Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ August ২০২৪

তথ্যবিবরণী ৩০ আগস্ট ২০২৪

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৬৫৩

উপাসনালয়ে হামলাকারীরা মানুষ নয়, তারা পশুর সমতুল্য

                                          - ধর্ম বিষয়ক উপদেষ্টা

ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট):

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, সরকারকে বিব্রত করার জন্য একশ্রেণির মতলবি মানুষ মাঠে নেমেছে। এদেরকে প্রতিহত করতে হবে। উপাসনালয়ে যারা হামলা করে তারা মানুষ নয়, তারা পশুর সমতুল্য। এদেরকে প্রচলিত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আবহমানকাল থেকেই এদেশে অসাম্প্রদায়িক আবহ বিরাজমান। এটাকে কোনোক্রমেই নষ্ট করতে দেওয়া যাবে না। আমাদের দেশে নানা ধর্মের বৈচিত্র্য রয়েছে। এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমরা লালন করতে চাই, ধারণ করতে চাই এবং বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই।

ড. খালিদ বলেন, বাংলাদেশের সীমানার ভেতরে স্পষ্ট দলিল আছে এমন কোনো দেবোত্তর সম্পত্তি যদি কেউ দখল করে থাকে তাদেরকে আইন-শৃঙ্খলাবাহিনীর সহায়তায় উচ্ছেদ করা হবে। এছাড়া কোনো দেবোত্তর সম্পত্তি নিয়ে আদালতে মামলা থাকলে সেটাও দ্রুত সময়ে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। তিনি মন্দিরের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও তদারকি ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সুন্দর কথা বলা সহজ, কিন্তু সুন্দর কাজ করা কঠিন। সুন্দর কথাকে অবশ্যই কাজে পরিণত করতে হবে। আমরা সুন্দর কথা যেমন বলব তেমনি সুন্দর কাজও করে যাব। আমরা সুন্দর, শান্তিময়, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। এক্ষেত্রে প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। তিনি মুক্তিযুদ্ধের মতো ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার অনুরোধ জানান।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বক্তৃতায় বলেন, এদেশে আমরা- আপনারা বলতে কোনো কথা নেই। আমরা সবাই বাংলাদেশের জনগণ। আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার আছে। আমরা সরকারের দায়িত্বে থাকাকালীন অবস্থায় শেষ দিন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের মধ্যকার ঐক্য রক্ষায় বদ্ধপরিকর।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, রমনা ক্যাথলিক চার্চের ধর্মগুরু ফাদার এলবার্ট রোজারিও, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো প্রমুখ বক্তৃতা করেন।

#

আবুবকর/খায়ের/মোশারফ/শামীম/২০২৪/২০৫০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৬৫২

গ্রাহক সেবার ওপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে

                      -সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট):

এখন থেকে গ্রাহক সেবার ওপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ উপদেষ্টা পদ্মা সেতু পরিদর্শন শেষে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।  

জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা এবং আন্দোলনে আহতদের আরোগ্য কামনা করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সবক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। আর এজন্য মানুষ যাতে যথাযথ সেবা পায়, দেশের যাতে প্রকৃত উন্নয়ন হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

          দুর্নীতির সিন্ডিকেট ভাঙা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুর্নীতি রোধ করতে হবে ও সরকারি-বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য সকল কাজের গুণগত মান বজায় রেখে ব্যয় সংকোচনের দিকে মনোযোগী হওয়া এবং একই সাথে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দরপত্র আহ্বান করে সৎ ও যোগ্য ব্যবসায়ীদের কাজ করার পরিবেশ সৃষ্টি করা। এই নির্দলীয় সরকার যে কোনো ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলে এই সময় মন্তব্য করেন তিনি।

এই মতবিনিময়কালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান বিপিএএ, সেতু বিভাগের সিনিয়র সচিব মোঃ মনজুর হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

#

নোবেল/আকরাম/খায়ের/মোশারফ/শামীম/২০২৪/২০১০ঘণ্টা

Handout                                                                                                 Number: 651

 

Ministry of Environment and Ministry of Water Resources

 Donate 46 lakh taka each to Chief Advisor’s Relief Fund

 

Dhaka, 30 August:

 

To assist ongoing flood affected people in the country, the Ministry of Environment, Forest and Climate Change has donated 46 lakh 64 thousand 61 BDT, and the Ministry of Water Resources has donated 46 lakh 60 thousand 241 BDT to the Chief Advisor's Relief Fund. This amount has been collected from one day's salary of the officers and employees of the ministries and their subordinate departments.

 

Out of the 46 lakh 64 thousand 61 BDT donated by the Ministry of Environment, Forest and Climate Change, the Secretariat has contributed 1 lakh 11 thousand 880 BDT, the Forest Department 3.5 million BDT, the Department of Environment 3 lakh 35 thousand 45 BDT, the Bangladesh Forest Industries Development Corporation 3 lakh 15 thousand 301 BDT, the Bangladesh Forest Research Institute 3 lakh 3 thousand 122 BDT, the Bangladesh National Herbarium 40 thousand 471 BDT, the Bangladesh Rubber Board 20 thousand 590 BDT, and the Bangladesh Climate Change Trust Fund 37 thousand 652 BDT.

 

On the other hand, out of the 46 lakh 60 thousand 241 BDT donated by the Ministry of Water Resources, the Secretariat has contributed 1 lakh 4 thousand 50 BDT, the Bangladesh Water Development Board 4.3 million BDT, the Water Resources Planning Organization 67 thousand 715 BDT, the Haor and Wetland Development Directorate 22 thousands 200 BDT, the River Research Institute 1 lakh 45 thousand BDT, and the Joint Rivers Commission 21 thousand 276 BDT.

 

#

 

Dipankar/Akram/Rafiqul/Salim/2024/1610 hours

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৬৫০

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৫ দশমিক ৮৮ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৭৫ জন।

#

দাউদ/রফিকুল/শামীম/২০২৪/১৭২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৬৪৯

দেশে চলমান বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন

বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন নিজ নিজ বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে

ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট):

দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন নিজ নিজ বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে। বন্যা দুর্গত জেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক হয়ে আসছে। বন্যা পরবর্তী পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধ করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় সরকারি-বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। এছাড়া, দেশে সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে।

দেশে সৃষ্ট বন্যা পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ তথ্যাদিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশে বন্যা আক্রান্ত জেলাসমূহ হলো- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এরমধ্যে সিলেট, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলার বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৪ লাখ ৬৪ হাজার  ১৬৭ জন। এদের মধ্যে মৃত্যের সংখ্যা ৫৪ জন। যার মধ্যে পুরুষ ৪১, মহিলা ৬ ও শিশু ৭ জন। জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যা কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়ি ১ জন, নোয়াখালীতে ৮ জন, ব্রাহ্মণবাড়ীয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন, মৌলভীবাজার ১ জন ও কক্সবাজারে ৩ জন। এছাড়া, মৌলভীবাজারে ১ জন নিখোঁজ রয়েছেন।

পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩ হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৪ লাখ ৬৯ হাজার ৬৮৭ জন লোক এবং ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা প্রদানের জন্য মোট ৫৬৭টি মেডিকেল টিম চালু করা হয়েছে।

সশস্ত্রবাহিনী কর্তৃক বন্যা দুর্গত এলাকায় ১ লাখ ৯৪ হাজার ২৮৫ প্যাকেট ত্রাণ, ১৯ হাজার ২৬০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মোট ৪২ হাজার ৭৬৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৮ হাজার ৩৮৯ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এছাড়া, হেলিকপ্টারের মাধ্যমে ১৫৩ জনকে উদ্ধার করে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সশস্ত্রবাহিনী কর্তৃক পরিচালিত মোট ২৪টি ক্যাম্প এবং ১৮টি মেডিকেল টিম বন্যা উপদ্রুত এলাকায় চিকিৎসাসেবা প্রদান করছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য ০২৫৫১০১১১৫ নম্বর চালু রয়েছে। এছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদানের জন্য আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর-০১০৭৩৩৩০০৪০৯৩ এ প্রেরণ করতে পারবেন।

#

এনায়েত/রবি/নাবিল/আলী/শামীম/২০২৪/১৬১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর: ৬৪৮

বন্যার্তদের সহায়তায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং

পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন প্রদান

ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট):

দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও এর আওতাধীন অধিদপ্তর, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম, বাংলাদেশ রাবার বোর্ড ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফাণ্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাদের এক দিনের বেতন প্রদান করেছেন। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, নদী গবেষণা ইনস্টিটিউট ও যৌথ নদী কমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দও তাদের এক দিনের বেতন এ তহবিলে প্রদান করেছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরসমূহ ৪৬ লাখ ৬৪ হাজার ৬১ টাকা এবং পানি সম্পদ মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরসমূহ ৪৬ লাখ ৬০ হাজার ২৪১ টাকা প্রদান করেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

#

দীপংকর/রবি/নাবিল/আলী/মানসুরা/২০২৪/১২০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর: ৬৪৭

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট):

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

মূলবার্তা:

‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও এর দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন ৪৬ লাখ ৬৪ হাজার টাকা এবং পানি সম্পদ মন্ত্রণালয় ও এর দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন ৪৬ লাখ ৬০ হাজার টাকা প্রদান।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানিয়েছে।

#

দীপংকর/রবি/নাবিল/আলী/শামীম/২০২৪/১৩০৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর: ৬৪৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতানুগতিক কার্যধারা পরিহার করে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে হবে

                                                                   - নবযোগদানকৃত সিনিয়র সচিব

ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট):

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নবযোগদানকৃত সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত অভূতপূর্ব বিজয় যেন কোনোভাবেই ব্যর্থ না হয়, সেই চেতনা মাথায় রেখে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে পূর্বের গতানুগতিক কার্যধারা পরিহার করে কার্যকর ও জনবান্ধব কর্মসূচি গ্রহণের কোনো বিকল্প নেই।

নবযোগদানকৃত সিনিয়র সচিব গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ, অধিদপ্তর ও দফতর প্রধানগণের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সভার শুরুতে সিনিয়র সচিব মন্ত্রণালয়ের উপস্থিত কর্মকর্তাদের সাথে পরিচিতি ও কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম, অপারেশনাল প্ল্যান ও চলমান উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে জানতে চান। তিনি বলেন, চলমান অব্যবস্থাপনা দূর করে দেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা নিশ্চিতকরণ এবং পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম গতিশীল করার বিষয়ে বর্তমান সরকার বিশেষভাবে নজর দিচ্ছে। এলক্ষ্যে প্রশাসনিক পুনর্বিন্যাস, কর্মপরিকল্পনা পুনঃনির্ধারণ, দক্ষ জনবল কাঠামো গঠন এবং অবকাঠামোগত পরিবর্তনসহ প্রয়োজনীয় অর্থের সংস্থান ও তার যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা হবে।

সিনিয়র সচিব পরে অধিদপ্তরসমূহের কার্যক্রম সরেজমিন পরিদর্শন এবং তথ্যনির্ভর ও গঠনমূলক পরামর্শ গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেন।

#

শাহাদাত/রবি/নাবিল/আলী/মানসুরা/২০২৪/৯৪৫ ঘণ্টা

2024-08-30-16-22-dcf7087b3f6e6c7174bf55555871a122.docx