Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মে ২০১৯

তথ্যবিবরণী : 13/5/2019

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯১১
  
 
জঙ্গিবাদ প্রতিহত করতে আলেম-ওলামাদের প্রতি তথ্যমন্ত্রীর আহবান
 
 
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :  
 
জঙ্গিবাদ প্রতিহত করতে আলেম-ওলামাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহ্মুদ। 
 
আজ কাকরাইলে হোটেল রাজমণি ঈশা খাঁয় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইফতার ও আলোচনা সভায় মন্ত্রী এ আহ্বান জানান। 
 
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে যেমন উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে, তেমনি আলেম-ওলামাদের উন্নয়নেও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। আর অপরদিকে ইসলামের লেবাসধারী কিছু মানুষ ও গোষ্ঠী ইসলামের বদনাম ছড়াচ্ছে, তরুণদের পথভ্রষ্ট করছে, জঙ্গি প্রশিক্ষণও দিচ্ছে। এদের বিরুদ্ধে আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
 
ইসলামের শিক্ষা প্রসঙ্গে ড. হাছান মাহ্মুদ বলেন, ‘ইসলাম কখনও জোর করে ধর্ম চাপিয়ে দেয়া বা ধর্মের নামে হত্যা সমর্থন করে না।’
 
ইসলামের সঠিক চেতনার বিকাশে শেখ হাসিনার সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রতি জেলা ও উপজেলায় মসজিদসহ ইসলামী কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ ও ৭০ হাজার মসজিদে মক্তব প্রতিষ্ঠা ও সেখানে একজন করে সরকারি ভাতাপ্রাপ্ত আলেম নিয়োগ করেছে সরকার, যা আগে কখনও হয়নি।’
 
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের, গণফ্রন্টের চেয়ারম্যান এডভোকেট জাকির হুসাইন প্রমুখ ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন। 
 
#
আকরাম/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২১৩৮ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                             নম্বর :১৯১০ 
 
দেশের উন্নয়ন কাজকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে
                    ---মৎস্য প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) : 
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে কর্মপরিকল্পনা গ্রহণ সম্পর্কিত এক সভা আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম ম-লের সভাপতিত্বে ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মুজিববর্ষ উদযাপনকালে মৎস্য ও প্রাণিসম্পদখাতে বঙ্গবন্ধুর যাবতীয় অবদানকে দেশব্যাপী তুলে ধরার বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। মৎস্য প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এতে প্রধান অতিথি ছিলেন। 
 
প্রতিমন্ত্রী মন্ত্রণালয় এবং দফতরসমূহের সামর্থ্য ও যোগ্যতানুযায়ী কেবল বাস্তবায়নযোগ্য কর্মসূচিই গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও সেবামূলক কর্মকা-কে মুজিববর্ষে প্রতি মানুষের কাছেই পৌঁছিয়ে দিতে হবে। বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির ক্ষেত্রে এই এক বছরে মন্ত্রণালয়ের দুর্বলতাগুলোও আমাদের কাটিয়ে উঠতে হবে। 
 
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের অভ্যুদয়ের পর ‘দেশের মৎস্যসম্পদ হবে বহির্বিশ্বে রপ্তানিযোগ্য অন্যতম দ্বিতীয়খাত’ বঙ্গবন্ধুর এই উক্তি আজ সত্যে পরিণত হতে চলেছে। তিনিই সর্বপ্রথম চট্টগ্রাম মৎস্যবন্দর স্থাপন করেন বলেও তারা উল্লেখ করেন। তারা অচিরেই মৎস্যখাতকে রপ্তানিযোগ্য দ্বিতীয়খাত হিসেবে প্রতিষ্ঠিত করারও অঙ্গীকার করেন। 
   
সভায় অন্যান্যের মধ্যে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমেদ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মোঃ রাশেদুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক
ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, প্রাণিসসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নাথুরাম সরকারসহ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা-দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
শাহআলম/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০৪৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ১৯০৯
  
সরকার মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে
                                      --- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
কালিয়াকৈর (গাজীপুর), ৩০ বৈশাখ (১৩ মে) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্নমুখী কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, অসহায় ও গৃহহীন মুক্তিযোদ্ধাদের গৃহনির্মাণের জন্য দুই হাজার দুইশত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিবার প্রতি ১৫ লাখ টাকা ব্যয়ে প্রায় ১৫ হাজার পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হবে। মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। না জানার কারণে অনেকেই এ সুযোগ গ্রহণ করতে পারছে না। 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও প্রথম মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, জনপ্রতিনিধি এবং গণকর্মচারীগণকে জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনকল্যাণ এবং স্থায়ীত্বের কথা বিবেচনা করতে হবে। জনগণের করের টাকার সদ্ব্যবহার করতে হবে। তিনি দেশের উন্নয়নে বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এ কাজে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য জনপ্রতিনিধির প্রতি অনুরোধ জানান। সভায় কালিয়াকৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিনকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। সভায় কালিয়াকৈর উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভার পর উপজেলা পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 
এর আগে মন্ত্রী কালিয়াকৈর এ জাতির জনক বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ৪ তলা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
#
দীপংকর/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০৪১ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                             নম্বর : ১৯০৮ 
 
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস প্রদানে মালিকদের প্রতি শ্রম প্রতিমন্ত্রীর আহ্বান
 
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) : 
 
      ঈদুল ফিতরের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকসহ সকল খাতের শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
      আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৪১তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহবান জানান।
       শ্রম প্রতিমন্ত্রী বলেন, ঈদুল ফিতর আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সরকার চায় সবাই যাতে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারে। শ্রমজীবী মানুষগুলোর স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপনে মূল ভূমিকা রাখতে হবে মালিকদের। এক সাথে লাখ লাখ লোক ঢাকা ছাড়বে, এজন্য রাস্তায় যানজট এড়াতে পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবেন, একই সাথে খেয়াল রাখবেন যাতে শতভাগ রপ্তানিমুখী শিল্প উৎপাদনে যাতে প্রভাব না পড়ে। 
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত  ২৯টি কমিটি কাজ করছে। ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস প্রাপ্তি নিশ্চিত করতে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটি, গার্মেন্টস শিল্পের জন্য পরামর্শ কমিটি, সরকার এবং মালিক-শ্রমিক প্রতিনিধি শীঘ্রই আরেকটি সভায় মিলিত হবে। 
       সভায় মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল, ড. রেজাউল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, বিজিএমইএ এর সভাপতি রুবানা হক, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু,  সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীর জেলা প্রশাসকসহ কোর কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।
#
আকতারুল/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                                    নম্বর : ১৯০৭
  
বাজার তদারকি
১৪২ প্রতিষ্ঠানকে ৮ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা
 
 
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, বাগেরহাট, জামালপুর, বরগুনা, সিলেট, গাইবান্ধা, বরিশাল, নেত্রকোণা, ঝিনাইদহ, রাজবাড়ী, কক্সবাজার, কিশোরগঞ্জ, মাগুরা, রংপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, নওগাঁ, ভোলা, মুন্সীগঞ্জ, চাঁদপুর, ময়মনসিংহ, নাটোর, নরসিংদী, শরীয়তপুর, দিনাজপুর, ফরিদপুর, ফেনী, মাদারীপুর, বগুড়া, খুলনা, ঝালকাঠি, রাজশাহী ও চুয়াডাঙ্গায় বাজার তদারকি করা হয়।
ঢাকায় পল্টন, কারওয়ান বাজার, ভাটারা ও যাত্রাবাড়ি এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ঘরোয়া রেস্টুরেন্ট, কবির হোসেন আদি বনফুল, বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার, নিউ আমন্ত্রণ রেস্টুরেন্টকে যথাক্রমে ২০ হাজার, ৯০ হাজার, ১ লাখ, ১০ হাজার, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে বিক্রমপুর স্টোর, টিটি ফার্মা, কবির হোসেন আদি বনফুল, শাহ বিতান স্টোর, এখলাসের ফলের দোকান, জিনিয়াস শপি: সেন্টারকে যথাক্রমে ৩ হাজার, ৫ হাজার, ১০ হাজার, ২ হাজার, ১ হাজার, ১৫ হাজার, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে আরিফ জেনারেল স্টোর, সরিফ ফ্রুট, মিম ফ্রুট, হাজী আহসান এন্টারপ্রাইজ, রিয়া জেনারেল স্টোর, সুমি ভ্যারাইটিস স্টোর, আনোয়ার জেনারেল স্টোর, নবাবগঞ্জ স্টোর, ওয়াহেদ জেনারেল স্টোর, আলম রাইছ স্টোর, শহিদ ফল বিতান, আশিক ফল বিতান, বাচ্চু ফল বিতান, ফরিদপুর ঋতু এন্টারপ্রাইজ, সিরাজ ফল বিতান, শাহজাহান ফল বিতানকে যথাক্রমে ২ হাজার টাকা, ১ হাজার, ১ হাজার, ১ হাজার, ২ হাজার, ৫ হাজার, ৫ হাজার, ৫ হাজার, ৫ হাজার, ১ হাজার, ১ হাজার, ১ হাজার, ১ হাজার, ১ হাজার, ১ হাজার, ১ হাজার, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার, বিসমিল্লা খাসির মাংসের দোকান, ওয়াসিম খাসির মাংসের দোকান, মায়ের দোয়া খাসির মাংস বিতান, মাদারীপুর স্টোরকে যথাক্রমে ৫০ হাজার, ৫ হাজার, ৫ হাজার, ৫ হাজার, ২ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অপরদিকে প্রধান কার্যালয় কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সাথে ঢাকা মহানগরীর নিউ মার্কেট এলাকায় পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া দেশব্যাপী ৩৯টি বাজার তদারকির মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, ওজনে কারচুপির, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০৯টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯২ হাজার ৯শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ ভাগ হিসেবে ২ হাজার টাকা প্রদান করা হয়।
#
ফাহমিনা/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৯০৬
  
রাজধানীর ধানসিঁড়ি রেস্টুরেন্টসহ ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা
 ১৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা
 
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :
বিএসটিআই থেকে লাইসেন্স ও ওজন যন্ত্রের ভেরিফিকেশন গ্রহণ না করা এবং পরিমাপে কারচুপির অপরাধে ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউটিশন (বিএসটিআই)। আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়। 
বিএসটিআই’র লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রি করায় রাজধানীর ভাটারা এলাকায় আল মদিনা বেকারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বনানী এলাকার আহীলি কাবা এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, শালিমার গার্ডেন রোজকে ২০ হাজার এবং গুলশান এলাকার ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, পণ্যের পরিচিতি উল্লেখ না করায় রাজধানীর ধানমন্ডিতে মেসার্স ইয়াম্মি ইয়াম্মি, মেসার্স আগুরা সুপার স্টোর এবং মেসার্স ইউনিমার্স লিমিটেডের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়।
বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে পণ্য বিক্রির অপরাধে নীলফামারীর সৈয়দপুরের নিচা বাজার এলাকার মেসার্স শাহীন লাচ্চা সেমাই, দিনাজপুরের ফুলবাড়ি এলাকার মেসার্স জলসা এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এবং মেসার্স সান বেকারির বিরুদ্ধে মামলা করা হয়। সিলেটের সিটি সুপার মার্কেটের সান এন্টারপ্রাইজ লেবেলবিহীন পণ্য এবং বিএসটিআই সনদ গ্রহণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিসিক শিল্প নগরীর মধুপুর ফডি প্রোডাক্টসের বিরুদ্ধে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় মামলা দায়ের করা হয়।    
বিএসটিআই থেকে ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ওজনযন্ত্র ব্যবহার করায় কুমিল্লার কোটবাড়ি আদর্শ রোড এলাকার মুরগি ও মুদি দোকানের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়। রাজশাহীর সাহেববাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য পরিবেশন করায় মেসার্স নবরূপ মিষ্টান্ন ভা-ারকে ২ হাজার, শিবগঞ্জ সুইটসকে ১০ হাজার, জসীমের মুরগির দোকানকে ৫ হাজার, সবুরের মাছের দোকানকে ২ হাজার ৫০০ টাকা এবং ইলিয়াসের মুরগির দোকানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 
#
মঈনুদ্দীন/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/১৭৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৯০৫

 

মুজিববর্ষ’ উদ্যাপনের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের

কর্মপরিকল্পনা গ্রহণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত

ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের জন্যে একটি সভা আজ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ভূমিমন্ত্রী সভায় বলেন, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা জনবান্ধব ও আধুনিকীকরণ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ, গৃহহীনদের গুচ্ছ-গ্রামের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা এবং ব্যক্তি বা পরিবার প্রতি জমির সর্বোচ্চ সীমা ৩৭৫ বিঘা থেকে কমিয়ে ১০০ বিঘা নির্ধারণ করে দেওয়া বঙ্গবন্ধুর যুগান্তকারী ও সুদূরপ্রসারী সিদ্ধান্তগুলোর অন্যতম।

উল্লেখ্য, জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের  মার্চ পর্যন্ত মুজিববর্ষহিসেবে পালনের ঘোষণা দিয়েছিলেন। ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে। মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় স্ব-উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করছে। এ সকল কর্মসূচি জাতীয় পর্যায়ে উদ্যাপনের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে এবং কর্মসূচির দ্বিত্ব পরিহার করার জন্য মন্ত্রণালয়গুলোর গৃহীত কর্মপরিকল্পনা জাতীয় বাস্তবায়ন কমিটিকে অবহিত করা হবে

ভূমি সচিব (ভারপ্রাপ্ত) মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারীসহ ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের প্রধান এবং তাদের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ মজিবর রহমানকে অত্র মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন’ বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে নির্বাচন করা হয়।

#

আব্দুল্লাহ/ফারহানা/রাহাত/রফিকুল/রেজাউল/২০১৯/১৬৫২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৯০৪
  
নৌপরিবহন মন্ত্রণালয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথ গুরুত্ব সহকারে পালন করবে                                                                                                                                   --- নৌপরিবহন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাঙালির জীবনে শতবছরের এক ঐতিহাসিক অনুষ্ঠান। নৌপরিবহন মন্ত্রণালয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথ গুরুত্ব সহকারে পালন করবে। 
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত এক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে নৌপরিবহন সচিব মোঃ আবদুস সামাদসহ মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয় বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবে। এ উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় সেমিনার, বঙ্গবন্ধুর বিভিন্ন সংস্থা পরিদর্শনের অ্যালবাম তৈরি, নৌসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সংকলন তৈরি, বিভিন্ন জেলায় ও জাতীয়ভাবে নৌকাবাইচের আয়োজন এবং নতুন চারটি মেরিন একাডেমির শিক্ষা কার্যক্রম চালু করবে। 
নৌপরিবহন মন্ত্রণালয় ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতিমাসে একটি করে অনুষ্ঠানের আয়োজন করবে বলে বৈঠকে আরো জানানো হয়। বিভিন্ন দেশের সরকার প্রধানগণ যারা বাংলাদেশে এসে বঙ্গবন্ধুর সাথে নৌ ভ্রমণ করেছেন সেগুলোর একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে। নৌভ্রমণের স্টার্টিং পয়েন্ট নারায়ণগঞ্জের খানপুরে একটি ‘স্মারক’ করার বিষয়েও  বৈঠকে আলোচনা হয়।
#
জাহাঙ্গীর/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৬৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯০৩ 
ইলিশ মাছের গবেষণার লক্ষ্যে খুলনা শিপইয়ার্ডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :  
ইলিশ মাছের গবেষণা কার্যক্রমের জন্য একটি গবেষণা ও জরিপ জাহাজ নির্মাণের লক্ষ্যে খুলনা শিপইয়ার্ডের সাথে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের একটি সমঝোতা স্মারক আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাক্ষরিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এসময় উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অধীন চাঁদপুর নদীকেন্দ্রের ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের পরিচালক আবুল বাশার ও খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান মোল্লা স্বাক্ষর করেন।
পৌনে আট কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য গবেষণা জাহাজটি খুলনা শিপইয়ার্ড লিমিটেড দুই বছরের মধ্যে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নিকট হস্তান্তর করবে। চাঁদপুর নদীকেন্দ্রের ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে জাহাজটি নির্মিত হচ্ছে। গবেষণা জাহাজটিতে ফিশ ফাইন্ডার, ইকো সাউন্ডার, নেভিগেশন এবং অত্যাধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা, অগ্নিনির্বাপক, ইলিশ গবেষণার ল্যাবরেটরি, নেটিং সিস্টেম, পোর্টেবল হ্যাচারিসহ অন্যান্য আধুনিক প্রযুক্তির সংযোজন থাকবে।  
জাহাজটি নির্মিত হলে দেশের সংশ্লিষ্ট নদী ও সাগরের মোহনায় ইলিশের প্রজনন, বিচরণক্ষেত্রের পরিবর্তন, পর্যবেক্ষণ, নতুনক্ষেত্র চিহ্নিতকরণ, সর্বোচ্চ সহনশীল উৎপাদন, ইলিশ-জনতার গতিবিদ্যা, ইলিশের জীবনচক্র, উৎপাদনশীলতার ওপর পরিবেশের প্রভাব এবং জলবায়ুুগত প্রভাব নির্ণয় করা যাবে। এছাড়া ইলিশের প্রজনন-সাফল্য, ডিমের উৎপাদন, জাটকা ও ইলিশের প্রাচুর্যতার ওপর ব্যবস্থাপনা কৌশলাদি বাস্তবায়নের প্রভাব নিরূপণ করা সম্ভব হবে।  
এসময় মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম ম-ল, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমেদ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মোঃ রাশেদুল হকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।    
#
শাহ আলম/অনসূয়া/রবি/রেজ্জাকুল/আসমা/২০১৯/১৪৩০ ঘণ্টা 
Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon