Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০১৯

তথ্যবিবরণী : 9 May 2019

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৮৮৭
বাজার তদারকি
বিভিন্ন অপরাধে ৩৪ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা
 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, বগুড়া, মাদারীপুর, শরীয়তপুর, যশোর, কক্সবাজার, খুলনা, জামালপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, নাটোর, কুমিল্লা, সিলেট, রংপুর, নরসিংদী, নওগাঁ, গাজীপুর, টাঙ্গাইল, মৌলভীবাজার, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, বরিশাল, চুয়াডাঙ্গা, ফেনী, ঝিনাইদহ, ময়মনসিংহ, দিনাজপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, মানিকগঞ্জ, মাগুরা, রাজবাড়ী, নেত্রকোণা, ভোলা, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ ও ফরিদপুরে বাজার তদারকি করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয় কর্তৃক মহাখালী, শেরে বাংলানগর, সেগুনবাগিচা, কেরাণীগঞ্জ, জিনজিরা এলাকায় বাজার তদারকি করে। বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে বিসমিল্লাহ ফুডসকে এক হাজার টাকা, বাবুলের ফলের দোকানকে এক হাজার টাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ১৩টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার ৫শ’ টাকা, ওজনে কারচুপির অপরাধে হোসেনের ফলের দোকানকে ৫শ’ টাকাসহ মোট ৯৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অপরদিকে প্রধান কার্যালয় ঢাকা মহানগরীর খিলগাঁও ও ওয়ারী এলাকায় পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে মোশারফ ফুডসকে ১০ হাজার টাকাসহ মোট ৪৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া দেশব্যাপী ৩৯টি বাজার তদারকির মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, ওজনে কারচুপি, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০৭টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৮২ হাজার ৭শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ২টি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ টাকা হিসেবে ৫শ’ টাকা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়েছে।
#
 
ফাহমিদা/ফারহানা/ইসরাত/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৯/২১১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                          নম্বর :  ১৮৮৬
 
বাণিজ্য মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক
বাজার নিয়ন্ত্রণে সমন্বিত অভিযান চলানোর সিদ্ধান্ত
                                           
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) : 
 
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরবরাহ স¦াভাবিক রাখতে সমন্বিত বাজার অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে বাজার অভিযানের সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, র‌্যাব, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
 
সিদ্ধান্ত অনুযায়ী পণ্যের বাজার নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে বাজার অভিযান পরিচালনা করবে যাতে একই বাজারে একাধিক প্রতিষ্ঠান অভিযান পরিচালনা না করে। সমন্বিতভাবে বাজার অভিযান পরিচালনা করলে কাজের গতি বাড়বে এবং বেশি বাজারে অভিযান পরিচালনা করা যাবে। বাজার যাতে কোনো অবস্থাতেই অস্থিতিশীল না হয়, সে দিকে কঠোর নজরদারি থাকবে। কোনো পণ্য যাতে অবৈধভাবে মজুত করে কৃত্রিম উপায়ে সংকট সৃষ্টি করা না হয়, সে দিকেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নজরদারি জোরদার করবে। 
 
বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে কমিটি গঠন করে বাজার মনিটরিং জোরদার করেছে। সভায় এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
 
#
 
বকসী/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/২০০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                           নম্বর : ১৮৮৫
 
বিএসটিআই’র অভিযানে ২১ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
                                           
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) : 
বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস, জুস ও শিশুখ্যাদ্য বিক্রয় করায় আলমাস সুপার শপসহ ২১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই)। আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়।  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অমান্য করে লাইসেন্স ব্যতীত ফার্মান্টেড মিল্ক (দই) বিক্রয়/বিতরণ করায় রাজধানীর খিলগাঁওয়ে আদি বিক্রমপুর সুইটস এন্ড বেকারি, সবুজবাগের হিমেল ডেইরি ফার্ম ও বিউটি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি এবং সরিষার তেলের লাইসেন্স গ্রহণ না করায় নরসিংদীর এ.আর এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
র‌্যাবের সহযোগিতায় ঢাকার কামরাঙ্গীর চর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নামবিহীন একটি সফট ড্রিকংস পাউডার এবং একটি আইস ললি ও চাটনি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সিলগালা এবং তাদের যাবতীয় মালামাল জব্দ করা হয়। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় নিউ মাকের্টে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে  মেয়াদোত্তীর্ণ খেজুর ও ফুড কালার বিক্রয় করার অপরাধে আল্লাহর দান স্টোর এবং সিরাজের ফলের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় নিউ মার্কেটের আমিরের সবজির দোকানকে পাঁচ হাজার টাকা এবং পোড়া তেলে ইফতার সামগ্রী তৈরি করায় নিউ বেইলি রোডের মীম বেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 
এছাড়া ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮ লঙ্ঘন করে কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় এলিফ্যান্ট রোডের সোনালী বেডিং হাউস; ক্যাশমেমোতে ইঞ্চির ব্যবহার করায় মেসার্স কেরি হোম ও মেসার্স হাসিনা ফেব্রিকস; মাংসের প্যাকেটে পণ্যের পরিচিতি, নাম, ওজন, মূল্য বাংলায় উল্লেখ না থাকায় ধানমন্ডির মেসার্স দেশি মিট; ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ধানমন্ডির মেসার্স গ্লোরিয়া জিন্স কফিজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিএসটিআই’র লাইসেন্সবিহীন ক্লে-ব্রিকস উৎপাদন করায় লক্ষীপুরের রাহুল রাতুন ব্রিকস ম্যানু এবং নোবাইদ ব্রিকস ম্যানু-এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। 
ওজন যন্ত্র সঠিক না থাকায় খুলনায় বয়রা বাজার এলাকার পাবনা মিষ্টি ঘর ও সাতক্ষীরা ঘোষ ডেইরির বিরুদ্ধে মামলা করা হয়। পাবনার ঈশ^রদীতে পাবনা দই ঘরকে লাইসেন্স না গ্রহণ করার অপরাধে মামলা দায়ের করা হয়। সিলেটের কালিঘাট এলাকায় আলী স্টোর ও বেনু স্টোরকে ওজন যন্ত্রে ভেরিফিকেশন সনদ না থাকায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  
  বরিশালের নতুর বাজারের নিউ আলাউদ্দিন সুইটসকে লাইসেন্সবিহীন বেকারি পণ্য বিক্রির অপরাধে মামলা দায়ের করা হয়। কুমিল্লার কান্দিরপাড়ের কুমিল্লা মিষ্টি ভা-ার এবং ঝাউতলা এলাকার মেসার্স দাওয়াত রেস্টুরেন্টকে লাইসেন্সবিহীন দই বিক্রি করার অপরাধে মামলা করা হয়। কান্দিরপাড়ের ভগবতী প্যারা ভা-ারকে ওজনযন্ত্রে ভেরিফিকেশন সনদ না থাকায় মামলা দায়ের করা হয়। 
#
মঈনুদ্ধীন/মাহমুদ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                          নম্বর :  ১৮৮৪
 
দেশের উন্নয়ন ও সমৃদ্ধির যে সোপান তৈরি হয়েছে 
তার প্রেরণাদাতা ছিলেন ওয়াজেদ মিয়া
                                     -- মোস্তাফা জব্বার
                                           
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) : 
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ড. ওয়াজেদ মিয়া একজন বিশিষ্ট বিজ্ঞানী হওয়া সত্বেও বাংলাদেশের মুক্তিয্ুেদ্ধ এবং বাংলাদেশের স¦াধীনতা অর্জনের ক্ষেত্রে তাঁর অবদান ছিল অসাধারণ ও অপরিসীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির যে সোপান তৈরি করেছেন এর প্রেরণাদাতা ছিলেন ড. ওয়াজেদ মিয়া। প্রধানমন্ত্রীর স্বামী হয়েও ওয়াজেদ মিয়া সাধারণ মানুষের মতো জীবন যাপন করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জামাতা হিসেবে বস্তুতপক্ষে যে পরিমাণ বা যেভাবে বিভিন্ন জায়গায় তাঁর উপস্থিতি প্রয়োজন ছিল তা তিনি সচেতনভাবে এড়িয়ে গেছেন। 
 
মন্ত্রী আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের বিসিসি’র মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।
 
মোস্তাফা জব্বার বলেন, একটি জাতির সামনে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে বিজ্ঞান চর্চা। ওয়াজেদ মিয়া বিজ্ঞান চর্চার ক্ষেত্রে পথ দেখিয়ে গেছেন। তিনি বলেন, আজকে আমরা যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলি, চতুর্থ বিপ্লবের কথা বলি তখন কিন্তু বিজ্ঞান চর্চার বিষয়টি সামনে চলে আসে। ড. ওয়াজেদ মিয়ার মতো মানুষের অনেক দরকার ছিল উল্লেখ করে তিনি বলেন, আশা করি আমাদের নতুন প্রজন্ম থেকে ড. ওয়াজেদ মিয়াকে অনুসরণ করার মতো আমরা অনেক সন্তান পাবো, যারা বিজ্ঞান চর্চা করবে, পৃথিবীর ডিজিটাল রূপান্তরে বলিষ্ঠ ভূমিকা রাখবে।  
 
জুনাইদ আহ্মেদ পলক বলেন, ড. ওয়াজেদ মিয়া শুধু দেশবরেণ্য বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন নির্লোভ, নিরহংকারী, সাহসী দেশপ্রেমিক, রাজনীতিবিদ ও দায়িত্বশীল স্বামী। ওয়াজেদ মিয়া ছিলেন তীক্ষè মেধাবী ছাত্র। ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হলের ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ওয়াজেদ মিয়ার শিক্ষা ও জ্ঞানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
 
#
 
শহিদুল/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৮৮৩
 ‘মুজিব বর্ষ’ সর্বোচ্চ আয়োজনে উদযাপন করা হবে
                            --- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে বছরব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে সকল মন্ত্রণালয়, সংস্থা এবং দেশের স্বাধীনতার সপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে মুজিব বর্ষ উদযাপন করবে। সরকার এ উপলক্ষে স্ট্যাচু অভ লিবার্টির আদলে জাতির পিতার প্রতিকৃতি তৈরি করবে। 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজ বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, মুজিব বর্ষ উদ্যাপনের অংশ হিসেবে মিত্র বাহিনী সদস্যদের ৫০০ সন্তানকে বৃত্তির ব্যবস্থা করা হবে। তাদের বাছাই করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে দায়িত্ব প্রদান করা হবে। জাতির পিতার জন্মশতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে স্মরণকালের সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হবে। বছরব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক জাতীয় দিবসসমূহ উদ্যাপনে জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও কর্মকে অধিক গুরুত্ব প্রদান করা হবে। দেশের বিভিন্ন স্থানে মুজিব মেলার আয়োজন করা হবে।
সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম আরিফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
সভায় মুজিব বর্ষ উদ্যাপনের অংশ হিসেবে খরনবৎধঃরড়হ ডধৎ ঐঁসধহরঃু অধিৎফ প্রদানের লক্ষ্যে বাছাই কমিটি গঠন করা হয়। মুজিব বর্ষ উদ্যাপনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তীতে পুনরায় সভা করে কর্মপরিল্পনা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
#
 
দীপংকর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৯৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৮৮২
অর্থমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে প্রভাবশালী ২০ দেশের তালিকায় আসছে বাংলাদেশ। ২০২৪ সালের মধ্যে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যেসব দেশ গুরুত্বপূর্ণ অবদান রাখবে তার মধ্যে বাংলাদেশ থাকবে। ঐ সময় বৈশ্বিক জিডিপির প্রবৃদ্ধিতে অবদান রাখবে এমন শীর্ষ ২০ দেশের তালিকায় ঢুকবে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি সেখানে ১শ ভাগের দশমিক ৯ ভাগ অবদান রাখবে। যেখানে বিশ্বের অন্যতম উন্নত দেশ কানাডার অবদানও একই। ভবিষ্যৎ বৈশ্বিক অর্থনীতি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লুমবার্গের এক বিশ্নেষণে বাংলাদেশের অর্থনীতির এ সম্ভাবনা উঠে এসেছে। 
আজ শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেন (উধহফধহ ঈযবহ)সহ বিশ্বব্যাংক প্রতিনিধিদল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করলে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা। তবে দেশের অগ্রযাত্রার যে গতি পরিলক্ষিত হচ্ছে তাতে আশা করা যায় এর পূর্বেই সে আশা পূর্ণ হবে। আশা করা যায় অচিরেই বাংলাদেশ জি-২০ দেশগুলোর অন্তর্ভুক্ত হবে।
বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, রোহিঙ্গ শরণার্থীদের সহযোগিতা, আর্থিক খাত সংস্কারের পদক্ষেপ, নারীদের কর্মস্থান ও নারী ক্ষমতায়নের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন।
 
#
 
তৌহিদুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                           নম্বর : ১৮৮১
 
ওয়াজেদ মিয়ার জীবন থেকে অনেক কিছু শেখার আছে
                                                -- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) : 
 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেছেন, ‘তিনি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ছিলেন, বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন, এর কোনো কিছুতেই তাঁর কোনো অহংবোধ প্রকাশ পায়নি। প্রজ্ঞাবান ও বিনয়ী এই মানুষটির জীবন থেকে অনেক কিছু শেখার আছে, যা নিয়ে আমরা নিজেদের উন্নত ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারি।’
 
আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। 
 
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রখ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরীর সভাপতিত্বে সভায় সাবেক খাদ্যমন্ত্রী সংসদ সদস্য এড. কামরুল ইসলাম ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য এড. শামসুল হক টুকু বিশেষ অতিথি হিসেবে এবং বিশিষ্ট অভিনেতা ও শিক্ষাবিদ ড. এনামুল হক, কণ্ঠশিল্পী রফিকুল আলম, আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, আক্তার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, অরুণা বিশ্বাস, দিনাত জাহান মুন্নী, কামাল চৌধুরী, শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ ড. এম এ ওয়াজেদ মিয়া স্মরণে বক্তব্য রাখেন। 
 
#
 
আকরাম/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৭১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৮৮০
২০২২ সালের মধ্যেই বাংলাদেশ জলাতঙ্কমুক্ত হবে
                        ---স্বাস্থ্যমন্ত্রী 
 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘জলাতঙ্ক একটি মারাত্মক ব্যাধি যা একবার হলে মৃত্যু অনিবার্য। সাধারণত কুকুরের কামড় থেকেই ৯০ ভাগ জলাতঙ্ক রোগ হয়। কিন্তু কুকুর আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে ও তারা প্রভুভক্ত প্রাণী; তাই কুকুর হত্যা করাও সম্ভব নয়। এ অবস্থায় জলাতঙ্ক রোগ যাতে না হতে পারে এবং কুকুরকেও যাতে হত্যা না করতে হয় তার জন্য কুকুরকে টিকা দেওয়ার মাধ্যমে দেশ থেকে জলাতঙ্ক সমস্যা একেবারে নির্মূল করা সম্ভব হবে। আজকের এই টিকাদান কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে আশা করা যাচ্ছে আগামী ২০২২ সালের মধ্যেই গোটা দেশ থেকে কুকুরের মাধ্যমে ছড়িয়ে পড়া জলাতঙ্ক রোগ নির্মূল করা সম্ভব হবে।’ 
আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম’ এর উদ্বোধনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
এ কার্যক্রমের আওতায় প্রায় বারো লাখ আটত্রিশ হাজার কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। আগামী ১৪ থেকে ২০ মে পর্যন্ত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে ব্যাপক হারে কুকুরের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। 
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক এবং প্রখ্যাত লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। 
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. উম্মে রুমান সিদ্দিকী, ডেপুটি প্রোগাম ম্যানেজার, জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. সানিয়া তহমিনা পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর এবং কুকুরের কামড় হ্রাসে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক ডা. বে-নজির আহমেদ, চেয়ারপারসন, রেবিস ইন এশিয়া ফাউন্ডেশন এবং প্রাক্তন পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর। 
#
 
মাইদুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৭১০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৮৭৯ 
দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির আন্তঃমন্ত্রণালয় সভা আজ ঢাকায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম তাজুল ইসলাম, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী, পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। 
সভাশেষে উপস্থিত সাংবাদিকদেরকে ব্রিফিংয়ে ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় ফণীর আগাম সতর্কতা হিসেবে সরকার পূর্ব প্রস্তুতি গ্রহণ করায় জানমালের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, প্রশাসন ও অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে ৩ মে সকাল ১০টা থেকে উপকূলীয় এলাকার জনসাধারণকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর কার্যক্রম শুরু করা হয় এবং সর্বমোট ১৬ লাখ ৪০ হাজার ৪১৭ জনকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর সম্ভব হয়। তিনি জানান ৬ মে পর্যন্ত বিভিন্ন জেলায় ১৪ হাজার ৫০ মেট্রিক টন চাল, ৩ কোটি ৬৩ লাখ টাকা, ৪১ হাজার প্যকেট শুকনা খাবার, ৪ হাজার বান্ডিল ঢেউটিন এবং ১ কোটি ২০ লাখ টাকার গৃহনির্মাণ মঞ্জুরি প্রদান করা হয়। 
প্রতিমন্ত্রী আরো বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ভোলায় ১ জন, নোয়াখালীতে ১ জন, লক্ষ¥ীপুরে ১ জন এবং বরগুনায় ২ জন  মোট ৫ জন নিহত হয় এবং ৬৩ জন আহত হয়। পটুয়াখালীতে ১৬৫টি গবাদি পশু নিখোঁজ যার অনেকগুলোর পরে খোঁজ পাওয়া যায়। ২ হাজার ৩৬৩টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং ১৮ হাজার ৬৭০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড় ফণীতে আক্রান্ত ফসলি জমির পরিমাণ ৬৩ হাজার ৬৩ হেক্টর এবং মোট ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ১ হাজার ৮০৪ হেক্টর।  প্রতিমন্ত্রী আরো জানান, পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধের পরিমাণ ২ হাজার ১৯৫ কিলোমিটার এবং প্লাবিত গ্রামের সংখ্যা ৩৬টি।
#
 
সেলিম হোসেন/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৭০০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                          নম্বর :  ১৮৭৮
মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়িত না হলে স্বাধীনতা অর্থবহ হবে না
                                     --- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ বাস্তবায়িত না হলে স্বাধীনতা অর্থবহ হবে না। দেশের মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক মুক্তি একসাথে অর্জিত হলেই কেবল মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ বাস্তবায়িত হবে। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকারী প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও লক্ষ্য সফলভাবে বাস্তবায়ন করে চলছে। সরকারের এ কর্মপ্রয়াসে সবাইকে এগিয়ে আসতে হবে। 
মন্ত্রী আজ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, স্বাধীনতা শুধু নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের সফলতার পরিণাম নয়, জাতির পিতা ২৪ বছর যাবত পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতার ক্ষেত্র প্রস্তুত করেছেন। পাকিস্তানিদের সকল প্রকার শোষণ, বৈষম্য ও অন্যায়ের প্রতিবাদের চূড়ান্ত পরিণতি আমাদের স্বাধীনতা। 
মোজাম্মেল হক বলেন, ডেফোডিল ইউনিভার্সিটি মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদানের মাধ্যমে বিনামূল্যে শিক্ষা লাভ করার সুযোগ দিয়ে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও অনুরূপ কল্যাণকর উদ্যোগ বাস্তবায়ন করা প্রয়োজন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সমুন্নত রাখতে এ ধরণের অনুষ্ঠান বেশি করে আয়োজন করতে হবে। 
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, এলাইড হেল্থ সাইন্সেস বিভাগের ডিন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আহমেদ ইসমাইল মোস্তফা, ইংরেজি বিভাগের এসোসিয়েট প্রফেসর বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, বীর-মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মাহমুদুল হাসান প্রমুখ। 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, মুক্তিযোদ্ধা শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত ও নৃত্য নাট্য পরিবেশন করা হয়।
#
 
দীপংকর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৬৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৭৭ 
জাতীয় সংসদ কর্তৃক গৃহীত তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ৩ (তিন) টি বিলে আজ তাঁর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন : 
 
বিল তিনটি হলো, উদ্ভিদের জাত সংরক্ষণ বিল-২০১৯, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ বিল-২০১৯ এবং বীমা কর্পোরেশন বিল-২০১৯।
#
 
তারিক/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫১১ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৭৬ 
ঈদে স্পেশাল সার্ভিস পরিচালনা করবে বিআরটিসি
                         - মহাসড়ক বিভাগের সচিব
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
প্রতিবছরের ন্যায় এবারও ঈদে স্পেশাল সার্ভিস পরিচালনা করবে বিআরটিসি। এবারে বিআরটিসি’র বহরে আরো দেড় শতাধিক নতুন ক্রয়কৃত বাস যুক্ত হবে। এছাড়া কোথাও যানজট কিংবা পরিবহনের সংকট দেখা দিলে তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় বিআরটিসি’র অতিরিক্ত বাস প্রস্তুত রাখা হবে।
আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘœ করতে এক প্রস্তুতি সভায় এসকল সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান, আসন্ন ঈদুল ফিতরের আগের তিনদিন সড়ক-মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের আগের সাতদিন এবং পরের পাঁচদিন সারাদেশে সিএনজি স্টেশনগুলো চব্বিশ ঘন্টা খোলা রাখার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে। জনগণের ঈদযাত্রা নির্বিঘœ করতে সকল শ্রেণির মহাসড়ক ঈদের সাতদিন আগে চলমান মেরামতকাজ শেষ করা হবে। সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে বিআরটিএ’র মোবাইল কোর্ট কার্যকর থাকবে। তাছাড়া অন্যান্য বছরের তুলনায় এ বছর সড়ক-মহাসড়ক অপেক্ষাকৃত ভাল। তাই এবার ঘরেফেরা মানুষের যাতায়াত অধিকতর স্বস্তিদায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্রিফিং-এ সচিব জানান, যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণে রাজধানীর টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভিজিল্যান্স টিম কার্যকর থাকবে। ঈদের আগের দিন যাত্রীদের অধিক চাপ নিয়ন্ত্রণে গার্মেন্টসসমূহ ধাপে ধাপে ছুটি দেয়ার জন্য বিজিএমইএ’কে অনুরোধ করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঈদের আগে তিনদিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকলেও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, গার্মেন্টস সামগ্রী, পঁচনশীল দ্রব্য, ঔষধ এবং জ্বালানি বহনকারী যানবাহনসূহ এর আওতামুক্ত থাকবে ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘœ রাখতে টোলপ্লাজাসমূহের সকল বুথ চালু রাখা হবে। কঠোরভাবে ২২টি জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার অটোরিকশা এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিএ’র চেয়াম্যান মো. মশিয়ার রহমান ছাড়াও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বাং
Todays handout (9).docx Todays handout (9).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon