্যাশ (টাকা)

জিআর চাল (মেঃটন)

শুকনা ও অন্যান্য খাবার  (কার্টুন)

তাঁবু (সেট)

৮,০০,০০০  (আটলক্ষ)

৫০০ (পাঁচ শত)

৪০০০ (চার হাজার)

৫০০ (পাঁচ শত)

 

।  লালমনিরহাট:

 

(ক) বন্যা পরিস্থিতির তথ্য

 

বন্যা পরিস্থিতির বিবরণ

ক্ষয়ক্ষতির বিবরণ

প্রাণহানির সংখ্যা

মন্তব্য

তিস্তা নদীর পানি বিপদসীমার ৪৮ সেমি এবং ধরলা নদীর পানি বিপদসীমার ৪২ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

১। ক্ষতিপ্রস্ত উপজেলাঃ ৫টি

২। ক্ষতিগ্রস্ত ইউনিয়নঃ ১৭টি

৩। ক্ষতিপ্রস্ত পরিবারের সংখ্যাঃ ৯,০৯৬টি

 

কোন প্রানহানির খবর পাওয়া যায়নি।

জেলায় ১২ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

 

 

(খ) দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণের বিবরণ:

 

জিআর ক্যাশ (টাকা)

জিআর চাল (মেঃটন)

শুকনা ও অন্যান্য খাবার  (কার্টুন)

তাঁবু (সেট)

৭,৫০,০০০  (সাত লক্ষ পঞ্চাশ  হাজার)

৪৫০ ( চার শত পঞ্চাশ)

৪,০০০ (চার হাজার)

৫০০ (পাঁচ শত)

 

।  নীলফামারী:

 

(ক) বন্যা পরিস্থিতির তথ্য

 

বন্যা পরিস্থিতির বিবরণ

Todays handout (10).docx Todays handout (10).docx