Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০১৯

তথ্যবিবরণী : ৭ মে ২০১৯

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৮৬২
এবিএম তালেব আলীর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক 
 
ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে) :
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর সাবেক রাজনীতি বিষয়ক উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবিএম তালেব আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 
সিঙ্গাপুরে অবস্থানরত মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
#
নাছের/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৮৬১
মেয়েদের কাজের পরিবেশ ও নিরাপত্তা প্রদান করা সরকারের দায়িত্ব
                                                        --- মোস্তাফা জব্বার
ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মেয়েদের কাজের সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা প্রদান করা সরকারের দায়িত্ব। 
মন্ত্রী আজ আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের এটুআই এর সভা কক্ষে এটুআই ও প্ল্যান ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত ‘গার্লস ইন আইসিটি ডে ২০১৯’ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
এটুআই এর প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসা, বেসিস-এর সিনিয়র সহসভাপতি ফারহানা এ রহমান, প্ল্যান বাংলাদেশ এর ডিপুটি কান্ট্রি ডিরেক্টর লরা কারিয়াডো লাইফিউন্তে ও গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি।
মোস্তাফা জব্বার বলেন, মানব সভ্যতার শুরু হয়েছিল একটি মাতৃতান্ত্রিক সময়ের মধ্য দিয়ে। সে সময় মায়েরা প্রধান ছিল, নেতৃত্ব দিত, মায়েরাই পুরুষ কিংবা প্রতিটি সন্তনকে আদর যতœ দিয়ে বড় করে তোলে। মায়েরা আছে বলেই পৃথিবী এখনও বসবাসযোগ্য রয়েছে। বর্তমানে মেয়েদের আধিপত্যের সময় বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মেধা, মনন ও সভ্যতায় মেয়েরা ছেলেদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে। পরীক্ষা পাসের হারে, জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে। মেয়েরা যেখানে কাজ করার সুযোগ পেয়েছে, পরিবেশ পেয়েছে সেখানে অসাধ্য সাধন করেছে। তিনি ভয়ভীতি উপেক্ষা করে সামনে এগিয়ে আসার জন্য মেয়েদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী পরে ‘উইমেনস ইনোভেশন ক্যাম্প ২০১৮’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রাইজমানি প্রদান করেন এবং নারী ও মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট  িি.িসিয.রবিষষনবরহম.ড়ৎম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
#
শহিদুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮১৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৮৬০
চীন - বাংলাদেশের সম্পর্ক প্রাচীন
                       --- কৃষিমন্ত্রী
ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে) :
বাংলাদেশ-চীন মৈত্রী নতুন কিছু নয়, এ সম্পর্ক প্রাচীন। ঢাকা-বেইজিংয়ের হাজার বছরের ঐতিহ্যবাহী সম্পর্ক। বাংলাদেশের উন্নয়নে অন্যতম সহযোগী চীন। আন্তর্জাতিক সম্পর্ক, কৃষি, বিনিয়োগ এবং শিল্প-বাণিজ্যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের বিস্তার চায় সরকার। সত্তর দশকের প্রথমার্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের সঙ্গে যে সম্পর্কের সূচনা করেছিলেন  সেটা আরো বিকশিত করতে চান তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার।
আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে মন্ত্রণালয় তার অফিস কক্ষে চীনের ঠরপব গরহরংঃবৎ ড়ভ অমৎরপঁষঃঁৎব ধহফ জঁৎধষ অভভধরৎং ছট উড়হমুঁ সাক্ষাৎ করলে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়েও কথা হয়।  
চীন বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ করছে। আগামী দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হয়তো চমকে দেবে বিশ্ববাসীকে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হওয়ার কারণ হিসেবে ঠরপব গরহরংঃবৎ বলেন, এ দেশের ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক স্থিতিশীলতা, কর্মঠ ও বন্ধুসুলভ। কৃষির টেকসই উন্নয়নের জন্য চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে উল্লেখ্য করেন ঠরপব গরহরংঃবৎ।
#
গিয়াস/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮১০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৮৫৯ 
ধর্মের নামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিহত করা হবে
                                              --- ধর্ম প্রতিমন্ত্রী
ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে) :
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, ধর্মের নামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি ঘৃণ্য বিষয়। বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। সকলের সহযোগিতায় ধর্মীয় উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিহত করা হবে। 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় মোহাম্মদপুর সিবিসিবি সেন্টারে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘পালক-পুরোহিতগণের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক ধর্মের অনুসারীর নিকট তাঁর ধর্ম শ্রেষ্ঠ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র বিষয়। সব কিছুর ঊর্ধ্বে মানব ধর্ম যা প্রতিটি ধর্মের ক্ষেত্রে সত্য। প্রতিটি ধর্মের মূল বিষয়গুলোতে অনেক সাদৃশ্য রয়েছে। সে সাদৃশ্যগুলোকে অবলম্বন করে সম্প্রীতি বৃদ্ধি করতে হবে। 
শেখ আব্দুল্লাহ বলেন, বঙ্গবন্ধু ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত দেশের অসারতা বুঝতে পেরেছিলেন। তিনি সকল ধর্মের অনুসারীদের জন্য বাসযোগ্য ও নিরাপদ একটি দেশের স্বপ্ন দেখেছিলেন এবং বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে ধর্ম নিরপেক্ষতাকে সংযোজন করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ার নতুন স্লোগান হলো, ধর্ম যার যার,  উৎসব সবার- যা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবর্তন করেছেন। তিনি বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর অংশীদার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানসহ সকল ধর্মের অনুসারীগণ। 
প্রতিমন্ত্রী আরো বলেন, পালক-পুরোহিতগণ খ্রিস্টান ধর্মের মূল্যবোধ প্রচার করে তরুণ সমাজকে দেশ গড়ার সংগ্রামে উদ্বুদ্ধ করবেন এবং মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে যুক্ত করবেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্প্রীতির বন্ধনকে সৃদৃঢ় করতে সকল ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে অসংখ্য কর্মসূচি গ্রহণ করেছে। সকলের সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য জুয়েল আরেং এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সচিব নির্মল রোজারিও, ট্রাস্টি উইলিয়াম প্রলয় সমদ্দার। সভায় খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং উল্লেখযোগ্য সংখ্যক পালক-পুরোহিত অংশগ্রহণ করেন। 
#
আনোয়ার/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর :  ১৮৫৮
 
শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশ জমা দিল নেসলে বাংলাদেশ
 
ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে) :
 
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ এক কোটি ৫৬ লাখ টাকা জমা দিয়েছে নেসলে বাংলাদেশ লিমিটেড। 
আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সাথে নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা (উববঢ়ধষ অনবুরিপশৎবসধ) এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে গত ২০১৮ সালের কোম্পানির লাভের নির্দিষ্ট অংশ এক কোটি ৫৬ লাখ ২ হাজার ৩শ টাকার চেক হস্তান্তর করেন।
নেসলে বাংলাদেশ ২০০৯ সাল থেকে তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়ে আসছে। কোম্পানিটি এ পর্যন্ত এ তহবিলে ১০ কোটি ৫৬ লাখ ৩ হাজার টাকা জমা দিয়েছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি কোম্পানি বছর শেষে তাদের লাভের ৫ শতাংশের এক দশমাংশ এ তহবিলে জমা দেয়। এখন পর্যন্ত নেসলে বাংলাদেশসহ  ১২৬টি কোম্পানি তাদের লভ্যাংশের অর্থ জমা দিচ্ছে। এ অর্থ প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়। 
চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, নেসলে বাংলাদেশের ফাইনান্স এন্ড কন্ট্রোল ডিরেক্টর সন্দীপ সেথি, কর্পোরেট এফেয়ার্স ডিরেক্টর নকিব খান, লিগ্যাল এন্ড ট্যাক্স ডিরেক্টর দেবব্রত রায় চৌধুরী এবং পেরোল এন্ড বেনিফিট ম্যানেজার ফজলে রহিম মাসুম উপস্থিত ছিলেন।
#
 
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৭০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর :  ১৮৫৭
 
ট্রেনে ঢিল ছোড়া রোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রী
ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে) :
 
ট্রেনে ঢিল ছোড়া রোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন। 
 
রেলপথ মন্ত্রী আজ এক বিবৃতিতে বলেন, রেল একটি জাতীয় সম্পদ। এটি আরামদায়ক, সাশ্রয়ী ও নিরাপদ বাহন হিসেবে পরিচিত। কিন্তু কিছু দুষ্কৃতকারী চলন্ত ট্রেনে ঢিল মেরে নিরাপদ বাহনকে অনিরাপদ করে তুলছে। ঢিলের আঘাতে অনেক যাত্রী আহত এমনকি নিহত হচ্ছে। এতে জানালার কাচ ভেঙে ট্রেনের যেমন ক্ষতি হচ্ছে তেমনি মানুষের জীবন বিপন্ন হচ্ছে।
 
সম্প্রতি স্পিকার ড. শিরীন শারমিন  চৌধুরীর ট্রেনযোগে উত্তরাঞ্চল ভ্রমণের সময় দুষ্কৃতকারীর ছোড়া ঢিলে ট্রেনের কাচ ভেঙে যায়, তবে তিনি অক্ষত থাকেন। কিন্তু এ ঘটনায় কোচের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া গত রবিবার রাতে পদ্মা ট্রেনে ছোড়া পাথরের ঢিল ৪ বছরের শিশু জিশান ও তার মায়ের মাথায় লাগে এবং শিশুটি এখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এর আগে পাথরের আঘাতে মৃত্যু হয়েছে রেলের টিকিট চেকার শিকদার বায়েজিদ এবং প্রকৌশলী প্রীতি দাসের।
 
প্রায়শই বিভিন্ন গণমাধ্যমে রেলে ঢিল ছুড়ে জীবনহানি ঘটানো সহ রেলের ক্ষতিসাধনের সংবাদ জানতে পারায় এই বিষয় নিয়ে রেলপথ মন্ত্রণালয় খুবই উদ্বিগ্ন বলে জানান রেলপথ মন্ত্রী।
 
ঢিল ছোড়ার বিষয়ে রেলপথ মন্ত্রী জানিয়েছেন, ট্রেনে ঢিল ছোড়া একটি মারাত্মক অপরাধ। রেললাইন সংশ্লিষ্ট এলাকার জনগণকে তিনি সচেতন হওয়ার আহ্বান জানান এবং বলেন, এ রকম কোনো দুষ্কৃতকারী দেখামাত্র তাদেরকে ধরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করতে হবে। 
 
#
 
শরিফুল/মাহমুদ/এনায়েত/সঞ্জীব/সেলিম/২০১৯/১৭০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৫৬
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৮ মে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এবছর ৮ মে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটি উপলক্ষে আমি রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই দিবসে এবারের প্রতিপাদ্য  ‘খড়াব’ অর্থাৎ ‘ভালবাসা’ যা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে আমি মনে করি। 
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী বিপন্ন মানুষের পাশে থেকে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমাদের মুক্তিযুদ্ধকালীন এবং সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশের ক্রান্তিকালে সংগঠনটি যুদ্ধাহত মানুষের পাশে থেকে আর্ত-মানবতার কল্যাণে কাজ করেছে। এছাড়া সাইক্লোন, বন্যা, খরা, শৈত্যপ্রবাহ, অগ্নিকা-সহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে বিপন্ন মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রসমূহ দেশের চাহিদার প্রায় ১১ শতাংশ নিরাপদ রক্ত সরবরাহ করে থাকে যা জনগণের স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি আশা করি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের বহুমুখী সেবা ও সৃষ্টিশীল কর্মকা- সম্প্রসারণের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিম-লে বিভিন্ন মানবিক কর্মকা- বাস্তবায়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে অবদান রাখতে সক্ষম হবে।
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুন্যান্ট এর জন্মদিনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়ে থাকে। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আমি বিশ্ব বরেণ্য এ ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ভূ-রাজনৈতিক, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়গত বিভিন্ন কারনে বিশ্বব্যাপী যুদ্ধ-বিগ্রহ ও সংঘাত বেড়ে চলেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে সহিংসতার শিকার লক্ষ লক্ষ মানুষ আজ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। অসহায় ও বিপন্ন এসব মানুষের সেবায় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের কার্যক্রম আরো জোরদার হবে - এ প্রত্যাশা করি।
আমি ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
হাসান/অনসূয়া/রবি/নাছির/শামীম/২০১৯/১৪৩২ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৫৫
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে) : 
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ মুজিবুল হক এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, মোঃ কামরুল ইসলাম এবং মোঃ নজরুল ইসলাম চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
রাষ্ট্রায়াত্ত শিল্প সেক্টরসমূহে নতুন পে-স্কেল কার্যকারিতার বিষয়ে অগ্রগতি, রাষ্ট্রায়াত্ত পাটকলসমূহে কর্মরত শ্রমিকদের পাওনা বকেয়াদির এবং নৌসেক্টরে কর্মরত শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
পুরাতন ঢাকায় সংঘঠিত দুর্ঘটনার বিষয়ে মন্ত্রণালয় সম্পর্কিত গঠিত কমিটির প্রতিবেদন কার্যপরিধি অনুযায়ী সঠিক হয়নি বিধায় কার্যপরিধি অনুযায়ী একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদানের সুপারিশ করা হয়।
ঢাকায় অবস্থিত ৩টি আদালতের মধ্যে হতে ১টি শ্রম আদালত শ্রমঘন শিল্প এলাকা গাজীপুর জেলায় স্থানান্তরের সুপারিশ করা হয়।
রাষ্ট্রায়াত্ত পাটকলসমূহে কর্মরত শ্রমিকদের পাওনা ১৭ মে ২০১৯ মধ্যে শ্রমিকদের মজুির ফিক্সেসন সম্পন্ন করা এবং ১৮ মে ২০১৯ থেকে শ্রমিকদের অনুকূলে মজুরি স্লিপ প্রদান করার সুপারিশ করা হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পের বর্তমান অবস্থা এবং প্রকল্প পরিচালককে বৈঠকে উপস্থিতসহ একটি প্রতিবেদন প্রদানের সুপারিশ করা হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
স্বপন/অনসূয়া/নাছির/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৪২৩ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৫৪ 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকীতে তাঁর অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি।
রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি চেতনা ও মননের প্রধান প্রতিভূ। বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে তাঁর স্বাতন্ত্র্যচিহ্নিত ভূমিকা। তিনি আমাদের অন্যতম শ্রেষ্ঠ সংগীত¯্রষ্টা। চিত্রকর, সমাজচিন্তক এবং দার্শনিক হিসেবেও বিশেষ খ্যাত। সর্বোপরি, বাঙালি জাতীয়তাবোধের অন্যতম প্রধান রূপকারও তিনি।
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ বিশ্বজুড়ে আলোচনায় আসেন। তিনিই প্রথম অ-ইউরোপীয় হিসেবে বিশ্বসাহিত্যের এই সর্বোচ্চ স্বীকৃতিটি অর্জন করেন। তিনি ভারতীয় সংস্কৃতির বহুত্ববাদ, বৌদ্ধ ধর্মের অহিংস ও ইসলাম ধর্মের সুফিবাদ এবং বাংলার বাউলদের ভাববাদী চেতনার সমন্বয় সাধন করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন।
বর্তমান বিশ্বে মৌলবাদের উত্থান, জাতীয়তাবোধের সংকীর্ণতা, শ্রেণিবৈষম্য, জাতিতে-জাতিতে ও ধর্মে-ধর্মে হানাহানির কারণে রবীন্দ্রনাথ আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। রবীন্দ্রসাহিত্য আমাদের পাঠ করতে হবে প্রাত্যহিক জীবনবোধের আলোকে। তিনি তৎকালীন পূর্ববঙ্গে অর্থাৎ আজকের বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন একজন সমাজসংস্কারক হিসেবে। তিনি দরিদ্র প্রজাদের ভাগ্যোন্নয়নের জন্য সমবায় ব্যাংক প্রতিষ্ঠা, সমবায়নীতি ও কল্যাণবৃত্তি চালু করে তাদের ভেতর প্রণোদনা জাগিয়ে তুলতে চেয়েছেন। তাঁর প্রবর্তিত সমবায় ব্যাংক, ক্ষুদ্রঋণের প্রচলন পরবর্তীকালে গ্রামীণ উন্নয়নে একটি মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। 
পূর্ববঙ্গে রবীন্দ্রনাথের শিল্পীসত্তার সঙ্গে একাত্ম হয়েছে মানবিক সত্ত্বাও। ফলে সাধারণ বাঙালির দুঃখ-বেদনার কথক হিসেবে যে রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি তা পূর্ববঙ্গেরই সৃষ্টি। এসবের পাশাপাশি মানুষের প্রত্যক্ষ কল্যাণ কামনায় রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার বিভিন্ন পর্যায় নিয়ে ভেবেছেন। শিশুসহ নতুন প্রজন্মকে সুশিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন শান্তিনিকেতন। সেই সঙ্গে তিনি পুঁথিগত শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়েছেন। মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ শিক্ষার ক্ষেত্রে চিরকাল বিশ্বের জানালাকে খুলে দেয়ার কথা বলেছেন। তাঁর চিন্তার সঙ্গে আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটাতে পারলে আমরা একটা কার্যকর শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারব।
রবীন্দ্রনাথের বিশালতা এবং তাঁর সৃষ্টির অপূর্ব মাধুর্যকে অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করতে হলে রবীন্দ্র চর্চার বিকল্প নেই। আমি আশা করবো জগৎ-সংসারকে গভীরভাবে জানতে তরুণ প্রজন্ম রবীন্দ্র সাহিত্যে অবগাহন করবে, রবীন্দ্র চর্চায় থাকবে ব্যাপৃত। রবীন্দ্রচেতনার আলোকে সাম্য ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক-এ কামনা করি।
আমি ‘১৫৮তম রবীন্দ্র জন্মবার্ষিকী’ অনুষ্ঠানমালার সার্বিক সাফল্য কামনা করি। 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
হাসান/অনসূয়া/নাছির/রবি/জসীম/শামীম/২০১৯/১৪১৯ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৫৩
সুবীর নন্দীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে) : 
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রয়াত সুবীর নন্দীর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান।
এক শোক বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ গুণী শিল্পী তাঁর গান ও কর্মের মাধ্যমে সংগীতপ্রেমী মানুষের হƒদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
উল্লেখ্য, আজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুবীর নন্দী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পরপর তিনবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন সুবীর নন্দী।
#
ফয়সল/অনসূয়া/জসীম/শামীম/২০১৯/১৩৫৪ ঘণ্টা  
তথ্যববিরণী                                                                             নম্বর : ১৮৫২ 
সুবীর নন্দীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক 
ঢাকা, ২৪ বশৈাখ (৭ ম)ে :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
তথ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, দীর্ঘ ৪০ বছরের সংগীত জীবনে সুবীর নন্দী আড়াই হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রেও অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। এই গুণিশিল্পী চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একুশে পদকে ভূষিত হন। দেশের মানুষ তাঁকে ভুলবেনা।
মন্ত্রী প্রয়াত সুবীর নন্দীর আত্মার শান্তিকামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সুবীর নন্দী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
#
আকরাম/অনসূয়া/রবি/আসমা/২০১৯/১১৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৮৫১
 
কণ্ঠশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রিবর্গের শোক
 
ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে) : 
 
একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক; পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন; বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী; সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম  রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী; বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান; নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
 
বরেণ্য প্রয়াত এ সংগীত শিল্পীর সংগীত প্রতিভার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরা বলেন, সুবীর নন্দীর মতো এরকম একজন বড় মাপের শিল্পীকে হারিয়ে দেশ এক বিরল সংগীত প্রতিভাকে হারালো। দেশের সংগীত অঙ্গনে এটি অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর গানের মাধ্যমে সব শ্রেণির মানুষকে কাছে টেনে নিতে সক্ষম হয়েছিলেন। প্রখ্যাত এই সংগীত শিল্পী সুদীর্ঘ ৪০ বছরের সংগীত জীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে স্মরণীয় হয়ে আছেন। 
 
পৃথক পৃথক শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রিবর্গ সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
 
#
 
দীপংকর/মাহমুদ/অনসূয়া/রেজ্জাকুল/রফিকুল/সেলিম/২০১৯/১৭৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৫০ 
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে প্রধানমন্ত্রীর বাণী   
ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :  
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ৮ মে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।    
এবছর বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে 'খড়াব'। মানবকল্যাণে নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে ভালোবাসার বন্ধনে একত্রিত করে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে বিপন্ন মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।
সরকারের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠালগ্ন থেকে মানবসৃষ্ট ও প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এ সোসাইটি। দেশের দুর্যোগ ঝুঁকি চিহ্নিত করে দুর্যোগপূর্ব বহুমুখী কার্যক্রম গ্রহণের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সোসাইটির ভূমিকা দৃষ্টান্ত হিসেবে অনুসৃত হচ্ছে। 
মানবকল্যাণে গৃহীত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠীকে  সরকারের সহযোগী সংগঠন হিসেবে মানবিক সহায়তা প্রদান করে রেড ক্রিসেন্ট সোসাইটি যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত ফিল্ড হাসপাতাল ও ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পসমূহ উদ্বাস্তু এসব জনগোষ্ঠীর জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। 
সম্প্রতি ঢাকা শহরে সংঘটিত বিভিন্ন অগ্নিকা- মোকাবেলা এবং দেশে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে রেড ক্রিসেন্টের যুব সদস্যরা ফায়ার সার্ভিস ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করে যে কর্ম দক্ষতার পরিচয় দিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী সিদ্ধান্তে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ কর্মসূচি হিসেবে ১৯৭৩ সালে প্রবর্তিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপকূলীয় এলাকার জনগণের জানমাল রক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।        
আমি আশা করি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবকল্যাণে নেওয়া তাদের কার্যক্রমকে আরো সম্প্রসারিত করবে। এছাড়াও, দেশের দরিদ্র ও দুর্যোগ কবলিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এ মানবিক সংগঠটি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি গ্রহণের মাধ্যমে ব্যাপক অবদান রাখতে সক্ষম হবে বলে আমি মনে করি।               
আমি ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০১৯’ এর সার্বিক সাফল্য কামনা করছি।            
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
জাহিদ/অনসূয়া/রবি/জসীম/আসমা/২০১৯/১১৩০ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৪৯
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৪ বৈশাখ (৭ মে) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বসাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র। বাংলা ও বাঙালির অহংকার। প্রতিভা ও শ্রমের যুগলবন্দির সম্মিলনে রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ সব সাহিত্যকর্ম দিয়ে বাংলা সাহিত্যকে করেছেন ঐশ্বর্যম-িত। কালজয়ী এ কবি জীবন ও জগৎকে দেখেছেন অত্যন্ত গভীরভাবে যা তাঁর কবিতা, ছোটগল্প, উপন্যাস, নাটক, গীতিনাট্য, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সংগীত ও চিত্রকলায় সহ¯্রধারায় উৎসারিত হয়েছে। আবহমান বাংলার রূপ যেমন তাঁর সাহিত্য সৃষ্টিতে ভাস্বর হয়েছে, তেমনই মানবতাবাদী বাণী তাঁর সাহিত্যকে দিয়েছে অতুলনীয় মহিমা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সাহিত্য, সংগীত ও শিল্প মাধ্যমের প্রতিটি শাখায় তাঁর অনায়াস বিচরণ সত্যিই বিস্ময়কর। কবির সমস্ত সৃষ্টির মূলে নিহিত মানবতাবাদ তাঁকে বিশিষ্টতা দান করেছে। শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতির চিরন্তন সৌন্দর্য ও বৈচিত্র্যের সাধক।
ব্রিটিশবিরোধী আন্দোলন, চব্বিশ বছরের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে রবি ঠাকুরের লেখনী
Todays handout (7).docx Todays handout (7).docx