Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ২৬ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                     নম্বর:  ১০৫২

 

৭১ জন শীর্ষ মাদক কারবারি-সহ ৮৪৬ জন গ্রেফতার

 

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :    

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গত ২১ দিনে ৩ হাজার ৩৯৭টি অভিযান পরিচালনা করে ৭৬২টি মামলা দায়েরপূর্বক ৭১ জন শীর্ষ মাদক কারবারি-সহ ৮৪৬ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন মাদকের চিহ্নিত গডফাদার রয়েছে।

 

গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে।

 

অভিযান পরিচালনাকালীন ২ লাখ ২৭ হাজার ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৪০০ কেজি গাঁজা, ২ দশমিক ৬৬৫ কেজি হেরোইন, ১ কেজি আইস, ১ হাজার ৬৩০ বোতল ফেনসিডিল, ১ হাজার ৭৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ, ১ হাজার ৫৪২ ক্যান বিয়ার, ২ হাজার ৮০১ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ২২২ লিটার চোলাই মদ, ২ হাজার ৭৪২ এমপুল ইনজেকশন, একটি শটগান, নয় রাউন্ড গুলি, নয়টি যানবাহন এবং ১৭ লাখ ১৭ হাজার ৭৭০ টাকার নগদ অর্থ উদ্ধার ও জব্দ করা হয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  সূত্রে এ তথ্য জানা গেছে।

 

#

 

 ফয়সল/রানা/সঞ্জীব/সেলিম/২০২৪/২২৫০ ঘণ্টা

Handout                                                                                                                    Number: 1051

ERD Secretary meets with Investment Minister of Uzbekistan

Tashkent (Uzbekistan), 26 September:

 

              On the sidelines of the Asian Infrastructure Investment Bank (AIIB) annual event 2024, Economic Relations Division (ERD) Secretary Md. Shahriar Kader Siddiky, held a meeting with Laziz Kudratov, Minister  of Investment, Industry and Trade of the Republic of Uzbekistan today  in Samarkand, Uzbekistan.

            Articulating the close proximity between the peoples of Bangladesh and Uzbekistan in terms of history, culture and religion, ERD Secretary emphasized the need for working more intimately in further deepening collaborations between our two friendly nations in all aspects of our bilateral relations. He stated to work together particular attention to realizing the untapped potentials in the areas of trade and investments. He also urged the Uzbek Minister to provide more market access and opportunities for Bangladeshi exportable items like RMGs, Pharmaceuticals and jute yarn. In order to inject new momentum into the economic cooperation, Siddiky underlined the importance of speedy conclusion of all pending bilateral instruments including the avoidance of double taxation and investment protection agreement as well as MoU between the apex chambers of two countries.

            The Secretary drew the attention of the Minister to resume the Uzbek airways operations in Dhaka to establish direct connectivity between the two capitals, in the interest of further promoting business, tourism and people to people contacts. He also sought to support in simplifying visa process and reiterated the necessity of signing the pertinent document for ensuring visa free travel of diplomatic and official passport holders to each other’s countries. ERD Secretary extended an invitation to the Minister for paying an official visit to Bangladesh at a mutually agreed date on both sides, to which the Minister responded positively.

          Uzbek Minister Kudratov appreciated the advancements Bangladesh has made in the industrial sectors and expressed the willingness of his government to engage with Bangladesh more effectively and dynamically for better economic outcomes. He underlined the significance of timely holding of joint commission of trade and economic cooperation meeting to review the progress and prospects of two countries’ economic relations in a regular manner. He also voiced his interests to coordinate with Bangladesh on the matter of organizing business fair, trade seminars and exhibitions in Dhaka at mutually convenient times.

            The meeting ended with expressing firm commitment and determination in taking the Bangladesh-Uzbekistan economic cooperation to its next level in the time to come.

               As part of the Bangladesh delegation, ERD Additional Secretary Mirana Mahrukh Bangladesh Ambassador to Uzbekistan Mohammad Monirul Islam, ERD Joint Secretary  Masuma Akter and Deputy Secretary Mohammad Ashrafuzzaman were also present during the meeting.   

                                                   #

 

Bangladesh Embassy Tashkent/Rana/Sanjib/Abbas/2024/2035 Hours

তথ্যবিবরণী                                                                                              নম্বর: ১০৫০

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর):

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :       

 

মূলবার্তা:

 

“২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’তথ্য কমিশন বাংলাদেশ।”

 

#

 

তথ্য কমিশন বাংলাদেশ/রানা/সঞ্জীব/সেলিম/২০২৪/১৯৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর:  ১০৪৯

এক দিনে সারা দেশে ৮ হাজার মশার প্রজননস্থল ধ্বংস

 

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :    

সারা দেশে এক দিনে ৮ হাজার ৩ শত ৮০টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। দেশের ১২টি সিটি কর্পোরেশনে ৮ হাজার ১ শত ৫টি এবং পৌরসভাসমূহে ২ শত ৭৫টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। চলতি মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় মশক নিধন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত মনিটরিং টিম, সব সিটি কর্পোরেশন ও ঝুঁকিপূর্ণ পৌরসভায় আজ ২ হাজার ৭ শত ১০ জন মশককর্মী কাজ করেছে।

স্থানীয় সরকার বিভাগ হতে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ড্রাম ভাঙা পাত্র, নির্মাণাধীন ভবন, ফুলের টব ও লিফটের গর্তে জমে থাকা পানি পাওয়ার কারণে খুলনা সিটি কর্পোরেশনে ৫টি এবং গাজীপুর সিটি কর্পোরেশনে ৬টি-সহ মোট ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করা হয়েছে। আজ সারা দেশে ৪৩টি সতর্কীকরণ নোটিশ জারি করা হয়েছে, যেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪টি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮টি, গাজীপুর সিটি কর্পোরেশনে ২টি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ১৯টি।   

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে। এছাড়া দেশব্যাপী ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু-সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে এসএমএস সকল মোবাইল অপারেটরের মাধ্যমে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে। খুদে বার্তাটি হলো: ‘নিয়মিত প্রতিদিন, জমা পানি ফেলে দিন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি। জমা পানি সর্বনাশা, এডিস মশা বাঁধে বাসা। সহজ উপায়ে কেরোসিন, জমা পানিতে ঢেলে দিন’। 

#

 পবন/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                    নম্বর: ১০৪৮

 

লেফটেন্যান্ট তানজিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে

                                         -- নাহিদ ইসলাম

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর):

 

             তানজিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে বলে উল্লেখ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

            আজ ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শহিদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন উপদেষ্টা ।  

              উপদেষ্টা বলেন, দুর্বৃত্তদের হামলায় তার এ অকাল মৃত্যু শুধু সেনাবাহিনীর জন্য নয়, দেশের জন্যও এক অপূরণীয় ক্ষতি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করে তিনি বলেন, তানজিম সারোয়ার তরুণদের কাছে দেশপ্রেমের প্রতীক হিসেবে বেঁচে থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তা মানুষের জান-মাল রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। দেশপ্রেমের আদর্শের নজির হিসেবে তার এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে যোগ করেন তথ্য উপদেষ্টা।

            নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণ সেনা কর্মকর্তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। তারা নিরীহ ছাত্র জনতার ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। জনগণের পক্ষে তারা দাঁড়িয়েছিলেন এবং সেই দায়িত্বের জায়গা থেকে সেনাবাহিনী দেশের জন্য কাজ করে যাচ্ছে। দেশরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার কাজও তারা করছেন। তিনি বলেন, তানজিম সারোয়ারের স্মৃতিকে ধরে রাখতে টাঙ্গাইলে তার জন্মস্থানে রাষ্ট্রীয়ভাবে কিছু করার উদ্যোগ নেওয়া হবে।

            তানজিম হত্যায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শাস্তি নিশ্চিত করতে আর কী পদক্ষেপ নেওয়া হচ্ছে গণমাধ্যমকর্মীদের এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা এই হত্যাকাণ্ডের কঠোরতম শাস্তি নিশ্চিত করব। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এর সাথে আরো কিছু আছে কি না সেটি তদন্তের আগে বলা যাচ্ছে না। তবে এ ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদের বিচার হবে।

            সারা দেশের সব অবৈধ অস্ত্র এখন উদ্ধার সম্ভব হয়নি। দ্রুত সময়ের মধ্যে এগুলো পুনরুদ্ধার হবে। যতবাধা বিপত্তি থাকুক না কেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথ বাহিনী নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, যাতে জননিরাপত্তা নিশ্চিত হয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে বলেও উল্লেখ করেন তিনি।

 এসময় শহিদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের বাবা সারোয়ার জাহান দেলোয়ার, মামা, বোন ও ভাগ্নি-সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

            উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিহত হন।

#

 

কামাল/রানা/সঞ্জীব/রফিকুল/আব্বাস/২০২৪/১৯৪৬ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১০৪৭

 

ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার নির্দেশ ভূমি উপদেষ্টার

 

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর):

 

              ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, দেশের সহকারী কমিশিনার (ভূমি) তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মাধ্যমে সমাজের ভূমি ব্যবস্থাপনার ইতিবাচক প্রতিফলন ঘটাতে সক্ষম। বিদ্যমান ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি সহকারী কমিশনারদেরকে স্থানীয় ভূমি বিরোধের মূল উৎস খোঁজার ওপর গুরুত্বারোপ করে তা নিষ্পত্তি করার নির্দেশ দেন।

          উপদেষ্টা আজ রাজধানীর নীলক্ষেতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত পাঁচ সপ্তাহব্যাপী বিভিন্ন জেলার ৩৯ জন সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।

            ভূমি উপদেষ্টা বলেন, দেশের সাধারণ মানুষের জন্য একটি স্বচ্ছ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে ও সমাজের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে হলে সহকারী কমিশনারদেরকে কর্মএলাকায় জনগণের সাথে সরকারের সেতুবন্ধ হিসেবে কাজ করতে হবে। এতে ভূমি বিরোধ মামলাসমূহ হ্রাস পাওয়ার পাশাপাশি মামলার সকল পক্ষের অর্থ, শ্রম ও সময়ের অপচয় রোধ করা সম্ভব হবে। তিনি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক পদটি মহাপরিচালক পদে উন্নীত করার আশ্বাস  দিয়ে প্রশিক্ষণার্থীদের লব্ধজ্ঞানের সদ্ব্যবহার করার আহ্বান জানান।  পরে উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। 

              একই দিনে ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের অধীন লিজ ও সেটেলমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতির সফটওয়্যার সৃজন বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপদেষ্টা বলেন, সফ্‌টওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোকে শর্তানুযায়ী সঠিকভাবে কাজ করতে হবে। চুক্তির ব্যাপারে কোনো আপস নয়। তিনি বলেন, কোম্পানিগুলোকে কাজের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীর সেবাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। নতুন সফ্‌টওয়্যার সৃজনের মাধ্যমে দেশের ভূমি ব্যবস্থাপনা বিকশিত হবে।

          কর্মশালায় জানানো হয়, ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সিন্থেটিক সলুশন, মাইসফ্‌ট হ্যাভেন ও শুটিং স্টার লিমিটেড যৌথভাবে সফটওয়্যার ডেভেলপ সৃজনের কাজ করছে। এর ফলে দেশের হাট-বাজার, জলমহাল ঘোষণা ও অবলুপ্ত, তালিকা হালনাগাদ, ইজারা, বালুমহাল, খাসজমি বন্দোবস্ত, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি, লবণমহাল ও ঘাসমহাল ব্যবস্থাপনা কার্যক্রম স্বচ্ছ, আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে বলে জানানো হয়।

              কর্মশালায় প্রকল্প পরিচালক মোঃ ইফতেখার হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ভূমি সচিব মোঃ খলিলুর রহমান, ভূমি আপিল বোর্ড চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ ও মোঃ এমদাদুল হক চৌধুরী, মাইসফ্‌ট হ্যাভেন (বিডি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোফাখখারুল ইসলাম পল্লব প্রমুখ।

                                                #

 

আহসান/রানা/সঞ্জীব/রফিকুল/আব্বাস/২০২৪/১৯৪১ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১০৪৬

দক্ষ নাবিক তৈরিতে অন্যতম শীর্ষ দেশ হতে পারে বাংলাদেশ

                                              - নৌপরিবহন উপদেষ্টা

 

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :    

বাংলাদেশ দক্ষ নাবিক তৈরিতে বিশ্বের মধ্যে অন্যতম শীর্ষ স্থান অর্জনকারী দেশ হিসেবে পরিগণিত হওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা আজ রাজধানীর আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক ওয়ার্ড মেরিটাইম ডে-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন। ওয়ার্ল্ড মেরিটাইম দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নেভিগেটিং দ্য ফিউচার: সেফটি ফার্স্ট’। তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শাহাদত বরণকারী সকল বীর ছাত্র-জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ দেশকে নতুন করে গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সুযোগ কাজে লাগাতে হবে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্য শুধু বিশেষ একটি দিবসই মেরিটাইম দিবস নয়, প্রতিটি দিনই মেরিটাইম দিবস। আমাদের সামুদ্রিক মানচিত্র অত্যন্ত বৈচিত্র্যময়। আমাদের রয়েছে বৃহত্তম অভ্যন্তরীণ নৌপথ, বিশাল বঙ্গোপসাগর এবং অবশ্যই আমাদের রয়েছে দক্ষ নাবিক। একসময় এখানেই নির্মাণ করা হতো পাইরেট শিপ যাকে বর্তমানে স্থানীয়ভাবে বলা হয় সাম্পান। চট্টগ্রাম বন্দরের পর আরো দুটো সমুদ্র বন্দর যথা মংলা ও পায়রা সমুদ্র বন্দর যাত্রা শুরু করে। বাংলাদেশের পাঁচটি আন্তর্জাতিকমানের মেরিন একাডেমি হতে দক্ষ ও মেধাবী নাবিকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ সকল প্রতিষ্ঠানকে আরো কীভাবে উন্নত করা যায় সেগুলো নিয়ে কাজ করছে সরকার। বাংলাদেশ মেরিনার তৈরিতে বিশ্বের মধ্যে অন্যতম শীর্ষস্হান অর্জনকারী দেশ হিসেবে আবির্ভূত হওয়ার পথে বিশেষ কোনো বাধা নেই বলে উপদেষ্টা ব্যক্ত করেন।

উপদেষ্টা আরো বলেন, সাম্পান বা জাহাজ নির্মাণে আমাদের যে ঐতিহ্য রয়েছে তা পুনরুদ্ধারের জন্য আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি। এছাড়া মেরিনারদের জন্য দূতাবাসগুলোতে পদ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান। তিনি উল্লেখ করেন, আইএমও কর্তৃক সি ক্যাটেগরির দেশ হিসেবে স্বীকৃতি অর্জন বাংলাদেশের জন্য মেরিন সেক্টরে সামনে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। আগামী ২০২৫ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর নির্বাচনে প্রতিযোগিতা করবে।

এ সময় উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্বের প্রশাংসা করেন। তিনি ওয়ার্ল্ড মেরিটাইম দিবস উপলক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

          নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলমের সভাপতিত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

#

আরিফ/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/১৭৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ১০৪৫

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর):

 

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার  ৪ দশমিক শূন্য ৭৬ শতাংশ।    

 

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১১২ জন।

 

                                                #

 

দাউদ/রানা/সঞ্জীব/রফিকুল/আব্বাস/২০২৪/১৭০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১০৪৪

 

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

 

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর):

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

মূলবার্তা:

“১ অক্টোবর ২০২৪ থেকে পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ বিপণন বা ব্যবহার করা যাবে না- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।”

 

#

 

জালাল/ফাতেমা/সুবর্ণা/আলী/মানসুরা/২০২৪/১৬২০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ১০৪৩

 

 

কৃষকদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে

                                     - কৃষি উপদেষ্টা

 

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :

 

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষির সাফল্যের মূল কারিগর আমাদের কৃষকেরা। কিন্তু তাদের অনেক ক্ষেত্রে মূল্যায়ন হয় না। এটা থেকে বের হয়ে আসতে হবে। কৃষকদের যথাযথ মূল্যায়ন করা নিশ্চিত করতে হবে।

 

উপদেষ্টা আজ রাজধানীর দিলকুশায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

মতবিনিময়কালে উপদেষ্টা সার ও বীজ সরবরাহ, সেচ ব্যবস্থা, প্রান্তিক পর্যায়ে কৃষকদের সেবা প্রদান, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোকপাত করেন। সভায় বিএডিসির কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

 

উপদেষ্টা কৃষি উৎপাদন প্রসঙ্গে বলেন, কৃষকেরা সেই ফসলই চাষ করে যাতে তারা লাভবান হয়। উৎপাদন খরচের তথ্যগত ভুল কৃষকদের ক্ষতিগ্রস্ত করে। তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। উৎপাদন খরচের সঠিক তথ্য বের করতে হবে। পরিসংখ্যান সঠিক হলে কৃষকরা উপকৃত হবে।

 

উপদেষ্টা আরো বলেন, প্রয়োজনের অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার রোধ করতে হবে। ইউরিয়া সারের মাত্রাতিরিক্ত ব্যবহার জমির দীর্ঘমেয়াদে ক্ষতি করে এ বিষয়টি কৃষকদের বোঝাতে হবে। ইউরিয়া সারের ব্যবহার সীমিত করতে হবে।

 

উপদেষ্টা সার ও বীজ সময়মতো কৃষকদের কাছে পৌঁছে দেয়ার জন্য বিএডিসির কর্মকর্তাদের নির্দেশ দেন। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, এখন কাজ করার সুন্দর পরিবেশ বিদ্যমান। এ সময়ে ভাল কাজ উপহার দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, দুর্নীতি থেকে সরে না আসলে দেশের উন্নতি হবে না। নিজেকে পরিশুদ্ধ করে দেশের জন্য কাজ করতে হবে। পরে উপদেষ্টা বিএডিসির বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।

 

এসময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ এনডিসি উপস্থিত ছিলেন।

 

#

 

জাকির/ফাতেমা/কলি/আলী/আসমা/২০২৪/১৬১৬ ঘন্টা 

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১০৪২

আহতদের চিকিৎসায় বাংলাদেশে সফররত চীনের চিকিৎসক দলের সন্তুষ্টি প্রকাশ

 

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :    

আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ্ মো: হেলাল উদ্দীন বলেছেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে অতি অল্প সময়ের মধ্যে চীনের মেডিকেল অ্যাসেসমেন্ট টিম বাংলাদেশে এসে কাজ শুরু করেছে। এ সময়ের মধ্যে তারা ১৬০ জন রোগী ভিজিট করেছেন। এর মধ্যে তারা ১০৫ জন রোগীর মেডিকেল রেকর্ডস পরীক্ষা করে দেখেছেন কয়েকজনের অবস্থা খুবই গুরুতর।

অতিরিক্ত সচিব বলেন, চীনের রাষ্ট্রদূতকে অবহিত করার সাথে চীন সরকার ২৪ ঘন্টার ভেতর মেডিকেল টিম গঠন করে ৪৮ ঘন্টার ভেতর এ টিমকে বাংলাদেশে পাঠিয়েছে। সীমিত সময়ের মধ্যে পাঁচটি হাসপাতাল ভিজিট করে এ মেডিকেল টিমটি ডাক্তারদের চিকিৎসার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। তারা দেশে ফিরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমাদের একটি পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট রিপোর্ট পাঠাবেন।

তিনি আরো বলেন, গুরুতর আহতদের ব্যাপারে আমাদের চেষ্টা থাকবে তারা যেন দেশে সুচিকিৎসা পায়। চীনের মেডিকেল অ্যাসেসমেন্ট টিমের রিপোর্ট দেখে তাদের পরামর্শের ভিত্তিতে এ ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমাদের যদি প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি বা দক্ষতার ঘাটতি থাকে তাহলে আহতদের বিদেশে পাঠানোর চিন্তা ভাবনা করব। এ ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই আন্তরিক। গুরুতর আহতসহ সকল আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতায় কোনো ঘাটতি থাকবে না। 

          তিনি বলেন, চীন থেকে আগত মেডিকেল টিম গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসা ব্যবস্থা এবং আমরা তাদের চিকিৎসা আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী দিতে পারছি কিনা তা পর্যবেক্ষণ করেছেন। এটি নিয়ে তারা খুবই সন্তুষ্ট। আমাদের হাসপাতালগুলোর ইকুইপমেন্ট ক্যাপাসিটি বিষয়ে লিমিটেশন আছে কিনা এ বিষয়টিও তারা দেখেছেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলামসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

#

শাহাদাত/ফাতেমা/আলী/মানসুরা/২০২৪/১৫১৫ ঘন্টা 

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ১০৪১

শহিদদের আত্মত্যাগ ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে

                                         -উপদেষ্টা নাহিদ ইসলাম

 ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর): 

          ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, শহিদদের আত্মত্যাগ ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে। তাঁদের আত্মত্যাগ বিফলে যাবেনা। আগামী দিনে শহিদদের কথা সামনে রেখেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে।

          উপদেষ্টা আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সাফওয়ান আখতার সদ্য এর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

          সাক্ষাৎকালে শহিদ সাফওয়ানের বাবা ড. মো: আখতারুজ্জামান লিটন ছেলের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। উপদেষ্টা সাফওয়ানের বাবাকে সান্ত্বনা দেন। এছাড়া, তিনি শহিদ সাফওয়ানের বাবাকে সকল বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

          উপদেষ্টা আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তাদের স্মৃতি ভবিষ্যতের আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে। শত বছর পরেও যেন এ বিপ্লবের বীরদের কথা স্মরণ করে সমাজ বিপ্লবের অনুপ্রেরণা পায়। 

           উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সাফওয়ান আখতার সদ্য ৫ আগস্ট সাভার থানার কাছে পুলিশের গুলিতে শহিদ হন। 

#

কামাল/ফাতেমা/কলি/আলী/মাসুম/২০২৪/১৪২৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর: ১০৪০

বিশ্ব পর্যটন দিবস

পর্যটন শিল্পের বিকাশে পর্যটন মাস উদ্‌যাপন করা হবে

                                     -বিমান ও পর্যটন সচিব

ঢাকা, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :    

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান বলেছেন, দেশের তরুণ প্রজন্মসহ পর্যটন শিল্পের নিবিড় এবং টেকসই উন্নয়নে দেশের জনসাধারণকে সম্পৃক্ত করার লক্ষ্যে  পর্যায়ক্রমে ‘পর্যটন সপ্তাহ’ ও ‘পর্যটন মাস’ উদ্‌যাপনের উদ্যোগ নেয়া হবে। পর্যটন শিল্প বিকাশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত করতে আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। পর্যটন শুধু এককভাবে সরকারের কাজ নয়। জনসাধারণ এর মূল অংশীদার। তাই পর্যটন শিল্পের বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

সচিব আজ ‘বিশ্ব  পর্যটন দিবস’ উপলক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সচিব বলেন, পর্যটন শিল্প থেকে দেশের মোট জিডিপির শতকরা ৩ দশমিক ২ শতাংশ আসে। জাতীয় শিল্পনীতি ২০২২-এ পর্যটন শিল্পের ১২ টি উপখাতের উল্লেখ রয়েছে যেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নে ‘ট্যুরিজম মাস্টার প্ল্যান’ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। । তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের  শহিদদের পরিবারের সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।

  সচিব আরো বলেন, প্রতি বছরের মতো বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে যথাযথভাবে দিবসটি উদ্‌যাপন করা হবে। জা

2024-09-26-17-09-e005493768557055ca5394b913f8acaa.docx