Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুলাই ২০১৯

তথ্যবিবরণী - 9/7/2019

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৭৮
 বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর
                                                 
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই) :
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুন/২০১৯ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আগামী ১৬ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে জুন/২০১৯ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
#
রুহুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০৪৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৭৭
 
কামরাঙ্গিরচরের বিভিন্ন স্থানে বিআইডব্লিউটিএ’র অভিযান 
৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ                                                    
 
কামরাঙ্গিরচর (ঢাকা), ২৫ আষাঢ় (৯ জুলাই) :
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীর তীর দখলমুক্ত করতে আজ ঢাকা নদী বন্দরের আওতাধীন কামরাঙ্গীরচরের নবাবের চর এলাকায় বুড়িগঙ্গা নদীর উত্তর প্রান্তে দু’টি সাত তলা ভবন, একটি দোতলা ভবন, পাঁচটি একতলা ভবন, ১২টি আধাপাকা ভবন, আটটি দোকানঘর, ১৯টি টিনের ঘর-সহ মোট ৪৭টি অবৈধ স্থান উচ্ছেদ এবং দশমিক পাঁচ একর তীরভূমি অবমুক্ত করেছে। 
আগামী ১০ জুলাই সকাল ৯টায় বাদামতলী থেকে সদরঘাট শ্যামবাজার হয়ে শ্মশানঘাট অভিমুখে বুড়িগঙ্গা নদীর উত্তর পাড়ে উচ্ছেদ অভিযান চলবে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২০০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৭৬ 
 
মহিলা ও শিশু বিষয়ক সচিবের সাথে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই) :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অৎঁহৎঁহম চযড়ঃযড়হম ঐঁসঢ়যৎবুং সৌজন্য সাক্ষাৎ করেন। 
 
সাক্ষাতে সচিব কামরুন নাহার বলেন, থাইল্যান্ড বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র ও দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে একে অপরের সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে উভয়ের কাজের ক্ষেত্র আরো বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।  তিনি বলেন, নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে থাইল্যান্ডের অর্জন প্রসংশনীয়। থাইল্যান্ডের নারীদের মতো বাংলাদেশের নারী উদ্যোক্তারাও খাদ্য প্রক্রিয়াজাত, বিউটিফিকেশন, সুইং ও ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন ক্ষেত্রে সফল। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করে তুলছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, জয়িতা ফাউন্ডেশন নারী উদ্যোক্তাদেরকে ব্যবসা পরিচালনায় ও পণ্য উৎপাদনে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। এছাড়া  মূলধন সরবরাহ ও  জয়িতার ব্র্যান্ড ভ্যালু সৃষ্টির মাধ্যমে পণ্যের বিপণন ও  প্রচারে জয়িতা ফাউন্ডেশন প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছে।
 
থাইল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে থাইল্যান্ডের সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি বাংলাদেশের নারী উদ্যোক্তাদেরকে ভূয়সী প্রশংসা করে বলেন, থাইল্যান্ড বাংলাদেশের নারীদের উন্নয়নে কাজ করতে আগ্রহী। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত নারীদের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের বিষয়ে জানতে চান। এছাড়া তিনি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও উৎপাদিত পণ্যের ভ্যালু অ্যাডিশনের বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 
 
রাষ্ট্রদূত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত নারীদের প্রশিক্ষণে উপস্থিত থেকে ধারণা নিয়ে এ বিষয়ে থাইল্যান্ডের বিশেষজ্ঞদের সাথে কথা বলে খাদ্য প্রক্রিয়াজাত, বিউটিফিকেশন, সুইং ও ফ্যাশন ডিজাইন নিয়ে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের ভবিষ্যতে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। এছাড়া তিনি জয়িতা ফাউন্ডেশন ও  জয়িতা ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেন।   
 
এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম ও জ্যোতি লাল কুরী এবং যুগ্মসচিব মোঃ আবু তালেব উপস্থিত ছিলেন।
 
#
 
আলমগীর/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৯০৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৭৫
 
দরিদ্র ও অসহায় ব্যক্তির কাছে সরকারি আইনি সেবা পৌঁছে দিতে হবে
                                                      -- আইনমন্ত্রী
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিগত প্রায় সাড়ে ১০ বছরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা অনেক সচল হয়েছে। ফলে ২০০৯ থেকে জুন ২০১৯ পর্যন্ত চার লাখ ৩০ হাজার ৭৭৩ জনকে সরকারি আইনি সহায়তা প্রদান করা সম্ভব হয়েছে। তিনি বলেন, যারা দরিদ্র ও অসহায় তাদের সকলের কাছে সরকারি আইনি সেবা পৌঁছে দিতে হবে, তাহলেই জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য সফল হবে।
আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জাতীয় পরিচালনা বোর্ডের ৩৬তম সভায় মন্ত্রী এসব কথা বলেন। 
আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সুপ্রিম কোর্ট ও দেশের সকল অধস্তন আদালতে সরকারি আইনি সেবা গ্রহণের ক্ষেত্রে বার্ষিক আয় যথাক্রমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং ১ লাখ টাকার পরিবর্তে যে ব্যক্তির বার্ষিক আয় সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত আয়কর সীমার নিচে - এমন ব্যক্তি সরকারি আইনি সহায়তা পাবেন- এরূপে জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা সংশোধন করে সরকারি আইনি সহায়তা পাওয়ার আওতা বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জাতীয় পরিচালনা বোর্ড। ফলে যাদের বার্ষিক আয় আয়কর সীমার নিচে তারা সবাই বিনা খরচে সরকারি আইনি সহায়তা পাবেন। নীতিমালা সংশোধনের পর থেকে এটি কার্যকর হবে।
সভায় অধস্তন আদালতে জেলা লিগ্যাল এইড কমিটির তালিকাভুক্ত আইনজীবীদের কর্মস্পৃহা ও সেবার মান বৃদ্ধি-সহ সরকারি আইনি সহায়তা কার্যক্রম বেগবান করার লক্ষ্যে আইনজীবীদের মামলা পরিচালনা সংক্রান্ত ফি বিদ্যমান ফি’র চেয়ে ৩০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়। 
এছাড়া পূর্ণকালীন জেলা লিগ্যাল এইড অফিসারদের দেওয়ানী অবকাশকালীন সময়ে অর্থাৎ ডিসেম্বর মাসে দায়িত্ব পালনের জন্য তাদেরকে এক মাসের মূল বেতনের সমপরিমাণ ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংস্থার জাতীয় পরিচালনা বোর্ড সদস্য মোঃ আব্দুস শহীদ এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ জাকির হোসেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মোঃ আমিনুল ইসলাম, আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ গোলাম সারোয়ার ও বিকাশ কুমার সাহা সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
#
রেজাউল করিম/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৮২২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৭৪
 
প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা হবে
                               --- সমাজকল্যাণ মন্ত্রী
 
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই) :
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশেরও অধিক  প্রতিবন্ধী। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধিতা শনাক্তকরণ কর্মসূচির আওতায় পরিচালিত জরিপ অনুযায়ী এ সংখ্যা ১৬ লাখ ৬৫ হাজার ৭০৮ জন। এ বিপুল জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের কাক্সিক্ষত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। সরকার এ বিশাল জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে কাজ করছে।
মন্ত্রী আজ রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টারে সাইট সেভারস, এ ডি ডি ইন্টারন্যাশনাল ও বিবিসি মিডিয়া অ্যাকশন কর্তৃক আয়োজিত ‘ইনক্লুশন ওয়ার্কস’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ ডি ডি ইন্টারন্যাশনাল-এর প্রধান নির্বাহী জিমি ইনসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাইট সেভার্স এর কান্ট্রি ডিরেক্টর খন্দকার আরিফুল ইসলাম, ‘ইনক্লুশন ওয়ার্কস’ এর প্রকল্প পরিচালক ডগলাস স্মিথ ও বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর রিচার্ড লেইস।
মন্ত্রী বলেন, দেশের কোনো মানুষ যাতে অসহায়ভাবে জীবনযাপন না করে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে। চলতি অর্থবছরে জাতীয় বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ৫০৫২ কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে। ২০২১ সালের মধ্যে দেশের সকল অসহায় মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অটিজম, শারীরিক, দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থ, দৃষ্টি, বাক্, বুদ্ধি, শ্রবণ, শ্রবণদৃষ্টি, সেরিব্রাল পালসি ও ডাউন সিনড্রোম ক্যাটেগরিতে ডাক্তার কর্তৃক প্রতিবন্ধীদের শনাক্ত করা হয়েছে এবং ডেটাবেজ সফটওয়্যারে সংরক্ষণ করা হয়েছে। শনাক্তকৃত প্রতিবন্ধীদের লেমিনেটেড পরিচয়পত্র সরবরাহ করা হবে। সংরক্ষিত তথ্যের আলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিতে পরিকল্পনা তৈরি করা হবে।
মন্ত্রী আরো বলেন, প্রতিযোগিতামূলক শ্রমবাজারে প্রতিবন্ধী যুবদের চাকরিতে প্রবেশ ও অন্তর্ভুক্তি বেশ কঠিন। পর্যাপ্ত ও উপযুক্ত দক্ষতা, জ্ঞান এবং প্রয়োজনীয় তথ্য না জানাদের জন্য এ বিষয়টি আরো বেশি চ্যালেঞ্জিং। সরকারের পাশাপাশি বেসরকারি ও উন্নয়ন সংগঠনসমূহ প্রতিবন্ধীদের কর্মসংস্থান তৈরির জন্য কাজ করলে এই সকল বাধা ও অসামঞ্জস্যতা হ্রাস পাবে।
পরে মন্ত্রী প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।
#
জাকির/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮২৪ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৭৩
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ¥া সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে শীর্ষক খবরটি গুজব 
 
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই) :
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ¥া সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এটি একটি উদ্দেশ্য প্রণোদিত গুজব। এর কোন সত্যতা নেই। এমন অপপ্রচার আইনত দ-নীয় অপরাধ। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, পদ¥া সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূল সেতুর ২৯৪টি পাইলের মধ্যে ২৯২টি শেষ হয়েছে। ৪২টি পিয়ারের মধ্যে ইতোমধ্যে ৩০টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ১৪টি স্প্যান স্থাপন করা হয়েছে, যা এখন দৃশ্যমান।
৩০ জুন ২০১৯ পর্যন্ত মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮১ শতাংশ, নদীশাসন কাজের অগ্রগতি ৫৯ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭১ শতাংশ।
#
শফিকুল/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৭৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৭২
 
সাংবাদিক হাসান আরেফিন এবং আখতারুজ্জামানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক 
 
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই) :
জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য হাসান আরেফিন এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। 
গতকাল সোমবার সকালে হাসান আরেফিন ও রাতে আখতারুজ্জামান লাবলুর অকাল মৃত্যুর সংবাদে মর্মাহত মন্ত্রী প্রয়াতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত দু’পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
 
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৭৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৪৭১
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই) :
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক আজ কমিটির সভাপতি এ বিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 
কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মোঃ শফিকুল আজম খাঁন, এইচ এম ইব্রাহিম, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্রগ্রাম শহরের সিআরবি (ঈজই) ভবনের সামনে সাত রাস্তার মোড়ে জাতির পিতার মু্যুরাল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ রেলওয়ে সংস্কার প্রকল্পে কত টাকা ব্যয় হয়েছে সে সম্পর্কে সভায় খোঁজ খবর নেওয়া হয়। 
মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালে সকল ট্রেন, রেলস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিদিন ব্যবহৃত টিকেটে ভিন্নতা আনাসহ বছরব্যাপী অনুষ্ঠান পালনের উদ্যোগ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
ট্রেনে অবৈধ মালামাল পরিবহণ প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তার স¦ার্থে ঢাকা ও চট্রগ্রাম রেল স্টেশনে স্ক্যানার স্থাপনের সুপারিশ করে কমিটি। সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রতিরোধে করণীয় বিষয়েও সভায় আলোচনা হয়।
রেলওয়ের টিকিট বিক্রির অনলাইন ভিত্তিক অ্যাপস উন্নত করে আরো প্রয়োজন উপযোগী করতে কার্যকর ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করে।
চট্রগ্রাম থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত কিভাবে ট্রেন সার্ভিস চালু করা হয় সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সভায় সুপারিশ করা হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।                                           
                               
#
 
সাব্বির/অনসূয়া/পরীক্ষিৎ/রবি/শামীম/২০১৯/১৬১৯ ঘণ্টা 
Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon