Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মে ২০১৯

তথ্যবিবরণী ১৬/০৫/২০১৯

তথ্যবিবরণী                                                                          নম্বর :  ১৯৫৭
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে অভাবনীয় সাফল্য এসেছে
                                                                                 -- পররাষ্ট্রমন্ত্রী
 
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) : 
 
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন,  ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশে অভাবনীয় সাফল্য এসেছে। মাথাপিছু আয় গত কয়েক বছরে কয়েকগুণ বেড়েছে।  বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ গুণ বেড়েছে। বর্তমানে অতি দারিদ্র্যের হার শতকরা ১১ ভাগ। আগামী পাঁচবছরে তা শতকরা পাঁচভাগে নামিয়ে আনা সম্ভব হবে। 
 
পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। 
 
প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এদেশের জন্য আশীর্বাদ। দেশবাসীকে সতর্ক থাকতে হবে, কেউ যেন জননেত্রী শেখ হাসিনাকে কোনো ক্ষতি করতে না পারে।  শেখ হাসিনা টিকে থাকলে আমরা উন্নয়নের সকল লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে পারব। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।  নেতৃত্বের দৃঢ়তার কারণে এ সাফল্য এসেছে। এজন্য তিনি চির ভাস্বর হয়ে থাকবেন বলেন মন্ত্রী।
 
মন্ত্রী আরো বলেন, আইন সকলের জন্য সমান। তবে এদেশে ইনডেমনিটি আইন পাস করে আইনের শাসনের ব্যত্যয় ঘটানো হয়েছিল। প্রাধানমন্ত্রী এ আইন বাতিল করেন। যারা খুনি তারা শাস্তি পাচ্ছে। যারা আইনের বিপক্ষে তাদের শাস্তি নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী। 
 
বঙ্গবন্ধু একডেমির সহ-সভাপতি শেখ ইকবাল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বাসেত মজুমদার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগ নেতা এমএ করিম ও বলরাম পোদ্দার এবং বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি।
 
#
 
তৌহিদুল/ফারহানা/ইসরাত/মোশারফ/রফিকুল/সেলিম/২০১৯/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৯৫৬
  
বাণিজ্যমন্ত্রীর সাথে জাপানের বিনিয়োগকারী দলের বৈঠক
বাংলাদেশে গাড়ি তৈরি করতে পলিসি সহযোগিতা চায় মিতসুবিশি
 
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) :
জাপানের বিশ্ববিখ্যাত কোম্পানি মিতসুবিশি মোটরস কোম্পানি বাংলাদেশে গাড়ি উৎপাদনের কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য প্রয়োজনীয় পলিসি সহযোগিতা চায় বাংলাদেশ সরকারের কাছ থেকে। চট্টগ্রামের মিরসরাইতে স্থাপিত স্পেশাল ইকোনমিক জোনে এ কারখানা স্থাপন করা হবে। প্রাথমিক পর্যায়ে কোম্পানিটি প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ করবে। প্রাথমিক পর্যায়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রস্তাবিত কয়েকটি স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করে কোম্পানিটি মিরসরাইকে নির্বাচন করেছে। কোম্পানিটি বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে। কোম্পানিটি প্রথমে গাড়ি অ্যাসম্বল করবে। পর্যায়ক্রমে গাড়ি তৈরির সকল কাজ বাংলাদেশে সম্পন্ন করবে।
  আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে সাক্ষাৎকালে মিতসুবিশি মোটরস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জুঁলরৎড় কড়নধংযর এসব তথ্য জানান। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর আমন্ত্রণে জাপানের এ বৃহৎ কোম্পানিটির ৫ সদস্যের এ প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। 
মন্ত্রী মিতসুবিশি মোটরস কোম্পানির প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সবধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। শতভাগ বিনিয়েগের সুবিধা প্রদান করা হচ্ছে এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান কখনো প্রয়োজন মনে করলে পুরো মূলধন এবং লাভ ফিরিয়ে নিতে পারবে। সরকার আইন প্রণয়ন করে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা করেছে। বিনিয়োগকারীদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করেছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান অতি সহজেই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ব্যবসা শুরু করতে পারবে।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম প্রতিনিধিদলের সাথে ছিলেন।
#
লতিফ/ফারহানা/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৯৫৫
  
রায় রমেশ চন্দ্রের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক
 
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) :
জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ট্রেড ইউনিয়ন নেতা রায় রমেশ চন্দ্রের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রয়াত রায় রমেশ চন্দ্রের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এক শোকবার্তায় মন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষ তার কথা অনেক দিন মনে রাখবে। 
উল্লেখ্য, গতকাল ভোরে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে রমেশ চন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
রায় রমেশ চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতকোত্তর ডিগ্রি লাভের পর বুলগেরিয়া, ইতালি ও জাপানে ট্রেড ইউনিয়ন এবং রাজনৈতিক অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। ১৯৮০ সাল থেকে তিনি শ্রমিক আন্দোলনে সম্পৃক্ত হন। তিনি জাতীয় শ্রমিক লীগ ছাড়াও দেশ-বিদেশের একাধিক শ্রমিক সংগঠনের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেন।
#
দীপংকর/মাহমুদ/এনায়েত/মোশারফ/জয়নুল/২০১৯/১৯২৫ঘণ্টা    

Handout                                                                                                 Number : 1954

 

China willing to play constructive role for resolving Rohingya crisis

                                                                           -- Chinese Ambassador

                                                                                                           

Dhaka, May 16 :

 

Ambassador of China to Bangladesh Zhang Zuo paid a courtesy call to Foreign Minister Dr. A K Abdul Momen at his office today.

 

While appreciating Chinese humanitarian assistance for the displaced people of Rakhine State, Foreign Minister Dr. Momen sought China’s strong support so that Myanmar moves in the right direction for resolving Rohingya crisis. Ambassador Zhang asserted that China is willing to play constrictive role to realize repatriation of displaced people and will facilitate communication between Bangladesh and Myanmar to find a practical solution of the crisis.

 

Foreign Minister and Ambassador Zhang shared their concerns that protracted presence of Rohingyas in Bangladesh may disrupt the regional peace and stability as vested quarters are trying to radicalise the displaced people and therefore they underscored the need of early repatriation of the displaced people.

 

            Chinese Ambassador deeply appreciated proactive engagement of Foreign Minister to promote bilateral relations to a newer height.  Ambassador Zhang underlined the importance of the bilateral consultation mechanisms to steer the practical cooperation between the two countries.

 

Foreign Minister also appreciated the fact that many bilateral instruments worth billions of dollar investment were signed during Xi Jinping’s visit to Bangladesh in 2016 when bilateral relationship was elevated to strategic partnership.

 

#

 

Tohidul/Mahmud/Enayet/Mosharaf/Salim/2019/18.30 Hrs

তথ্যবিবরণী                                                                          নম্বর :  ১৯৫৩
 
বাংলাদেশে বিনিয়োগ করতে চায় জাপানি কোম্পানি মিতসুবিশি
 
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) : 
 
বিশ্বের অন্যতম বৃহৎ মোটরগাড়ি কোম্পানি ‘মিতসুবিশি মোটরস’ বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) -এর আমন্ত্রণে মিতসুবিশির ভাইস প্রেসিডেন্ট এবং দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভাগীয় মহাব্যবস্থাপক রিওজিরো কোবাশি (জুঁলরৎড় কড়নধংযর) -এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।
 
মিতসুবিশির প্রতিনিধিদল গত ১৫ মে চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। এছাড়াও সীতাকু-ে অবস্থিত মিতসুবিশির পাজেরো স্পোর্ট গাড়ির কারখানা পরিদর্শন করেন।
 
কোবাশি বলেন, ‘মিতসুবিশি মোটরস বাংলাদেশের শিল্পায়নে সাহায্য করতে চায় এবং বিশেষ করে মোটরগাড়ি শিল্প স্থাপনে আগ্রহী। বাংলাদেশের অবকাঠামোগত এবং অর্থনৈতিক উন্নয়ন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অন্যান্য বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রধানদের সঙ্গে আলোচনা করতেই এবার বাংলাদেশ ভ্রমণ করছি।’
 
বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির দ্রুত বিকাশ ও মাথাপিছু আয়ের দ্রুত বৃদ্ধির ফলে আগামী বছরসমূহে গাড়ির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।’ বৃহৎ এই বাজারে প্রবেশ করার জন্য তিনি মিতসুবিশির কর্মকর্তাবৃন্দকে আহ্বান জানান। তিনি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই কোম্পানিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
 
মিতসুবিশির এ প্রতিনিধিদল সফরকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) -এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীসহ উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। 
 
#
 
শহীদুল/মাহমুদ/রাহাত/মোশারফ/সেলিম/২০১৯/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                            নম্বর :  ১৯৫২
বেক্সিমকো ডিটিএইচ সংযোগ উদ্বোধনে তথ্যমন্ত্রী
‘আকাশ’ ছাড়িয়ে যাক আকাশের সীমানা
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) : 
বেক্সিমকো ডিটিএইচ সংযোগ সেবা ‘আকাশ’ এর যাত্রা শুরুকে অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘সম্প্রচার খাতে ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করে ডিটিএইচ ‘আকাশ’ ছাড়িয়ে যাক আকাশের সীমানা।’
আজ দুপুরে রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে বেক্সিমকো কমিউনিকেশন্স প্রবর্তিত দেশের প্রথম ডিটিএইচ  ‘আকাশ’ উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতায় এ শুভকামনা ব্যক্ত করে তিনি বলেন, ‘মহাকাশ বিজয়ে বাংলাদেশের অভিযাত্রায় যুক্ত হলো বেক্সিমকো কমিউনিকেশন্স। দেশের মানুষের  কাছে টেলিভিশন চ্যানেল পৌঁছার ক্ষেত্রে জটিলতা এড়াতে, সরকার প্রাপ্য কর পেতে, সুরম্য রাস্তা থেকে তারের জঞ্জাল সরাতে এবং এই খাতে শৃঙ্খলা আনতে ডিটিএইচ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
মন্ত্রী বলেন, ‘বিশ্বের টেলিভিশন চ্যানেলগুলোকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য বেক্সিমকো গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান বেক্সিমকো কমিউনিকেশন্স ‘আকাশ’ নামে ডিটিএইচ পদ্ধতি প্রবর্তন  করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ যে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, আমরা কেউ স্বীকার করি আর না করি, কেউ অনুভব করি আর না করি এটিই বাস্তবতা এবং আজকের এ অনুষ্ঠান তারই স্বাক্ষর।’
‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে জলে-স্থলে-অন্তরীক্ষে আজ বাংলাদেশের বিজয়কেতন উড়ছে’ উল্লেখ করে ড. হাছান  বলেন, ‘স্যাটেলাইট প্রেরণে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের পতাকা উড্ডীন হয়েছে অন্তরীক্ষে। সমুদ্র বিজয়ের মাধ্যমে বাংলাদেশের সীমানায় যুক্ত হয়েছে আরো ১ লাখ ১৮ হাজার বর্গমাইল। সীমান্ত সমস্যা সমাধানে চুক্তি হলেও বাস্তবায়িত হয়নি ৪৬ বছর। সেই চুক্তি বাস্তবায়ন করে মানুষের পরিচয় ফিরিয়ে দেয়ার মধ্যদিয়ে সীমান্তেও বাংলাদেশের বিজয় হয়েছে।’  
বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইনগতভাবে কেউ বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে না। কিন্তু দীর্ঘদিন ধরে এ আইন মানা হচ্ছিল না। এই আইনটি যে শুধু বাংলাদেশে আছে তা নয়, বাংলাদেশের কোনো চ্যানেল অন্যদেশেও বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে না। এই আইন ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সব জায়গায় আছে। আমাদের দেশে সেটি মানা হচ্ছিল না। আমারা সেই আইন প্রয়োগ করার উদ্যোগ গ্রহণ করেছি। সে বিষয়েও ডিটিএইচ পদ্ধতি সহায়ক ভূমিকা রাখবে।’ 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তার বক্তব্যে গ্রামবাংলার জনগণ যাতে সহজে টিভি চ্যানেল দেখতে পায়, সেদিকে এ প্রতিষ্ঠানকে নজর দেবার আহ্বান জানান। 
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো কমিউনিকেশন্স’র ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য সালমান এফ রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হক পাপন সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। বেক্সিমকো কমিউনিকেশন্স’র চেয়ারম্যান শায়ান এফ রহমান এবং প্রধান নির্বাহী ডিএস ফায়সাল হায়দার যথাক্রমে ধন্যবাদ ও স্বাগত বক্তব্য রাখেন।  
  নিজ টেলিভিশনকে একটি মডেমের মাধ্যমে ‘আকাশ’ ডিশের সাথে সংযুক্ত করে দেশ-বিদেশের টিভি চ্যানেল দেখার এ পদ্ধতি আগামী ১৯ মে থেকে দেশের ২০টি জেলায় ‘আকাশ ডিটিএইএচ’ নামে বাণিজ্যিকভাবে পাওয়া যাবে। প্রাথমিকভাবে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জ ছাড়াও  শিগগিরই দেশের অন্যান্য জেলাতেও অনুমোদিত খুচরা বিক্রেতাদের কাছ থেকে এ ডিটিএইচ পাওয়া যাবে বলে জানায় বেক্সিমকো কমিউনিকেশন্স।  
#
আকরাম/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৯৫১
  
দেশব্যাপী ব্যাপক কর্মসূচির মাধ্যমে ‘মুজিব বর্ষ’ পালন করা হবে
                                                                              --- সমাজকল্যাণ মন্ত্রী
 
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) :
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের জন্মশতবার্ষিকী উদ্যাপন বাঙালির জন্য খুবই তাৎপর্যপূর্ণ। ২০২০ সাল ‘মুজিব বর্ষ’ হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
আজ সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২০ সাল মুজিব বর্ষ হিসেবে যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এসব কথা বলেন। সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সিনিয়র সচিব জুয়েনা আজিজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারা জীবন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে গেছেন। মুজিব বর্ষ পালন উপলক্ষে কর্মসূচি বাস্তবায়নে আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। তিনি আরো বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মপরিধি দেশব্যাপী বিস্তৃত। এ মন্ত্রণালয় দেশের দুঃস্থ ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে সরাসরি কাজ করে। মুজিব বর্ষ পালন উপলক্ষে অসচ্ছল ও অসহায় মানুষের কল্যাণের ওপর গুরুত্ব দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সভায় জানানো হয়, মন্ত্রণালয়ের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ব্রেইল পদ্ধতিতে প্রকাশ করা হবে। সারা দেশে অধীনস্থ সকল প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে। দেশব্যাপী সামাজিক নিরাপত্তা মেলা ও সমাজসেবা সপ্তাহ আয়োজন করা হবে। পল্লী অঞ্চলের অসহায় মহিলাদের কল্যাণে ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা পল্লী নারী ও অসহায় মহিলা কল্যাণ প্রকল্প’ গ্রহণ করা হবে। প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ ও থেরাপি ভ্যানের মাধ্যমে সেবা প্রদান করা হবে। শিশু পরিবার থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেয়েদের সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ করা হবে। অটিজম চিহ্নিতকরণে মোবাইল অ্যাপস তৈরি করা হবে এবং সহায়ক ডিভাইস বিতরণ করা হবে। এছাড়া, দেশের চারটি বিভাগের চার উপজেলায় বয়স্কভাতা ভোগীদের বয়স্কভাতার পাশাপাশি চিকিৎসা সহায়তা দেয়া হবে। প্রতিবন্ধী শ্রমিকদের জন্য মুজিব বর্ষ প্রণোদনা, ৬৪ জেলায় মুজিব বর্ষ মেধা বৃত্তি প্রদান ও মৈত্রী অ্যাপস চালু করা হবে।
#
জাকির/মাহমুদ/রাহাত/মোশারফ/জয়নুল/২০১৯/১৭৫৫ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৯৪৯
  
কৃষি খাতে চীনের ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ
 
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) :
বাংলাদেশের উন্নয়নে অন্যতম সহযোগী চীন। কৃষি, বিনিয়োগ এবং শিল্প-বাণিজ্যে  চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের আরো উন্নয়ন চায় সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের সঙ্গে যে সম্পর্কের সূচনা করেছিলেন তা আরো টেকসই করে সামনের দিকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। দেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও যোগাযোগসহ অনেক মেগা প্রকল্পে চীনের অংশগ্রহণ রয়েছে। এখন কৃষি শিল্পের উন্নয়নে চীনের সহযোগিতা কাম্য।
আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত 
তযধহম তঁড় সাক্ষাৎ করলে মন্ত্রী এসব কথা বলেন। এছাড়া দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সাক্ষাতে কথা হয়।  
বাংলাদেশ সরকারের দূরদর্শিতা ও সময়োপযোগী পদক্ষেপ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, বৈশ্বিক দারিদ্র্য বিমোচনেও বাংলাদেশের অবদান অনস্বীকার্য। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনৈতিক বিশ্বায়নের সুযোগ কাজে লাগিয়ে  উন্নয়নের পথে এগিয়ে চলছে। দেশটিতে শিল্পায়ন ও নগরায়নের প্রক্রিয়াও ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এছাড়া, বাংলাদেশ স্বাস্থ্য, শিক্ষাসহ সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে যে সাফল্য অর্জন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার, বললেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশের কৃষি উন্নয়নে সবসময় পাশে থাকবে চীন। কৃষি খাতে ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করছে চীনের এক কোম্পানি, তারা এদেশে ৩টি কৃষি প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবে। চীন বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য আমদানি করবে। বাংলাদেশে চলমান রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বেইজিং। রোহিঙ্গা জনগোষ্ঠী নিরাপদে যথাযথ সম্মান ও মর্যাদার সাথে মিয়ানমারে ফেরত যাবে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়াও সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা দমনে চীন-বাংলাদেশ একসাথে কাজ করবে বলে জানান তিনি। 
কৃষিমন্ত্রী বলেন, কৃষির আধুনিকায়নের মাধ্যমে জনগণের মানসম্মত খাদ্য ও পুষ্টি নিশ্চিত করে ২০৪১ সালের আগেই উন্নত বাংলাদেশে পরিণত হতে এবং কৃষি প্রক্রিয়াজাত ও মূল্যসংযোজনের মাধ্যমে কৃষিকে লাভজনক করতেও কাজ করছে সরকার। 
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলমান ধানের দাম নিয়ে সরকার বেশ গুরুত্বের সাথে কাজ করছে। কৃষক তার কৃষি পণ্যের ন্যায মূল্য পাচ্ছে না। এক্ষেত্রে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই মুহুর্তে চাল রপ্তানির কথা ভাবছে সরকার।  
চীনের প্রতিনিধি দলে আরো ছিলেন, তযবহম ঞরধহুযঁড়, উরৎবপঃড়ৎ ড়ভ ঃযব চড়ষরঃরপধষ ঝবপঃরড়হ ড়ভ ঃযব ঈযরহবংব ঊসনধংংঃ; ঐঁ তযরুরহম, অঃঃধপযব ড়ভ ঃযব চড়ষরঃরপধষ ঝবপঃরড়হ.  
#
গিয়াস/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৩৫ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                          নম্বর :  ১৯৪৮
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন
 
রূপপুর, পাবনা (ঈশ্বরদী), ২ জ্যৈষ্ঠ (১৬ মে) : 
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর এবং রোসাটমের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
 
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ, উদ্যোগ, সাহস এবং দূরদর্শী সিদ্ধান্তের ফলে এ প্রকল্পটি দৃশ্যমান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নিরাপত্তার ওপর সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) -এর সকল সেফটি মানদ- ও গাইডলাইন এবং বাংলাদেশের বিদ্যমান আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। এছাড়াও রাশান ফেডারেশন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাসহ আন্তর্জাতিক, স্থানীয় ও নিজস্ব জনবলের মাধ্যমে সকল রেগুলেটরি ডকুমেন্টের কারিগরি মূল্যায়ন ও পর্যালোচনা করে বিশেষজ্ঞ মতামতও গ্রহণ করা হয়েছে। আর সে অনুযায়ী প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের সুষ্ঠুভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি। 
 
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরভিত্তিক দুটি ইউনিট স্থাপন করা হবে যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রথম ইউনিটটি ২০২৩ এবং দ্বিতীয়টি ২০২৪ সাল নাগাদ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
 
#
 
বিবেকানন্দ/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯৪৭
বাংলাদেশে লজিস্টিক খাতে বিনিয়োগ করতে চায় চীনা কোম্পানি হেন্জি
 
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) :  
 
বাংলাদেশে লজিস্টিক খাতে বিনিয়োগ করতে চায় ইউনান-ভিত্তিক চীনা কোম্পানি ‘ইউনান বোসান হেন্জি ইন্ডাস্ট্রি গ্রুপ’। আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম-এর সাথে বিডা কার্যালয়ে হেন্জি ইন্ডাস্ট্রি গ্রুপের চেয়ারম্যান ডুয়ান ঝিকুই তাঁর কোম্পানির প্রতিনিধিদলসহ সাক্ষাৎ করে এ আশাবাদ ব্যক্ত করেন।
 
ডুয়ান ঝিকুই তার কোম্পানির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে বলেন, ‘১৯৯৯ সালে স্থাপিত হওয়া এই প্রতিষ্ঠান মাইনিং, রিয়েল এস্টেট, জলবিদ্যুৎ, ফিন্যান্স ও ব্যাংকিং, লজিস্টিকস, পরিবেশবান্ধব কৃষি, স্বাস্থ্যসেবা ও স্মার্ট সিটি এই আটটি ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিয়োগ করে থাকে যার বার্ষিক আয় ৩০ বিলিয়ন রেনমিনবি (ইউয়ান)।’ বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য রয়েছে। আমরা বাংলাদেশকে একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র মনে করি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের যোগাযোগ, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি প্রভৃতি খাতে দ্রুত উন্নতি বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।’
 
কাজী মোঃ আমিনুল ইসলাম বাংলাদেশে প্রথমবারের মতো আসা এই চীনা প্রতিষ্ঠানটির প্রশংসা করেন এবং বাংলাদেশে তাদের বিনিয়োগের ইচ্ছাকে স্বাগত জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির দ্রুত বিকাশের ফলে লজিস্টিক খাতে বিনিয়োগ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বিনিয়োগের বিভিন্ন নিয়ামক যেমন সড়ক যোগাযোগ ও পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি, প্রভৃতি খাতের দ্রুত উন্নয়নের ফলে বাংলাদেশে এখন বিনিয়োগের অত্যন্ত সুবিধাজনক পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশের সরকার বিনিয়োগবান্ধব, শ্রমিক সহজলভ্য এবং অর্থনীতি স্থিতিশীল। বাংলাদেশে শিল্পকারখানা স্থাপনের জন্য জমি লিজ/ভাড়ার হার প্রতিবেশী রাষ্ট্রসমূহের তুলনায় কম। তাছাড়া রপ্তানিমুখী শিল্পের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন হারে কর মওকুফ করেছে।’ 
 
ডুয়ান ঝিকুই প্রাথমিকভাবে লজিস্টিক খাতে বিনিয়োগের জন্য কমপক্ষে ৫০ একর জমির প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেন এবং ভবিষ্যতে স্মার্ট সিটি করার জন্য আরো অধিক পরিমাণ জমির প্রয়োজন হবে বলে জানান। কাজী মোঃ আমিনুল ইসলাম বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই কোম্পানিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
#
 
শহীদ/মাহমুদ/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/১৭০৮ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৯৪৬
  
শীঘ্রই প্রতিটি বিভাগে ক্যান্সার-কিডনি হাসপাতাল করা হবে
                               --- স্বাস্থ্যমন্ত্রী 
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) :  
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব শীঘ্রই প্রতিটি বিভাগে ১শ’ শয্যার একটি করে ক্যান্সার-কিডনি হাসপাতাল স্থাপন করা হবে। 
আজ বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিগত ১শ’ দিনের অগ্রগতি অবহিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৬ জানুয়ারি স¦াস্থ্য মন্ত্রণালয় ১শ’ দিনের কর্মসূচি হাতে নিয়েছিল। অনেক মন্ত্রণালয়ই এটি হাতে নিতে সাহস পাননি। এই মন্ত্রণালয় সাহস করে এ কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ১ বছরের কর্মসূচিও খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে তিনি জানান।
ব্রিফিংকালে মন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ২ হাজার ৬শ’ থেকে ৫ হাজারে উন্নীত করার কথা বলেন। গত ১শ’ দিনের সবচেয়ে সফল কাজ হিসেবে স্বাস্থ্যসেবা কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি। পূর্বে হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি ছিল মাত্র ৪০ শতাংশ। বর্তমানে মন্ত্রণালয়ে বিশেষ মনিটরিং সেল গঠন করার ফলে তা বৃদ্ধি পেয়ে ৭৫ শতাংশ হয়েছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি পিএসসি কর্তৃক নতুন করে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসকের পদায়ন হয়েছে উল্লেখ করে গ্রামাঞ্চলে চিকিৎসক সংকট নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতির আশ^াস দেন তিনি। 
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
#
মাইদুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৬৩৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৯৪৫
  
গ্রাহক সেবা সহজ করতে ‘কল সেন্টার’ কার্যকর অবদান রাখবে
                                                                             --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) :  
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহক সেবা সহজ করতে ‘কল সেন্টার’ কার্যকর অবদান রাখবে। কল সেন্টারের নম্বর এমন হতে হবে যাতে সহজেই জনগণ মনে রাখতে পারে। এছাড়া মনিটরিং সেলের কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
  প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ডিপিডিসি)-এর ‘কল সেন্টার’ উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি বলেন, ডিজিটাল উদ্যোগ গ্রাহকবান্ধব না হলে তা ফলপ্রসূ হবে না বরং হয়রানি বাড়বে।
  উল্লেখ্য, গ্রাহক সেবা সহজীকরণের লক্ষ্যে ডিপিডিসি কল সেন্টার চালু করেছে, যার নম্বর হলো-১৬১১৬; এই হট লাইন নম্বরে কল করে গ্রাহক যে কোনো ধরনের অনুসন্ধান, সেবা বা অভিযোগ প্রদান করতে পারবে। 
অন্যান্যের মাঝে ডিপিডিসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিকউল্লাহ, পিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান এ সময় উপস্থিত ছিলেন।
#
আসলাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৬২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯৪৪
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২ জ্যৈষ্ঠ (১৬ মে) :  
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩য় বৈঠক আজ কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মোঃ ইসরাফিল আলম, রনজিত কুমার রায়, মোঃ নজরুল ইসলাম চৌধুরী, খাদিজাতুল আনোয়ার এবং তামান্না নুসরাত বৈঠকে অংশগ্রহণ করেন।
পাট অধিদপ্তর ও জেডিপিসি সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। পাটপণ্য বহুমুখীকরণ প্রক্রিয়া ও কার্যক্রমকে সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য জেডিপিসি ঢাকা, নরসিংদী, চট্টগ্রাম, রংপুর, যশোর, টাঙ্গাইল এবং জামালপুরে ৭টি বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবাকেন্দ্র (জেইএসসি) স্থাপন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ পর্যন্ত জেডিপিসির উদ্যোক্তাগণ প্র
Todays handout (13).docx Todays handout (13).docx