Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জুলাই ২০১৯

তথ্যবিবরণী -14/7/2019

তথ্যবিবরণী                         নম্বর : ২৫৪০
 
বাংলাদেশ পোস্ট অফিসকে দক্ষিণ এশিয়ার দৃষ্টান্তকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে
                                                                           --- মোস্তাফা জব্বার
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশব্যাপী ডাক অধিদপ্তরের বিস্তৃত নেটওয়ার্ক ও বিশাল জনবল রয়েছে। ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ পোস্ট অফিসকে দক্ষিণ এশিয়ার দৃষ্টান্তকারী ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। পোস্টম্যান থেকে মহাপরিচালক পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীকে ডিজিটাল জনস¤পদে পরিণত করতে হবে। এ লক্ষ্যে প্রশিক্ষণ কারিকুলাম তৈরির মাধ্যমে পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদানের জন্য ডাক প্রশিক্ষণ একাডেমি-সহ অধিদপ্তরের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহকে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
 মন্ত্রী আজ ঢাকার ডাক অধিদপ্তরের সদর দপ্তরে অধিদপ্তরের সার্কেল ও ইউনিট প্রধানদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এই নির্দেশ দেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এস ভদ্র এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মহিবুল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে পোস্টাল কেন্দ্রীয় সার্কেল, ঢাকা মেট্রো সার্কেল, চট্টগ্রাম ও রংপুর সার্কেলের পোস্ট মাস্টার জেনারেলরা, রংপুর ও ঢাকা অঞ্চলের জিএমরা এবং পোস্টাল একাডেমির প্রিন্সিপাল ডাক বিভাগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, যে প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনা আছে তাদের চ্যালেঞ্জও রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞাবান নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় রূপান্তরের সময় অতিক্রম করছে। বাংলাদেশ গত দশ বছরে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। অগ্রগতির এই অগ্রযাত্রায় আগামী ৫ বছরের ডিজিটাল প্রযুক্তি হবে অভাবনীয়। প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করে টিকতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের বিদ্যমান মানবসম্পদকে ভবিষ্যৎ প্রযুক্তি উপযোগী করে গড়ে তুলতে হবে - রূপান্তরের  সাথে চলতে হবে। এই লক্ষ্যে ডাক প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে প্রযুক্তি ব্যবহারের উপযোগী মানবসম্পদ গড়ার প্রতিষ্ঠানে রূপান্তর করা অপরিহার্য বলে উল্লেখ করেন। 
#
 
শেফায়েত/ইসরাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২২৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                      নম্বর : ২৫৩৯ 
 
সরকারি কর্মচারীদের দেশ সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে
      ---জনপ্রশাসন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত উন্নত রাষ্ট্রে পরিণত করা। সেই লক্ষ্যকে বাস্তবে রূপদান করতে হলে সকলকে দেশ  সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে । 
 
আজ ঢাকায় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১১৩, ১১৪ ও ১১৫ তম আইন ও প্রশাসন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। 
 
প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের সেবক হিসেবে কাজ করা। তাই তাদেরকে কর্মদক্ষ ও জনকল্যাণমুখী করে গড়ে তুলতে হবে। সরকারি কর্মচারীদের সুদক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই।
 
প্রতিমন্ত্রী বলেন, সিভিল সার্ভিসে নিয়োগপ্রাপ্তরা মেধাবী। তাদের মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সিভিল সার্ভিসের সদস্যদের প্রতি আহ্বান জানান । 
 
#
শিবলী/ইসরাত/মোশারফ/আব্বাস/২০১৯/২১৪২ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২৫৩৮
  
বন্যা ও দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদন
 
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) : 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো অর্ডিনেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী আজ সারা দেশে বন্যা ও দুর্যোগ পরিস্থিতি নি¤œরূপ :
সমূদ্র বন্দরসমূহরে জন্য সর্তক সংকতেঃ সমুদ্র বন্দরসমূহরে জন্য কোন সংকতে নাই। 
 
আজ রাত ১টা র্পযন্ত দশেরে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহরে জন্য আবহাওয়ার র্পূবাভাসঃ খুলনা, বরশিাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমল্লিা, চট্রগ্রাম, কক্সবাজার এবং সলিটে অঞ্চল সমূহরে উপর দয়িে দক্ষণি/দক্ষণি-র্পূব দকি থকেে ঘন্টায় ৪৫-৬০ কঃিমঃি বগেে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টসিহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যতেে পার।ে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১নং (পুনঃ) নম্বর সর্তক সংকতে দখোতে বলা হয়ছে।ে 
আজ সকাল ০৯টা থকেে পরর্বতী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূবাভাস :
সনিপটকি অবস্থাঃ মৌসুমী বায়ুর র্বধতিাংম পাঞ্জাব, হরয়িানা, উত্তর প্রদশে, বহিার, হমিালয়রে পাদদশেীয় পশ্চমিবঙ্গ ও বাংলাদশেরে উত্তরাঞ্চল হয়ে আসাম র্পযন্ত বস্তিৃত রয়ছে।ে এর একটি বর্ধিতিাংশ উত্তর বঙ্গোপসাগর র্পযন্ত বস্তিৃত লাভ করছে।ে মৌসুমী বায়ু বাংলাদশেরে উপর সক্রয়ি এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বরিাজমান রয়ছে।ে
র্পূবাভাসঃ রংপুর, ঢাকা, ময়মনসংিহ, চট্রগ্রাম ও সলিটে বভিাগরে অধকিাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরশিাল বভিাগরে অনকে জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থকেে মাঝারী ধরনরে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয়ে পার।ে সইেসাথে দশেরে কোথাও কোথাও মাঝারী ধরণরে ভারী থকেে অতি ভারী র্বষণ হতে পার।ে
তাপমাত্রাঃ সারাদশেে দনিরে এবং রাতরে তাপমাত্রা সামান্য বৃষ্টি পতেে পার।ে 
পরর্বতী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দনি) বৃষ্টপিাতরে প্রবণতা হ্রাস পতেে পার।ে
এক নজরে নদ-নদীর পরস্থিতিি
ক্স সুরমা ব্যতীত দশেরে সকল প্রধান নদ-নদীসমূহরে পানি সমতল বৃদ্ধি পাচ্ছ।ে
ক্স বাংলাদশে আবহাওয়া অধদিপ্তর ও ভারত আবহাওয়া অধদিপ্তররে তথ্য অনুযায়ী, বাংলাদশেরে উত্তরাঞ্চল, উত্তর-র্পূবাঞ্চল এবংতৎসংলগ্ন ভারতরে আসাম ও মঘোলয় প্রদশেসমূহরে বস্তিৃত এলাকায় আগামী ২৪ থকেে ৪৮ঘণ্টায় মাঝারী হতে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টপিাতরে সম্ভাবনা রয়ছে।ে এছাড়া দশেরে উত্তর-পশ্চমিাঞ্চল সংলগ্ন ভারতরে বহিার এবং নপোলে ভারী বৃষ্টপিাতরে সম্ভাবনা রয়ছে।ে
ক্স আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীসমূহরে পানি সমতলবৃদ্ধি অব্যাহত থাকতে পারএেবং আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদী সরিাজগঞ্জ পয়ন্টেে বপিদসীমা অতক্রিম করতে পার।ে
ক্স আগামী ২৪ ঘণ্টায় সলিটে ও রংপুর বভিাগরে সুরমা, কুশয়িারা, কংস, সোমশ্বেরী, ধরলাসহ প্রধান নদীসমূহরে পানি সমতল দ্রুত বৃদ্ধি পতেে পার।ে
ক্স আগামী ২৪ ঘণ্টায় নত্রেকোণা, সুনামগঞ্জ, সলিটে, লালমনরিহাট, কুড়গ্রিাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া ও সরিাজগঞ্জ জলোয় বন্যা পরস্থিতিরি অবনতি হতে পার।ে
ক্স আগামী ২৪ ঘণ্টায় চট্রগ্রাম,কক্সবাজার  ও বান্দরবন জলোয় বন্যা পরস্থিতিরি উন্নতি হতে পার।ে
 
বপিদসীমার উপর দয়িে প্রবাহতি স্টশেন (৩০ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ/১৪ জুলাই ২০১৯ খৃঃ সকাল ৯.০০ টার তথ্য অনুযায়ী):
পানি সমতল স্টশেন নদীর নাম আজকরে পানি সমতল (মটিার)
বগিত ২৪ ঘন্টায়
বৃদ্ধ(ি+)/হ্রাস(-) (স.েম.ি) বপিদসীমা (মটিার) বপিদসীমার উপরে (স.েম.ি)
কানাইঘাট সুরমা ১৩.৫৯ -৮ ১২.২৫ +১৩৪
সলিটে সুরমা ১০.৭৬ +১ ১০.১৫ +৬১
সুনামগঞ্জ সুরমা ৭.৯৮ -৬ ৭.২০ +৭৮
আমলশীদ কুশয়িারা ১৬.৫৬ +৩৩ ১৪.৯৫ +১৬১
শওেলা কুশয়িারা ১৩.৩৮ +২৬ ১২.৫০ +৮৮
শরেপুর-সলিটে কুশয়িারা ৮.৫০ +৩ ৮.০৫ +৪৫
মৌলভীবাজার মনু ১১.১১ +৮ ১০.৭০ +৪১
কমলগঞ্জ ধলাই ১৯.১০ -১৬ ১৮.৮৫ +২৫
বাল্লা খোয়াই ২২.৭৩ +৫০ ২১.৪০ +১৩৩
কমলাকান্দা সোমশ্বেরী ৭.২৬ +১ ৬.৩৫ +৯১
জারয়িাজাঞ্জইল কংস ১০.৩৩ +১৪ ৯.৯৫ +৩৮
কুড়গ্রিাম ধরলা ২৭.২৮ +৩৬ ২৬.৫০ +৭৮
ডালয়িা তস্তিা ৫২.৮২ -২৬ ৫২.৬০ +২২
কাওনয়িা তস্তিা ২৯.৪২ +২২ ২৯.২০ +২২
গাইবান্ধা ঘাগট ২২.১৯ +৪৩ ২১.৭০ +৪৯
নুনখাওয়া ব্রহ্মপুত্র ২৬.৮৮ +৩৭ ২৬.৫০ +৩৮
চলিমারী ব্রহ্মপুত্র ২৪.৪২ +৩৮ ২৩.৭০ +৭২
ফুলছড়ি যমুনা ২০.৫৬ +৪৩ ১৯.৮২ +৭৪
বাহাদুরাবাদ যমুনা ২০.৩১ +৪৪ ১৯.৫০ +৮১
সারয়িাকান্দি যমুনা ১৭.০৭ +৪০ ১৬.৭০ +৩৭
কাজপিুর যমুনা ১৫.৩৪ +৩৩ ১৫.২৫ +৯
বান্দারবন সাঙ্গু ১৮.৩০ +১৮৪ ১৫.২৫ +৩০৫
দৌহাজারি সাঙ্গু ৮.৬০ +৫৪ ৭.০০ +১৬০
লামা মাতামুহুরী ১৩.৮৪ +১৭০ ১২.২৫ +১৫৯
চরিংিগা মাতামুহুরী ৭.১৭ +৫৭ ৬.২৫ +৯২
 
বৃষ্টপিাতরে তথ্যঃ 
গত ২৪ ঘন্টায় বাংলাদশেে উল্লখেযোগ্য বৃষ্টপিাত (গত কাল সকাল ০৯:০০ টা থকেে আজ সকাল ০৯:০০ টা র্পযন্ত) :
স্টশেন বৃষ্টপিাত (ম.িম.ি) স্টশেন বৃষ্টপিাত (ম.িম.ি) স্টশেন বৃষ্টপিাত (ম.িম.ি)
পঞ্চগড় ২০০.০ ডালয়িা ১৭৭.০ রাঙ্গামাটি ১২৫.০
টাঙ্গাইল ১২২.০ মহশেখোলা ১৯০.০ নরসংিদী ২০৮.০
ঢাকা ১০২.০ শ্রীমঙ্গল ২৫০.০ ব্রাহ্মণবাড়য়িা ১৪৫.০
কুমল্লিা ১০০.০ - - - -
 
বন্যা সংক্রান্ত তথ্যঃ 
 
অতবিৃষ্টি ও উজান থকেে নমেে আসা পানরি কারণে দশেরে ১৫টি জলোয় বন্যার আশংকা দখো দয়িছে।ে সংশ্লষ্টি জলোর জলো প্রশাসনরে কাছ থকেে প্রাপ্ত তথ্য অনুযায়ী  জলোগুলোর র্বতমান অবস্থাঃ
১।   চট্টগ্রামঃ
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
গত ৫ জুলাই হতে অবরিাম ভারী র্বষণ ও পাহাড়ি ঢলে  চট্রগ্রাম জলোর ১৪ টি উপজলোর মধ্যে  সাতকানয়িা উপজলোর ৯০ ভাগ, চন্দনাইশ উপজলোর ৯০  ভাগ, রাউজান উপজলোর ৬০ ভাগ ,ফটকিছড়ি উপজলোর ৫০ ভাগ এলাকা  প্লাবতি হয়ছে।ে ১। ক্ষতপ্রিস্ত উপজলোঃ ১৪ট,ি
২। ক্ষতগ্রিস্ত ইউনয়িন/পৌরসভাঃ ১১৯টি 
৩। র্দুগত জনসংখ্যাঃ ৩,৬৪,৯,৮০ জন। 
৪। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ীঃ ১৬০টি ( সর্ম্পূণ) 
    ৫৯৭৫টি (আংশকি) বন্যায় ২ জন মারা গয়িাছে (চন্দনাইশ উপজলোয় ১০বছররে ১টি শশিু এবং ফটকিছড়ি উপজলোয় ৯বছররে ১টি শশিু )। চট্রগ্রাম মহানগরীতে পাহাড়রে পাদদশে হতে ঝুঁকপর্িূণ ভাবে বসবাসকারী প্রায় ৫০০০জনকে ৮টি আশ্রয়কন্দ্রেসহ অন্যান্য নরিাপদ স্থানে স্থানান্তর করা হয়ছে।ে 
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
১০,০০,০০০ (দশ লক্ষ) ৩০০ (তনি শত) ২,০০০ (দুই হাজার)
 
২।  বান্দরবানঃ
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
অতি বৃষ্টি ও আকষ্মকি বন্যায় মারাত্মকভাবে প্লাবনরে সৃষ্টি হয়ছে।ে এছাড়া বভিন্নিস্থানে পাহাড় ধ্বসরে ঘটনা ঘটছে।ে * ক্ষতপ্রিস্ত উপজলোঃ ৫টি
* ক্ষতগ্রিস্ত ঘরবাড়ীঃ ১০০টি (সর্ম্পূণ) 
* বপিুল সংখ্যক গাছপালা, ঘরবাড়ী, 
বদ্যিুতরে খুঁটি বনিষ্ট হয়ছে।ে
* বান্দরবানরে সাথে চট্রগ্রামরে সড়ক 
যোগাযোগ বচ্ছিন্নি রয়ছে।ে রুমা উপজলোর তীব্র স্রোতে ভসেে ২জন ব্যক্তি নখিোঁজ হয়ছে।ে তাদরে মধ্যে ১জনরে মৃত দহে উদ্ধার করা হয়ছে।ে মৃত ব্যক্তরি নাম লালসম দরি বম, বয়সঃ ৪১ বছর। ১৩১টি আশ্রয়কন্দ্রে খোলা হয়ছে।ে ৫০০০জনকে আশ্রয়কন্দ্রেে আশ্রয় দওেয়া হয়ছে।ে 
 
 (খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ৩০০ (তনি শত) ২,০০০ (দুই হাজার)
 
৩।  খাগড়াছড়ঃি 
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
অতি বৃষ্টি ও আকষ্মকি বন্যায় মারাত্মকভাবে প্লাবনরে সৃষ্টি হয়ছে।ে এছাড়া বভিন্নিস্থানে পাহাড় ধ্বসরে ঘটনা ঘটছে।ে ১। ক্ষতপ্রিস্ত উপজলোঃ ৪টি
২। ক্ষতগ্রিস্ত ইউনয়িন/পৌরসভা ১৩টি
৩। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ১০৮টি
৪। র্দুগত লোক সংখ্যাঃ ৪০,৩৮০জন 
কোন প্রানহানরি খবর পাওয়া যায়ন।ি দঘিনিালা উপজলোর ৭টি আশ্রয়কন্দ্রেে ১৭৫টি পরবিাররে ৮২২জন এবং রামগড় উপজলোর ১টি আশ্রয়কন্দ্রেে ২০টি পরবিাররে ৭০জন আশ্রয় নয়িছে।ে খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজলোর বন্যা পরস্থিতিি উন্নত হওয়ায় আশ্রয়কন্দ্রেে আশ্রতি লোকজন নজি নজি বাড়ীতে ফরিে গয়িছে।ে 
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
- - -
৪।  রাংগামাটঃি 
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
হালকা থকেে মাঝারী ধরনরে বৃষ্টপিাত অব্যাহত আছ।ে কাউখালী উপজলোর ঘাগড়া ইউনয়িনরে কলাবাগান নামক স্থানে পাহাড়ী ঢলরে প্রবল স্রোতে রাংগামাটি চট্টগ্রাম সড়করে কছিু অংশ ক্ষতগ্রিস্ত হয়ছে।ে কোন প্রানহানরি খবর পাওয়া যায়ন।ি পাহাড় ধসসহ যে কোন র্দুঘটনা এড়াতে ঝুঁকপর্িূণ এলাকার লোকজনকে ২০০ টি অস্থায়ী আশ্রয়কন্দ্রেে সরয়িে আনা হয়ছে।ে ৭টি আশ্রয়কন্দ্রেে প্রায় ২০০ জন লোক আশ্রয় নয়িছে।ে ক্ষতগ্রিস্ত স্থানরে মরোমত র্কাযক্রম চলছ।ে রাংগামাট-িচট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল স্বাভাবকি রয়ছে।ে 
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
 
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ৩০০ (তনিশত) -
 
৫।  কক্সবাজারঃ
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
অতি বৃষ্টি ও আকষ্মকি বন্যায় মারাত্মকভাবে প্লাবনরে সৃষ্টি হয়ছে।ে ১। ক্ষতপ্রিস্ত উপজলোঃ ৭টি (আংশকি)
২। ক্ষতগ্রিস্ত পৌরসভাঃ ৩টি (আংশকি) 
৩। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ৪৩টি (আংশকি)
৪। পানবিন্দি পরবিাররে সংখ্যাঃ ১০,৩,২৮টি
৫। পানবিন্দি জনসংখ্যাঃ ৪১,২৮০ জন 
৬। ক্ষতগ্রিস্ত বাঁধঃ ২.৫০ কঃিমঃি 
৭। ক্ষতগ্রিস্ত বীজতলাঃ ১৭৪০ হক্টের (আংশকি) কোন প্রানহানরি খবর পাওয়া যায়ন।ি লোকালয় থকেে পানি নামতে শুরু করছে।ে সকল নদীর পানি নীচ দয়িে প্রবাহতি হচ্ছ।ে 
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ৩০০ (তনিশত) ২০০০ (দুই হাজার) 
৬।  লালমনরিহাটঃ 
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
তস্তিা নদীর পানি বপিদসীমার ৪৮ সমেি এবং ধরলা নদীর পানি বপিদসীমার ৪২ সমেি উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে ১। ক্ষতপ্রিস্ত উপজলোঃ ৫টি 
২। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ১৭টি
৩। ক্ষতপ্রিস্ত পরবিাররে সংখ্যাঃ ৯,০৯৬টি
কোন প্রানহানরি খবর পাওয়া যায়ন।ি জলোয় ১২ টি আশ্রয় কন্দ্রে খোলা হয়ছে।ে
 
 
 (খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ৩০০ (তনিশত) ২,০০০ (দুই হাজার) 
 
৭।  নীলফামারীঃ
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
নীলফামারী জলোর ডমিলা উপজলোয় তস্তিা নদীর পানি বপিদসীমার ২৫ স.েমি উপর দয়িে প্রবাহতি হচ্ছে নদীর পানি বৃদ্ধরি ফলে নদী তীরর্বতী ৬টি ইউনয়িনরে নম্নিাঞ্চল প্লাবতি হয়ছে।ে কোন প্রানহানরি খবর পাওয়া যায়ন।ি -
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ৩০০ (তনিশত) ২,০০০ (দুই হাজার) 
 
৮।  সুনামগঞ্জঃ 
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
সুরমা নদীর পানি উচ্চতা বপিদসীমার ৮৪ সঃেমঃি এর উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে বৃষ্টপিাতরে ফলে অধকিাংশ নদনদীর পানি বৃদ্ধি পয়েছে।ে ১। ক্ষতপ্রিস্ত উপজলোঃ ৭টি 
২। ক্ষতপ্রিস্ত পরবিাররে সংখ্যাঃ সুনামগঞ্জ সদর উপজলোর ২,৯৫০টি পরবিার, তাহরিপুর উপজলোর ৪,১০০টি পরবিার, বশ্বিম্ভরপুর উপজলোর ১,৪০০টি পরবিার, দোয়ারাবাজার উপজলোয় ২,৮৫০টি পরবিার এবং জামালগঞ্জ উপজলোয় ১,৮০০টি পরবিার। 
৩। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ১,০৪,০০০ জন
৪। ক্ষতগ্রিস্ত ফসলঃ ১,৩৮৫ হক্টের বজ্রপাতে ২জন মৃত্যুবরণ করছেনে।  জলো ও উপজলোয় র্পযায়ে কন্ট্রোল রুম খোলা হয়ছে।ে
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
১০,০০,০০০ (দশ লক্ষ) ৩০০ (তনিশত) ২,০০০ (দুই হাজার) 
 
৯।  নত্রেকোনাঃ 
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
বৃষ্টপিাত ও পাহাড়ী ঢলে নত্রেকোনা জলোর র্দূগাপুর উপজলোর উপর দয়িে প্রবাহতি সোমশ্বেরী নদীর পানি বপিদসীমার উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে পানি বৃদ্ধি অব্যাহত রয়ছে।ে * ক্ষতপ্রিস্ত উপজলোঃ ৩টি 
*র্দুগাপুর উপজলোয় ৪ট,িকলমাকান্দায় ৩ট,ি এবংবারহাট্রায় ৩টি আশ্রয় কন্দ্রে খোলা হয়ছে।ে
বজ্রপাতে আজ সকালে কলমাকান্দা উপজলোর রংসাটি ইউনয়িনে ১২ বছররে একটি ছলেে মারা গয়িছে।ে
স্থানীয় র্পযায়ে উদ্ধার টমি প্রস্তুত করা হয়ছে।ে উপজলো র্দুযোগ ব্যবস্থাপনা কমটিরি সভা আহ্বান করা, উপজলো র্পযায়ে কন্ট্রোল রুম খোলা, বন্যা মোকাবলিায় স্বচ্ছোসবেক টমি গঠন করা হয়ছে।েআনুমানকি ৩টি আশ্রয় কন্দ্রেে ১৫০ জন লোক আশ্রয় নয়িছেে ।
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ৩০০ (তনিশত) ২,০০০ (দুই হাজার) 
 
১০।  সলিটেঃ
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
জলোর নদ-নদীসমূহরে পানি ৭টি পয়ন্টেরে মধ্যে ৩টি পয়ন্টেে বপিদসীমার সামান্য উপরে এবং ৪টি পয়ন্টেে বপিদসীমার নীচ দয়িে প্রবাহতি হচ্ছ।ে ১। ক্ষতপ্রিস্ত উপজলোঃ ৬টি (গোয়াইনঘাট, জন্তৈাপুর, কোম্পানীগঞ্জ, ফঞ্চেুগঞ্জ, বালাগঞ্জ ও কানাইঘাট) 
২। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ২০টি 
৩। ক্ষতপ্রিস্ত পরবিাররে সংখ্যাঃ ৩,৮২০টি 
৪। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি সর্ম্পূণ ৩,৯১০ ট,ি আংশকি ৭৬০ টি
 
নাই জলো ও উপজলোয় র্পযায়ে কন্ট্রোল রুম খোলা হয়ছে।ে
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ৩০০ (তনিশত) ২,০০০ (দুই হাজার) 
 
১১।  বগুড়াঃ
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
অতরিক্তি বৃষ্টপিাতরে কারণে বন্যার সৃষ্টি হয়ছে।ে 
 
ক্ষতগ্রিস্ত গ্রামঃ ৪৭টি 
ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ৪,৭৪০জন 
* ক্ষতপ্রিস্ত ফসলঃ ১০ হক্টের
* নদী ভাংগনে ১৪০টি ঘরবাড়ী ভঙ্গেে গছে।ে নাই নাই
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ৩০০ (তনিশত) -
 
১২। গাইবান্ধাঃ
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
যমুনা-ব্রহ্মপুত্র নদীর ফুলছড়ি পয়ন্টেে বপিদসীমার ৩৭ সঃে মঃি উপর দয়িে পানি প্রবাহতি হচ্ছ।ে গাইবান্ধা সদরে ৬ট,ি ফুলছড়তিে ৩২টি সহ সারা জলোয় মোট ৮৫টি আশ্রয়কন্দ্রে খোলা হয়ছে।ে নাই ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজলোর আশ্রয়কন্দ্রেে মোট ৩২০৭ জন আশ্রয় নয়িছে।ে
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ৩০০ (তনিশত) -
 
১৩।  মৌলভীবাজারঃ 
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
মৌলভীবাজার জলোর শরেপুর-সলিটে পয়ন্টেে কুশয়িারা নদীর পানি বপিদসীমার ৪২ সঃেমঃি, মনু নদীর মনু রলেওয়ে ব্রীজ পয়ন্টেে বপিদসীমার ৩৭ সঃেমঃি এবং মৌলভীবাজার পয়ন্টেে বপিদসীমার ৩৩ সঃেমঃি, ধলাই নদীর কমলগঞ্জ পয়ন্টেে বপিদসীমার ৪১ সঃেমঃি উপর দয়িে পানি প্রবাহতি হচ্ছ।ে সদর উপজলোর খললিপুর ও মনুমুখ ইউনয়িনে ৩/৪ টি গ্রামে বন্যার পানি প্রবশে করছ।ে কমলগঞ্জ উপজলোর হমিপুর, আদমপুর ও পৌরসভার কছিু অংশে  ২/৩ টি গ্রামে বন্যার পানি প্রবশে করছ।ে কমলগঞ্জ উপজলোর পৌরসভার ৯ নম্বর ওর্য়াডে বামনপাশা নামক স্থানে নর্মিাণাধীন ২০ মটিার বাঁধ ভঙ্গেে গছে।ে নাই বাঁধ নর্মিাণরে প্রক্রয়িা চলছ।ে
 
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ৩০০ (তনিশত) -
 
১৪। হবগিঞ্জঃ 
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
খোয়াই নদীর পানি বাপ্পা স্টশেনে বপিদসীমার ৫০সঃেমঃি উপর দয়িে এবং মাসুলয়িা পয়ন্টেে বপিদসীমার ৬০সঃেমঃি উপর দয়ি,ে কুশয়িারা নদীর শরেপুর পয়ন্টেে বপিদসীমার ৪৪সঃেমঃি উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে এখনো র্পযন্ত কোন বন্যার পরস্থিতিি সৃষ্টি হয়ন।ি নাই নাই
 
 (খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ৩০০ (তনি শত) -
 
 
১৫।  ফনেীঃ
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
মৌসুমী বৃষ্টপিাত ও উজান থকেে নমেে আসা পাহাড়ী ঢলরে কারণে জলোর ফুলগাজী উপজলোর মুহুরী নদীর বাঁধরে ৪টি স্থানে এবং পরশুরাম উপজেলোর মুহুরী ও কহুয়া নদীর ৬টি স্থানে বাঁধ ভংেগে নম্নিাঞ্চল প্লাবতি হয়ছে।ে প্রাথমকি তথ্য অনুযায়ী পরশুরাম উপজলোর ১,৮৯৫ টি পরবিার ও ফুলগাজী উপজলোর ৬০ টি পরবিার ক্ষতগ্রিস্ত হয়ছে।ে নাই -
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৫,০০,০০০ (পাঁচ লক্ষ) ৩০০ (তনি শত) ২০০০ (দুই হাজার) 
 
র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় র্কতৃক জলো ভত্তিকি মোট ত্রাণ সামগ্রী বরাদ্দরে তথ্যঃ 
পাহাড়ী ঢল, অতবিৃষ্টি ও র্পাবত্য জলোয় পাহাড় ধসরে কারণে এবং প্রাকৃতকি র্দুযোগে ক্ষতগ্রিস্তদরে মাঝে মানবকি সহায়তা প্রদানরে লক্ষ্যে ২০১৯-২০ র্অথ বছরে নম্নির্বণতি ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়ছে।ে
তারখি জলোর সংখ্যা জআির চাল (মঃেটন) জআির (ক্যাশ) শুকনো খাবার (প্যাকটে) তাঁবু (সটে) 
০১/০৭/২০১৯ ২৫ জলো - - ৫৯,০০০
০৭/০৭/২০১৯ ৬৪ জলো ১০,৯০০ ১,৭৩,০০,০০০/- -
১১/০৭/২০১৯ ২২ জলো ৬,৬০০ ১,২০,০০,০০০/- -
১২/০৭/২০১৯ ১০জলো - - ২০,০০০
১৪/০৭/২০১৯ ৮জলো - - - ৭,৫০০
মোট ১৭,৫০০ ২,৯৩,০০,০০০/ ৭৯,০০০ ৭,৫০০
 
অগ্নকিান্ডঃফায়ার র্সাভসি ও সভিলি ডফিন্সেরে কন্ট্রোল রুম থকেে প্রাপ্ত তথ্য অনুসারে আজ কোথাও কোন উল্লখেযোগ্য অগ্নকিাণ্ড সংটিত হয়ন।ি 
#
 
তাসমীন/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                 নম্বর : ২৫৩৭  
 
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে পোস্টার ডিজাইন আহ্বান
 
 
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ (১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১) উদ্যাপন উপলক্ষে আকর্ষণীয় বর্ণিল পোস্টার ডিজাইন আহ্বান করা হয়েছে। আগামী ৩০ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে দেশে ও দেশের বাইরে বসবাসরত আগ্রহী বাংলাদেশী নাগরিকদের ডিজাইন পাঠানোর অনুরোধ করা হয়েছে।
 
ডিজাইনে অনুসরণীয় বিষয়সমূহ হলো : পোস্টারের আকার হবে ২০''দ্ধ৩০'' / ২৩''দ্ধ৩৬'';  পোস্টারে আকর্ষণীয় সেøাগান তৈরি করে দেয়া যেতে পারে অথবা সেøাগান স্থাপনের জায়গা রেখে ডিজাইন করা যেতে পারে;  পোস্টারের ডিজাইনে মুজিব বর্ষের লোগোর জন্য জায়গা নির্দিষ্ট করে রাখতে হবে;  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন এবং ‘মুজিববর্ষ’ (১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১) কথাগুলো থাকতে হবে; সফটকপি ওষষঁংঃৎধঃড়ৎ-৬/ঊচঝ ঙঁঃষরহব অষ ঋরষব এ প্রস্তুত করতে হবে। 
 
নির্বাচিত সেরা পাঁচটি ডিজাইনের জন্য ডিজাইনারদের পুরস্কৃত করা হবে; ই-মেইলে ডিজাইন পাঠানোর ঠিকানা : গঁলরন১০০ঢ়ড়ংঃবৎং@মসধরষ.পড়স;  ডাকযোগে অথবা সরাসরি হার্ডকপি, সিডি, পেনড্রাইভে ডিজাইন পাঠানোর ঠিকানা : মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ১১২ সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০। ফোন-০২৮৩৩১০৩৪। 
 
উল্লেখ্য, অমনোনীত ডিজাইন ফেরত দেওয়া হবে না।        
 
#
শামসুদ্দিন/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৯/২০৫৭ ঘণ্টা 
তথ্যবিবরণী                         নম্বর : ২৫৩৬
 
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হতে দেবো না
                                            --- আইনমন্ত্রী
 
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) : 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন জনগণের সাংবিধানিক  অধিকার - এ আইন বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ব্যাহত করার জন্য প্রণয়ন করা হয়নি। এটি শুধু সাইবার অপরাধ দমন করার জন্য। তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, এই আইনের অপব্যবহার আমরা হতে দেবো না। সেজন্য যা যা করা প্রয়োজন আমরা তা করবো।’
আজ ঢাকার গুলশানে নিজের আবাসিক অফিসে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জবহংলব ঞববৎরহশ এর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র এবং কানাডিয়ান হাইকমিশনারও এই বৈঠকে অংশ নেন। 
মন্ত্রী বলেন, আজ মূলত আইনটির ৪৩ ধারা নিয়ে আলোচনা হয়েছে। আমি প্রতিনিধিদলের কথা শুনেছি এবং এই ব্যাপারে সরকারের সাথে আলাপ-আলোচনা করবো বলে তাদেরকে আশ^াস দিয়েছি। এছাড়া এই আইনের বিধিমালা প্রণয়নের সময়ও তাদের সাথে কথা বলার আশ^াস দিয়েছি।
আইনমন্ত্রী বলেন, কেউ যেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করতে না পারে সে বিষয়ে আমরা সহযোগিতা করবো এবং যথাযথ ব্যবস্থা নেবো। আর আইনের বিষয়ে স্টেক হোল্ডারদের আপত্তির বিষয়টিও আমরা দেখবো।
#
 
রেজাউল/ইসরাত/মোশারফ/জয়নুল/২০১৯/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                     নম্বর :  ২৫৩৫
 
ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি কিবরিয়া মহাসচিব জালাল
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :
বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক স. ম. গোলাম কিবরিয়া এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মুন্সী জালাল উদ্দীন। 
গতকাল চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শুধু মহাসচিব পদে তিন জন প্রতিদ্বন্দ্বী ছিল। কমিটির অপর ১৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মোঃ শাহেনুর মিয়া ও মোঃ মনিরুজ্জামান, যুগ্ম-মহাসচিব পরীক্ষিৎ চৌধুরী ও মোঃ আবু নাছের, কোষাধ্যক্ষ প্রণব কুমার ভট্টাচার্য্য, সাংগঠনিক ও আন্তঃসার্ভিস সচিব মীর মোহাম্মদ আসলাম উদ্দীন, প্রচার প্রকাশনা ও প্রশিক্ষণ সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন, কল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব আকতারুল ইসলাম ও দপ্তর সচিব নাসরীন জাহান লিপি। 
নির্বাহী সদস্যরা হলেন- মোঃ তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ শিবলী সাদিক, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ আসিফ আহমেদ, মোহাম্মদ আবুল খায়ের ও মোহাম্মদ শফিউল্লাহ। সংগঠনের নিয়মানুসারে বিদায়ী কমিটির সভাপতি কামরুন নাহার ও মহাসচিব ফায়জুল হক পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।
#
 
কিবরিয়া/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২০০০ঘণ্টা  
তথ্যবিবরণী                      নম্বর : ২৫৩৪
 
শ্রবণ প্রতিবন্ধীদের জন্য কক্লিয়ার ইমপ্লান্টে বরাদ্দ বাড়াবে সরকার
                                               --- সমাজকল্যাণ মন্ত্রী
 
ঢাকা, ৩০ আ
todayshandout.docx todayshandout.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon