Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুলাই ২০১৯

তথ্যবিবরণী 20/7/2019

তথ্যবিবরণী                                                                         নম্বর : ২৬২৪ 
 
বন্যার্তদের পাশে আছি, থাকব
         -- পানি সম্পদ উপ-মন্ত্রী
 
ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :
সবাইকে একযোগে বন্যায় আক্রান্তদের দুর্ভোগ লাঘবে তাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। 
 
আজ টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ভূঞাপুর-তারাকান্দি সড়কের টেপীবাড়ির ভাঙন পরিদর্শন, ভূঞাপুর উপজেলার পৌরসভা ও ইউনিয়নসমূহে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এ কথা বলেন৷ 
 
বন্যা আক্রান্তদের পাশে দাঁড়াতে সরকারের সকল দপ্তরের সমন্বয়ের ওপর জোর দিয়েছেন উপ-মন্ত্রী। নদী ভাঙনের কবল হতে মানুষকে রক্ষায় চলমান কার্যক্রমের উল্লেখ করে পানি সম্পদ উপ-মন্ত্রী বলেন, টাঙ্গাইল জেলাকে বন্যার কবল থেকে রক্ষায় ২২৩৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে৷ এই অর্থবছরেই এসব প্রকল্পের কাজ শুরু হবে৷ এই প্রকল্পগুলো শেষ হলে টাঙ্গাইল জেলা নদী ভাঙন ও বন্যার কবল হতে রক্ষা পাবে৷ 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এ সময় বলেন, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে। সাড়ে ৯০০ মেট্রিক টন চাল, ৬০০০ কার্টুন শুকনো খাবার, ১৫ লাখ টাকা নগদ অর্থ সহায়তা, ৫০০ ত্রিপল টাঙ্গাইল জেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
 
এর আগে ভূঞাপুর উপজেলার চর গাবশারা, গোবিন্দাসী, অর্জুনা ইউনিয়ন ও সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুর বাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মন্ত্রিবর্গ ত্রাণ বিতরণ করেন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় যোগ দেন। 
 
#
নাছের/ইসরাত/সঞ্জীব/সেলিম/২০১৯/২২৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                    নম্বর : ২৬২৩
 
বিসিক শিল্পনগরীতে নারী উদ্যোক্তাদের প্ল¬ট দেওয়া হবে
                                               -- শিল্পমন্ত্রী
 
ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :
 
জেলা পর্যায়ে স্থাপিত বিসিক শিল্পনগরীগুলোতে নারী উদ্যোক্তাদের জন্য অগ্রাধিকারভিত্তিতে প্ল¬ট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, বাংলাদেশ উইমেন চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সুপারিশের ভিত্তিতে শিল্প মন্ত্রণালয় এ প্ল¬ট বরাদ্দ দেবে। এর পাশাপাশি নারী  উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাজধানীর পূর্বাচলে কেন্দ্রীয়ভাবে একটি ‘প্রোডাক্ট ডিসপ্লে¬ এন্ড সেলস সেন্টার’ স্থাপন করা হবে। 
 
  শিল্পমন্ত্রী আজ ঢাকায় ইনস্টিটিউশন অভ্ ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ উইমেন চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিডবি¬øউসিসিআই) আয়োজিত ‘বিডব্লিউসিসিআই প্রগ্রেসিভ এওয়ার্ড ২০১৭-১৮’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 
বিডব্লি¬উসিসিআইয়ের প্রেসিডেন্ট সেলিমা আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম বক্তব্য রাখেন।
 
শিল্পমন্ত্রী বলেন,  টেকসই শিল্পায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার সমাধানে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক ও এসএমই ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রয়োজনীয় বিপণন অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক বিসিক শিল্পনগরীতে নারী উদ্যোক্তাদের জন্য পৃথক কর্নার স্থাপন করা হবে বলে তিনি উল্লে¬খ করেন।
 
অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা এসএমই ফাউন্ডেশন আয়োজিত বিভিন্ন মেলায় তাদের জন্য বিনামূল্যে স্টল বরাদ্দ প্রদানের দাবি জানান। এর পাশাপাশি চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত একশ’ কোটি টাকা স্টার্ট আপ ফান্ড  থেকে তরুণ নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ, গ্রাম পর্যায়ে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী এসএমই নারী উদ্যোক্তাদের মাঝে ২৫ লাখ টাকা পর্যন্ত বন্ধকীবিহীন ঋণ প্রদানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।
 
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ১০ জনের হাতে বিডবি¬øউসিসিআই প্রগ্রেসিভ এওয়ার্ড ২০১৭-১৮ তুলে দেন। এরা হলেন ঢাকা বিভাগে রেহানা আক্তার, রাজশাহী বিভাগে মালা সরকার, রংপুর বিভাগে জান্নাতুস সাফা শাহীনুর, সিলেট বিভাগে সোহানা রহমান চৌধুরী, খুলনা বিভাগে নুরজাহান খানম,  চট্টগ্রাম বিভাগে নয়ন সেলিনা, ময়মনসিংহ বিভাগে সাঈদা আক্তার এবং বরিশাল বিভাগে তাহমিনা মোর্শেদ ইরানি পুরস্কৃত হন। এছাড়া ইলেকট্রনিক মিডিয়ার ক্যাটেগরিতে সময় টেলিভিশনের ইমতিয়াজ আহমেদ সোহেল এবং প্রিন্ট মিডিয়া ক্যাটেগরিতে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মানসুরা হোসেন পুরস্কৃত হন।
#
জলিল/ইসরাত/রাহাত/সঞ্জীব/সেলিম/২০১৯/২২০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                    নম্বর : ২৬২২
 
শিক্ষার গুণগত মানোন্নয়ন এসডিজি অর্জনের পূর্বশর্ত
                                         -- কৃষিমন্ত্রী
 
টাঙ্গাইল, ৫ শ্রাবণ (২০ জুলাই) :
 
শিক্ষার গুণগত মানোন্নয়ন এসডিজি অর্জনের পূর্বশর্ত। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। শিক্ষার ব্যাপক প্রসারের পাশাপাশি এর গুণগতমান নিশ্চিত করাও সমান গুরুত্ব বহন করে। এক্ষেত্রে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং স্থানীয় পরিম-লের ওপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা, পাঠদান কর্মসূচি উপযোগী স্থান ও পাঠ্যক্রম বিশেষ ভূমিকা পালন করে। 
 
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক আজ টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি রিজিয়া কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অভীষ্ট চার-এ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণেও  বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়েছে। বাংলাদেশে শিক্ষার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
 
মন্ত্রী বলেন, সরকারের নানামুখী কর্মসূচি ও যথাযথ পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে আসছে। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে এবং ভবিষ্যৎ উন্নত বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
 
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হিরা, পৌর মেয়র মনজুরুল ইসলাম তপনসহ ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
#
 
গিয়াস/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/২০৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                    নম্বর : ২৬২১
 
ধানমন্ডি শাহী ঈদগাহ রক্ষণাবেক্ষণে নির্দিষ্ট অর্থ বরাদ্দ থাকবে
                                            -- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, চারশ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ধানমন্ডি শাহী ঈদগাহ মোঘল স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম প্রাচীন একটি নিদর্শন এবং এটিকে ঢাকার প্রথম পরিকল্পিত ঈদগাহ হিসেবে চিহ্নিত করা হয়। প্রতœতত্ত্ব অধিদপ্তর এ শাহী ঈদগাহের ২০১৭-১৮ অর্থবছরে সাড়ে ১৯ লাখ টাকা এবং ২০১৮-১৯ অর্থবছরে ২২ লাখ টাকার সংস্কার, সংরক্ষণ ও উন্নয়ন কাজ সমাপ্ত করেছে। চলতি অর্থবছরে আরো প্রায় ৭ লাখ টাকার উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। এ প্রাচীন ঈদগাহের রক্ষণাবেক্ষণে প্রতিবছর একটি নির্দিষ্ট অর্থ (২-৩ লাখ টাকা) বরাদ্দ দেওয়া হবে। তাতেও সুষ্ঠু রক্ষণাবেক্ষণ না হলে বিশেষ বরাদ্দ দেওয়া হবে।
 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর ধানমন্ডি শাহী ঈদগাহ প্রাঙ্গণে প্রতœতত্ত্ব অধিদপ্তর আয়োজিত ধানমন্ডি শাহী ঈদগাহের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের সমাপনী ও ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, ধানমন্ডি শাহী ঈদগাহের ভিতরে ও বাইরে প্রচুর খোলা জায়গা রয়েছে। সেখানে প্রয়োজনে উদ্যানতত্ত্ববিদের সহযোগিতা নিয়ে সবুজায়নের ব্যবস্থা করা যায়। ঈদগাহের বাইরের জায়গা দখলমুক্ত রাখার ব্যাপারে সচেতন থাকতে হবে। তিনি বলেন, প্রতœতত্ত্ব অধিদপ্তরের আওতায় বর্তমানে যে ৫০৪টি সংরক্ষিত পুরাকীর্তি রয়েছে তাঁর মধ্যে এটি অন্যতম। আমাদের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত মোঘল আমলের এ নান্দনিক স্থাপনা সংরক্ষণে প্রয়োজনীয় সবকিছুই করা হবে।
 
প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলা, ধানমন্ডি শাহী মসজিদ কমিটির সেক্রেটারি আলহাজ্ব মোঃ আতিকুল হাবিব প্রমুখ। 
 
#
 
ফয়সল/ইসরাত/সঞ্জীব/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ২৬২০
 
বন্যা ও দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদন
 
ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী আজ সারা দেশে বন্যা ও দুর্যোগ পরিস্থিতি নি¤œরূপ (বিকাল ২টা পর্যন্ত): 
 
 
সমূদ্র বন্দরসমূহরে জন্য সর্তক সংকতেঃ সমুদ্র বন্দরসমূহরে জন্য কোন সংকতে নাই। 
২০/০৭/২০১৯ ইং তারখি সন্ধ্যা ০৬ টা র্পযন্ত দশেরে অভ্যন্তরীন নদীবন্দর সমূহরে জন্য আবহাওযা র্পূবাভাস: 
দশেরে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহরে জন্য কোন সর্তকবাণী নইে এবং কোন সংকতে দখোতে হবে না।
 
আজ সকাল ০৯ টা থকেে পরর্বতী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূবাভাস: 
 
সনিপটকি অবস্থা: মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হারয়িানা, উত্তর প্রদশে, বহিার, হমিালয়রে পাদদশেীয় পশ্চমিবঙ্গ হয়ে বাংলাদশেরে উত্তরাঞ্চল হয়ে আসাম র্পযন্ত বস্তিৃত রয়ছে।ে এর একটি র্বধতিাংশ উত্তর বঙ্গোপসাগর র্পযন্ত বস্তিৃত আছ।ে মৌসুমী বায়ু বাংলাদশেরে উপর কম সক্রয়ি এবং উত্তর বঙ্গোপসাগরে তা র্দূবল অবস্থায় বরিাজ করছ।ে 
র্পূবাভাসঃ রংপুর, সলিটে ও চট্টগ্রাম বভিাগরে কছিু কছিু জায়গায় এবং রাজশাহী, ময়মনসংিহ, ঢাকা, খুলনা ও বরশিাল বভিাগরে দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থকেে মাঝারী ধরণরে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পার।ে সইে সাথে দশেরে কোথাও কোথাও বক্ষিপ্তিভাবে মাঝারী ধরনরে ভারী র্বষণরে সম্ভাবনা রয়ছে।ে 
তাপপ্রবাহঃ রাজশাহী, যশোর ও সলিটে অঞ্চলসমূহরে উপর দয়িে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পার।ে 
তাপমাত্রাঃ সারাদশেে দনি এবং রাতরে তাপমাত্রা প্রায় অপরর্বিততি থাকতে পার।ে 
 পরর্বতী  ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দনি) : উল্লখেযোগ্য কোন পরর্বিনরে সম্ভাবনা নইে। 
গতকালরে  র্সবোচ্চ ও আজকরে র্সবনম্নি  তাপমাত্রা (ডগ্রিী সলেসয়িাস):   
বভিাগরে নাম ঢাকা ময়মনসংিহ চট্রগ্রাম সলিটে রাজশাহী রংপুর খুলনা বরশিাল
র্সবোচ্চ তাপমাত্রা ৩৫.০ ৩৪.০ ৩৩.৯ ৩৬.৫ ৩৬.৬ ৩৫.২ ৩৬.০ ৩৪.০
র্সবনম্নি তাপমাত্রা ২৬.৫ ২৭.৪ ২৫.৫ ২৬.৪ ২৭.০ ২৫.৭ ২৬.৫ ২৬.৯
 
* গতকালরে র্সবোচ্চ তাপমাত্রা ছলি রাজশাহী ৩৬.৬০  এবং আজকরে র্সবনম্নি তাপমাত্রা রাজারহাট ২৫.৫০ সঃে।
 
এক নজরে নদ-নদীর পরস্থিতিি 
 
ক্স গঙ্গা-পদ্মা এবং ঢাকার চারপাশরে নদ-নদীসমূহ ব্যতীত অন্যান্য সকল প্রধান নদ-নদীসমূহরে পানি সমতল হ্রাস পাচ্ছে । 
ক্স বাংলাদশে আবহাওয়া অধদিপ্তর ও ভারত আবহাওয়া অধদিপ্তররে তথ্য অনুযায়ী, বাংলাদশেরে উজানরে প্রদশেসমূহে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টপিাতরে সম্ভাবনা নইে। 
ক্স আগামী ২৪ ঘণ্টায় ব্রক্ষপুত্র-যমুনা এবং সুরমা-কুশয়িারা নদ-নদীসমূহরে পানি সমতল হ্রাস এবং গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পার।ে আগামী ২৪ ঘণ্টায় পদ্মা নদী সুরশ্বের পয়ন্টেে বপিদসীমা অতক্রিম করতে পার।ে
ক্স আগামী ২৪ ঘণ্টায় টাঙ্গাইল এবং সরিাজগঞ্জ জলোয় বন্যা পরস্থিতিরি উন্নতি হতে পার,ে অপরদকি,ে  মানকিগঞ্জ, রাজবাড়ী, ফরদিপুর ও মুন্সগিঞ্জ জলোয় বন্যা পরস্থিতিরি অবনতি হতে পার।ে
ক্স বগুড়া, জামালপুর , কুড়গ্রিাম, গাইবান্ধা, নত্রেকোণা, সুনামগঞ্জ  ও সলিটে জলোয় বন্যা পরস্থিতিরি আগামী ২৪ ঘণ্টায় উন্নতি হতে পার।ে
নদ-নদীর অবস্থা (আজ সকাল ০৯:০০ টা র্পযন্ত)
র্পযবক্ষেণাধীন পানি সমতল স্টশেন ৯৩ বগিত ২৪ ঘন্টায় পানি সমতল অপরর্বিততি ০২
বগিত ২৪ ঘন্টায় পানি সমতল বৃদ্ধি ৩৯ মোট তথ্য পাওয়া যায়নি ০১
বগিত ২৪ ঘন্টায় পানি সমতল হ্রাস ৫২ বপিদসীমার উপরে ২১
বপিদসীমার উপর দয়িে প্রবাহতি স্টশেন (০৫ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ/ ২০ জুলাই ২০১৯ খৃঃ সকাল ৯.০০ টার তথ্য অনুযায়ী): 
জলোর নাম পানি সমতল স্টশেন নদীর নাম বগিত ২৪ ঘন্টায়
বৃদ্ধ(ি+)/হ্রাস(-) (স.েম.ি) বপিদসীমার উপরে (স.েম.ি)
সলিটে শরেপুর-সলিটে কুশয়িারা -০৩ +৩৫
সুনামগঞ্জ সুনামগঞ্জ সুরমা -০৯ +২১
হবগিঞ্জ দরিাই পুরাতন সুরমা -০৩ +০২
ব্রাহ্মণবাড়য়িা ব্রাহ্মণবাড়য়িা ততিাস +০৪ +২০
চাঁদপুর চাঁদপুর মঘেনা -০৮ +১০
কুড়গ্রিাম কুড়গ্রিাম ধরলা -৩১ +৫৭
নুনখাওয়া ব্রহ্মপুত্র -৩৩ +৫৩
চলিমারী ব্রহ্মপুত্র -২৬ +৮৭
গাইবান্ধা ফুলছড়ি যমুনা -১৮ +১২৯
গাইবান্ধা ঘাঘট -১৯ +৬৯
জামালপুর বাহাদুরাবাদ যমুনা -২১ +১৩৭
জামালপুর পুরাতন ব্রহ্মপুত্র +১৮ +১৫
বগুড়া সারয়িাকান্দি যমুনা -১০ +১১৬
চকরহমিপুর করতোয়া +৩২ +০৩
সরিাজগঞ্জ কাজপিুর যমুনা -১০ +১১১
সরিাজগঞ্জ যমুনা -০৬ +৯৩
বাঘাবাড়ি আত্রাই +১৪ +৮০
মানকিগঞ্জ আরচিা যমুনা +১২ +৪২
রাজবাড়ী গোয়ালন্দ পদ্মা +১২ +৬৭
মুন্সগিঞ্জ ভাগ্যকূল পদ্মা +০৫ +২৮
 
বৃষ্টপিাতরে তথ্যঃ 
গত ২৪ ঘন্টায় বাংলাদশেে উল্লখেযোগ্য বৃষ্টপিাত (গত কাল সকাল ০৯:০০ টা থকেে আজ সকাল ০৯:০০ টা র্পযন্ত) : নইে
স্টশেন বৃষ্টপিাত (ম.িম.ি) স্টশেন বৃষ্টপিাত (ম.িম.ি) স্টশেন বৃষ্টপিাত (ম.িম.ি)
লাটু ৬৫.০ জকগিঞ্জ ৪০.০ - -
 
বন্যা সংক্রান্ত তথ্য: 
 
জলো প্রশাসনরে কাছ থকেে প্রাপ্ত তথ্য অনুযায়ী বন্য পরস্থিতিি নম্নিে প্রদান করা হলো: 
 
১।   চট্টগ্রাম
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
জলো প্রশাসক, চট্টগ্রাম তার দপ্তররে স্মারক নং ০৫.৪২.১৫০০.২১১.৯৬.০০৬.১৯ (অংশ-১).৪৯১, দারখি- ১৮.০৭.২০১৯খ্রঃি মুলে জানান য,ে গত ১৪/০৭/২০১৯খ্রঃি তারখি হতে তার জলোয় বৃষ্টপিাত না থাকায় সাঙ্গু নদী (বান্দরবান), সাঙ্গু নদী (দোহাজারী, চট্টগ্রাম), হালদা নদী (নারায়নহাট), হালদা নদী (পাঁপুকুরয়িা) এবং র্কণফুলি নদীর কালুঘাট পয়ন্টেে পানি বপিদসীমার অনকে নচি দয়িে প্রবাহতি হচ্ছ।ে ফলে এলাকাসমুহরে পানি পুরাপুরি সরে যাওয়ায় ৩৬৫টি আশ্রয়কন্দ্রেে আশ্রতি ৪২৪১০ জন মানুষ স্ব স্ব বাসস্থানে ফরেত গছে।ে
 
 (খ) র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে) ঢউেটনি ও গৃহ নর্মিাণ মঞ্জুরী
১৮,০০,০০০ 
(আঠার লক্ষ) ৯০০ (নয় শত) ৪,০০০ 
(চার হাজার) ৫০০ (পাঁচ শত) ১০০ বান্ডরি ও 
৩ লক্ষ টাকা
২। কক্সবাজার  
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য: 
জলো প্রশাসক, কক্সবাজার তার র্কাযালয়রে পত্র ৫১.০১.২২০০.০০০.৪১.০১৩.১৯-৫৩৮, তারখিঃ ১৮/০৭/২০১৯খ্রঃি মূলে জানান য,ে তার জলোয় গত ৩দনি যাবত আকাশ রৌদ্রজ্জল রয়ছে।ে বৃষ্টপিাত হয়ন।ি এ জলোধীন সকল নদীর পানি বপিদসীমার ৩ মটিার নচি দয়িে প্রবাহতি হচ্ছ।ে লোকালয় থকেে পানি নমেে গছে।ে জনসাধারণরে জীবনযাত্রা স্বাভাবকি হয়ছে।ে র্সাবকি পরস্থিতিি ভাল রয়ছে।ে
 
(খ) র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণঃ
 
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে)
৮,০০,০০০  (আটলক্ষ) ৭০০ (সাত শত) ৪০০০ (চার হাজার) ৫০০ (পাঁচ শত)
 
৩। বান্দরবান
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:  
ভারপ্রাপ্ত জলো প্রশাসক, বান্দরবান টলেফিোনে জানান, তার জলোর বন্যার পানি নমেে গছে।ে
 
(খ) র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে)
৭,৫০,০০০ (সাত লক্ষ পঞ্চাশ হাজার) ৪৫০ (চার শত পঞ্চাশ) ২,০০০ (দুই হাজার) ৫০০ (পাঁচ শত)
 
৪। খাগড়াছড়ি 
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য: 
জলো প্রশাসক, খাগড়াছড়ি তার  র্কাযালয়রে স্মারক নম্বর ৫১.০১.৪৬০০.০০০.৪১.০৬৭(১).১৯.৩০৮ তারখি ১৮/০৭/২০১৯ মূলে জানান য,ে র্বতমানে বন্যার পানি নমেে গছে,ে আশ্রয়কন্দ্রেরে ছড়েে লোকজন নজি নজি বাড়ীঘরে ফরিে গছে।ে র্সাবকি পরস্থিতিি স্বাভাবকি।
 
(খ) র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
 
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৩,০০,০০০ (তনি লক্ষ) ৩০০ (তনি শত) -
 
৫।  রাংগামাটি
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
জলো প্রশাসক, রাংগামাটি তার র্কাযালয়রে স্মারক নং ৫১.০১.৮৪০০.২১৫.০৬.০০১.১৯.৪৩৬, তারখিঃ ১৮/০৭/২০১৯খ্রঃি মুলে জানান য,ে গত ১৬/০৭/২০১৯খ্রঃি তারখি হতে রাংগামাটি র্পাবত্য জলোয় রৌদ্রজ্জল আবহাওয়া  বরিাজ করছে এবং কোন বৃষ্টপিাত হয়ন।ি অতবিৃষ্টি ও পাহাড়ী ঢলরে কারণে সৃষ্ট আকস্মকি বন্যার পানি সর্ম্পূণ রুপে নমেে গছে।ে জলো ও উপজলো র্পযায়ে স্থাপতি আশ্রয়কন্দ্রেসমূহে আর কউে অবস্থান করছনে না। র্বতমানে জলোর র্সাবকি পরস্থিতিি সর্ম্পূণ স্বাভাবকি রয়ছে।ে 
(খ) র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
 
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে)
১০,০০,০০০ (দশ লক্ষ) ৭০০ (সাতশত) ২০০০ (দুই হাজার) ৫০০ (পাঁচশত)
 
৬।  ফনেী
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ  
জলো প্রশাসক, ফনেী তার  র্কাযালয়রে স্মারক নম্বর ৫১.০১. ৩০০০.০০০.৪১.০৯৩.১৯.৪০১ তারখি ১৯/০৭/২০১৯ মূলে প্ররেতি প্রতবিদেনরে র্সাবকি বন্যা পরস্থিতিি কলামে উল্লখে করনে য,ে ফনেী জলোয় বন্যা না থাকায় স্বাভাবকি অবস্থা বরিাজ করছ।ে 
 
(খ) র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৭,৫০,০০০ (সাত লক্ষ পঞ্চাশ হাজার) ৪৫০ (চারশত পঞ্চাশ ) ৪০০০ (চার হাজার) 
 
৭। ব্রাহ্মণবাড়ীয়া 
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য: 
জলো প্রশাসক, ব্রাহ্মণবাড়ীয়া তার  র্কাযালয়রে স্মারক নম্বর ৫১.০১.১২০০.০০০.১৪.০০৬.১২.৩২৬ তারখি ১৯/০৭/২০১৯ মূলে প্ররেতি প্রতবিদেনে উল্লখে করনে য,ে তার জলোয় হাওড়া নদী বপিদসীমার ১.১৫ মটিার, ততিাস আখাউড়া ০.৯৯ মটিার, পুরুলয়িা এন্ডারসন ১.৩৬ মটিার, পুরলয়িা গৌনঘাট ০.৩৬ মটিার, ততিাস নবীনগর ০.১৬ মটিার ততিাস আজবপুর ০.০৬ মটিার, মঘেনা ২.১০ মটিার নচি দয়িে প্রবাহতি হচ্ছ।ে জলো প্রশাসক, ব্রাহ্মণবাড়ীয়া অদ্য টলেফিোনে জানান য,ে তার জলোর বন্যর পানি নমেে গছে।ে  পরস্থিতিি স্বাভাবকি।
 
(খ) র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
 
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে) ঢউেটনি ও গৃহ নর্মিাণ মঞ্জুরী
- ২০০ (দুইশত) - - ২০০ বান্ডলি ও ৬ লক্ষ টাকা
 
৮। সলিটে  
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
 
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
জলোর কুশয়িারা নদী শরেপুর পয়ন্টেে বপিদসীমার ৩৫ স.েম.ি উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে
 
অন্যান্য সকল পয়ন্টেে সুরমা ও কুশয়িারা নদীর পানি বপিদসীমার নীচ দয়িে প্রবাহতি হচ্ছ।ে * ক্ষতগ্রিস্ত উপজলোঃ ১৪টি (গোয়াইনঘাট, জন্তৈাপুর, কোম্পানীগঞ্জ, ফঞ্চেুগঞ্জ, বালাগঞ্জ ও কানাইঘাট  সলিটে সদর, জকগিঞ্জ, বশ্বিনাত, গোলাপগঞ্জ, বযিানীবাজার, ওসমাননিগর, দক্ষণি সুরমা, সলিটে সটিি র্কপোরশেন) 
* ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ৭৯টি 
* ক্ষতগ্রিস্ত পৌরসভাঃ ৩টি
* ক্ষতগ্রিস্ত গ্রাম- ৮২৯টি
* ক্ষতগ্রিস্ত পরবিার (সর্ম্পূণ) ৬৫২০ট,ি আংশকি- ৭৪,৬৫১টি
* ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ৩৩৩০৩ জন (সর্ম্পূণ), ৩,৬৩,৭৯০ জন (আংশকি)
* ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি সর্ম্পূণ ১,৯৯২ ট,ি আংশকি ২০,৯৪৯টি
* ক্ষতগ্রিস্ত ফসল- ৩৯৬০ হঃে (আং), 
* মৃত হাস-মুরগী- ৯৫টি
* ক্ষতগ্রিস্ত শক্ষিা প্রতষ্ঠিান- ৮৯টি (আং)
* ক্ষতগ্রিস্ত রাস্তা ৪ কঃিমঃি (সর্ম্পূণ), ৩৩৫.৬ কঃিমঃি (আংশকি)
* ক্ষতগ্রিস্ত ব্রীজ/কালর্ভাট- ৫টি - বগিত ২৪ ঘন্টায় সব কয়টি নদীর পানি হ্রাস পয়েছে।ে
বন্য পরস্থিতিরি উন্নতি হচ্ছ।ে
 
(খ) র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে)
৮,০০,০০০ (আট লক্ষ) ৬০০ ( ছয়শত) ৫,০০০ (চার হাজার) ৫০০ (পাঁচ শত)
 
৯। সুনামগঞ্জ
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
 
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
সুরমা নদীর পানি বপিদসীমার ২১ সঃেমঃি উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে নদীর পানি কমছে।ে ১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ১১টি 
২। প্লাবতি ইউনয়িনঃ ৬৭ টি
৩। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ১,৫৩,৭৮৫ জন (আংশকি)
৪। ক্ষতগ্রিস্ত পরবিার- ৩০,১৩৪ (আংশকি)
৫। ক্ষতগ্রিস্ত ঘরবাড়-ি ৭,০৭৫টি (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত ফসলি জমঃি ৯৯৩হঃে (সর্ম্পূণ), ১২৫ হঃে (আংশকি)
৭। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান (শক্ষিা/র্ধমীয়)- ৫৫৫টি (আংশকি)
৮। ক্ষতগ্রিস্ত রাস্তা- ৮১৮.১৪কঃিমঃি, 
৯। ক্ষতগ্রিস্ত ব্রীজ/কালর্ভাট- ৯৬ট।ি
- আশ্রয়কন্দ্রেরে সংখ্যা-১২২ টি
 
আশ্রয়কন্দ্রেরে বশেরি ভাগ লোকজন নজি বাড়ীঘরে ফরিে গছেনে। র্বতমানে ২২৬ জন লোক আশ্রয়কন্দ্রেে অবস্থান করছনে।
 
মডেকিলে টমি- ১২২টি
 
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে)
২০,০০,০০০ (বশি লক্ষ) ৯০০ (নয় শত) ৯,০০০ (সাত হাজার) ৫০০ (পাঁচ শত)
 
১০। হবগিঞ্জ
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
ক্রমাগত বন্যা পরস্থিতিরি উন্নতি হচ্ছ।ে ক্ষয়ক্ষতরি পরমিাণ বৃদ্ধি পায়ন।ি
১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ২টি (নবীগঞ্জ, বাহুবল)
২। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ৪টি
৩। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ৫৪টি
৪। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ১,০২৫ টি (স্মর্পূণ), ১৪০৩টি (আংশকি)
৫। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ৫,০০৭ জন (সর্ম্পূণ), ৬,৯১৮ জন (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি ২,৩৩৩ টি (আংশকি)
৭। ক্ষতগ্রিস্ত ফসলহানীঃ ১৫.৫ হক্টের (সর্ম্পূণ), ৬.৫ হক্টের (আংশকি)
৮। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান (শক্ষিা/র্ধমীয়): ১১টি (আংশকি)
৯। ক্ষতগ্রিস্ত যোগাযোগ ব্যবস্থাঃ ১০ ক:িমি (সর্ম্পূণ), ১৭.৫ কঃিমঃি (আংশকি)
১০। ক্ষতগ্রিস্ত ব্রজি/কালর্ভাটঃ ১টি
১১। ক্ষতগ্রিস্ত বাঁধঃ ১,০০০ ক:িমি (আংশকি) নাই আশ্রয়কন্দ্রেরে সংখ্যা- ০৫টি
আশ্রতি লোকসংখ্যা- ৪৮৫ জন
বাহুবল উপজলোয় বন্যা হয়নি তবে বাঁধ ভংেগে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়ছে।ে র্বতমানে বাঁধরে ভাংগা স্থানটি মরোমত করে পানি প্রবশে বন্ধ করা হয়ছে।ে
 
 
(খ) র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
 
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৮,০০,০০০ (আট লক্ষ) ৫০০ (পাঁচ শত) ১,০০০ (এক হাজার)
 
১১।  মৌলভীবাজার 
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
পানি কমতে থাকায় বন্যা পরস্থিতিরি উন্নতি হচ্ছ।ে ১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ৫টি
২। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ২০ টি
৩। ক্ষতগ্রিস্ত পৌরসভা- ১ট
৪। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ১৫৮ টি
৫। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ০৭ টি (সর্ম্পূণ), ১২,৭৮০ টি (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ৫৮,৯১৮ (আংশকি)   
 
৭। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি ৭টি (সর্ম্পূণ) ৩,২৬২ টি (আংশকি)
৮। ক্ষতগ্রিস্ত ফসলি জমঃি ১৯৬ হক্টের (আংশকি)
৯। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান (শক্ষিা/র্ধমীয়): ৩৩ টি (আংশকি)
১০। ক্ষতগ্রিস্ত রাস্তাঃ ৯১ ক:ি ম:ি (আংশকি), ৫ ক:ি ম:ি (সর্ম্পূণ)
১১। ক্ষতগ্রিস্ত বাঁধঃ ২৩০ ক:ি ম:ি (আংশকি)
১২। ক্ষতগ্রিস্ত টউিবওয়লেঃ ৭৮৮ টি নাই আশ্রয়কন্দ্রে ০২ট,ি 
আশ্রতি লোকসংখ্যা- ১৩০ জন।
 
মডেকিলে টমি ৫৩টি
 
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
 
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) 
৯,৫০,০০০ (নয় লক্ষ পঞ্চাশ হাজার ) ৮৫০ (আটশত পঞ্চাশ ) ২,০০০ (দুই হাজার)
 
১২। নত্রেকোনা
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
 
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
জলোর সোমশ্বেরী নদীর কলমাকান্দা পয়ন্টে গত ২৪ ঘন্টায় ১৪ স:ে ম:ি পানি হ্রাস পয়েে র্বতমানে বপিদসীমার ৩৯ স:ে ম:ি উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে 
১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ৬টি 
২। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ৩২টি
৩। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ২৬৪ টি
৪। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ১৮,৫২৭টি (আংশকি)
৫। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ৯৩,১০৫ জন (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ীঃ ১,৪৩০টি (আংশকি)
৭। ক্ষতগ্রিস্ত ফসলি জমঃি ১৯৮ হঃে (বীজতলা), ১৩২ হক্টের (সবজ)ি
৮। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান (শক্ষিা/র্ধমীয়): ১৫৭ টি
৯। ক্ষতগ্রিস্ত রাস্তা: ৩৩৩ ক:ি ম:ি
১০। ক্ষতগ্রিস্ত ব্রীজ/কালর্ভাটঃ ২টি
১১। ক্ষতগ্রিস্ত বাঁধঃ ৩ ক:ি ম:ি (আঃ)
১২। ক্ষতগ্রিস্ত টউিবওয়লেঃ ৫৫০টি - আশ্রয় কন্দ্রে ৩৩টি
মডেক্যিলে টমি ৩২টি
বন্যকবলতি এলাকার লোকজন নজিরে বসত বাড়তিে ফরিে গছে।ে
র্বতমানে  বন্যা পরস্থিতিি অনকেটা উন্নতরি দকি।ে
 
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
 
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে)
১০,০০,০০০ (দশ লক্ষ) ৬০০ (ছয় শত) ৪,০০০ (চার হাজার) ৫০০ (পাঁচ শত)
 
১৩। শরেপুর
(ক) বন্যা পরস্থিতিরি তথ্যঃ
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
ব্রহ্মপুত্র নদরে পানি বৃদ্ধি পয়েে বপিদসীমার উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে চল্লোখালী, ভোগাই, নাকুয়াগাঁও পয়ন্টেে পানি কমছে।ে ১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ০৫টি
২। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ ৩৫টি
৩। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ১৭২ টি
৪। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ১১,৪১০টি (আংশকি)
৫। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ৬৩,০০০ জন (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ঃি ৫৭৫ টি (আংশকি)
৭। ক্ষতগ্রিস্ত ফসলি জমঃি ৩,১০৭ হক্টের (আংশকি)
৮। ক্ষতগ্রিস্ত প্রতষ্ঠিান (শক্ষিা/র্ধমীয়): ৬৯টি (আংশকি)
৯। ক্ষতগ্রিস্ত রাস্তাঃ ১৫৩ ক:ি ম:ি (আংশকি)
১০। ক্ষতগ্রিস্ত বাঁধঃ ২.৭ ক:ি ম:ি (আংশকি)
১১। ক্ষতগ্রিস্ত টউিবওয়লেঃ ৬৫টি নাই ১। মডেকিলে টমি: ৫৭টি
 
(খ) র্দুযোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ত্রাণরে ববিরণ:
 
জআির ক্যাশ (টাকা) জআির চাল (মঃেটন) শুকনা ও অন্যান্য খাবার  (র্কাটুন) তাঁবু (সটে)
- ২০০(দুইশত) - -
 
১৪। টাংগাইল
(ক) বন্যা পরস্থিতিরি তথ্য:
বন্যা পরস্থিতিরি ববিরণ ক্ষয়ক্ষতরি ববিরণ প্রাণহানরি সংখ্যা মন্তব্য
ধলশ্বেরী নদীর পানি এলাশনিঘাট পয়ন্টেে বপিদসীমার ১.৩০ মটিার উপর প্রবাহতি হচ্ছ।ে
কালহিাততিে যমুনা নদীর পানি বপিদসীমার ০.৭৯ মটিার উপর দয়িে এবং  ভূয়াপুর সুইচ গটে পয়ন্টেে যমুনা নদীর পানি বপিদসীমার ১.০১ মটিার স.েম.ি উপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে ১। ক্ষতগ্রিস্ত উপজলোঃ ০৬টি
২। ক্ষতগ্রিস্ত ইউনয়িনঃ সঃ ২টি ৩২টি আঃ
৩। ক্ষতগ্রিস্ত পৌরসভা ২টি
৪। ক্ষতগ্রিস্ত গ্রামঃ ১০৫ টি
৫। ক্ষতগ্রিস্ত পরবিারঃ ৫৬,৯৭১টি (আংশকি)
৬। ক্ষতগ্রিস্ত লোকসংখ্যাঃ ২,৫৫,০৯৭জন (আংশকি)
৭। ক্ষতগ্রিস্ত ঘরবাড়ী- ১৩৩০টি (সর্ম্পূণ), ২১৯৭৪টি (আংশকি)
৮। ক্ষতগ্রিস্ত ফসলি জমঃি ৩০৩৬ হক্টের (আংশকি)
৯। ক্ষতগ্রিস্ত রাস্তা ২৮ ক.িম.ি কাঁচা, সঃ, ১৪৫ আংশকি, পাকা র
Todays handout (9).docx Todays handout (9).docx