Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০১৯

তথ্যবিবরণী ৯.১১.২০১৯

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৪২৭৫

 

ঘূণিঝড় বুলবুল

জনপ্রশাসন মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন

ঢাকা, ২৪ কার্তিক (৯ নভেম্বর) :

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় জেলা ও উপজেলা প্রশাসনের সাথে ঘূর্ণিঝড় প্রস্তুতি এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের জন্য সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি ‘কন্ট্রোল রুম’ খুলেছে। কন্ট্রোল রুমের ঠিকানা- রুম নং-১৩বি, ভবন নং-৩, ফোন নং-০২৯৫৪৯৬২১, ০১৭১৭২৪৮১১৮ ইমেইল- adminwelf@mopa.gov.bd.

.

মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

#

জনপ্রশাসন মন্ত্রণালয়/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/২৩০০ ঘণ্টা তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ৪২৭৪

সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে

---প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

 

রৌমারী (কুড়িগ্রাম), ২৪ কার্তিক (৯ নভেম্বর) :

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। সরকার জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মাঝে টিনশেড ও মেঝে পাকা ঘর, টয়লেট, টিউবওয়েল এবং খাবার প্যাকেট বিতরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রৌমারী ও রাজীবপুর উপজেলা নদীভাঙন ও দারিদ্র্যপ্রবণ এলাকা। এ এলাকার জনগণের ভাগ্যোন্নয়নে সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকা- বাস্তবায়ন করছে। তিনি আরো বলেন, নিরাপদ জীবনযাপন করার জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগণকে ঘর নির্মাণ করে দেওয়া হবে। সুপেয় নিরাপদ পানি পান করার জন্য টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করা হবে। তিনি সরকারের পাশাপাশি স্থানীয় বিত্তশালী ব্যক্তিবর্গকে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

            অনুষ্ঠানে রৌমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

#

রবীন্দ্রনাথ/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/২২৫২ ঘণ্টা তথ্যবিবরণী                                                                                                                            নম্বর: ৪২৭৩

 

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর করণীয়

 

চট্টগ্রাম, ২৪ কার্তিক (৯ নভেম্বর):

 

এক নজরে দেখে নিন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর কী করবেন:

 

  • রাস্তা-ঘাটের ওপর উপড়ে পড়া গাছপালা সরিয়ে ফেলুন যাতে সহজে সাহায্যকারী দল আসতে পারে এবং দ্রুত যোগাযোগ সম্ভব হয়। গাছপালার সাথে বৈদ্যুতিক তার জড়িয়ে থাকলে দ্রুত বিদ্যুৎ বিভাগকে খবর দিন।
  • আশ্রয়কেন্দ্র থেকে মানুষকে বাড়ি ফিরতে সাহায্য করুন এবং নিজের ভিটায় বা গ্রামে অন্যদের মাথা গোঁজার ঠাঁই করে দিন।
  • খুব দ্রুত উদ্ধার দল নিয়ে খাল, নদী, পুকুর ও সমুদ্রে ভাসা বা বনাঞ্চলে বা কাদার মধ্যে আটকে পড়া লোকদের উদ্ধার করুন।
  • দ্বীপের বা চরের নিকটবর্তী কাদার মধ্যে আটকে পড়া লোকদের জন্য দলবদ্ধ হয়ে দড়ি ও নৌকার সাহায্যে উদ্ধার কাজ শুরু করুন।
  • ঝড় একটু কমলেই ঘর বা আশ্রয়কেন্দ্র থেকে বের হবেন না। পরে আরো প্রবল বেগে অন্যদিক থেকে ঝড় আসার আশঙ্কা থাকে।
  • পুকুরের বা নদীর পানি ফুটিয়ে পান করুন। বৃষ্টির পানি ধরে রাখুন।
  • নোংরা পানি কীভাবে ফিটকারি বা ফিল্টার দ্বারা খাবার ও ব্যবহারের উপযোগী করা যায়, সে বিষয়ে জেনে নিন। কোনো অবস্থাতেই জলাশয়ের নোংরা পানি পান করবেন না।
  • নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও অসুস্থদের জন্য বিশেষ ব্যবস্থায় ত্রাণ বণ্টন (আলাদা লাইনে) করুন। খাবারের ঘাটতি থাকলে প্রাপ্ত খাবার সবাই শেয়ার করে খান।
  • ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তরা শুধু এনজিও বা সরকারি সাহায্যের অপেক্ষায় বসে না থেকে অন্যকে যেন সাহায্য করে সেদিকে সচেষ্ট হতে হবে। 
  • রিলিফের মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে সচেষ্ট হোন। রিলিফের পরিবর্তে কাজ করুন। কাজের সুযোগ সৃষ্টি করুন। রিলিফ যেন মানুষকে কর্মবিমুখ না করে কাজে উৎসাহী করে সেভাবে রিলিফ বিতরণ করতে হবে।
  • দ্রুত উৎপাদনশীল ধান ও শাকসব্জির জন্য জমি প্রস্তুত করুন। বীজ সংগ্রহ করুন এবং কৃষিকাজ শুরু করুন।
  • ঘূর্ণিঝড়ে আপনার পরিবারের বা এলাকার মানুষের ক্ষয়ক্ষতি নিরূপণে স্থানীয় প্রশাসনকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করুন।
  • ঘূর্ণিঝড় নিয়ে মানুষের আজেবাজে কথায় কান দেবেন না, গুজবকে প্রশ্রয় দেবেন না।
  • আপনার এলাকার কোনো লোকের সন্ধান না পেলে দ্রুত স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলকে অবহিত করুন।
  • ঘূর্ণিঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে বা হেলে পড়ে বিদ্যুৎ বিভ্রাট হওয়াটা স্বাভাবিক। এ সময়ে অধৈর্য না হয়ে সবাই এক জায়গায় জড়ো হয়ে অপেক্ষা করুন। কোনো অবস্থাতেই পড়ে থাকা বিদ্যুতের তার ধরতে যাবেন না। বরং দ্রুত বিদ্যুৎ বিভাগকে অবহিত করুন।
  • আশ্রয়কেন্দ্রে যে কোনো ধরনের অনিয়ম/অব্যবস্থাপনা দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি/প্রশাসনকে অবহিত করুন।

 

#

দেওয়ান/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/২২৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪২৭২

 

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আজ মধ্যরাতে আঘাত হানতে পারে

 

ঢাকা, ২৪ কার্তিক (৯ নভেম্বর) :

 

            উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরো উত্তর-উত্তরপূর্ব দিকে প্রায় ১২ কিমি/ঘণ্টা বেগে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ২১০ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৫৫ কিঃমিঃ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ (৯ নভেম্বর ২০১৯) মধ্যরাত নাগদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের নিকট দিয়ে) অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা/ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।

 

            ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) এর আজ রাত ৮টার প্রতিবেদন অনুযায়ী এসব তথ্য জানা গেছে।

 

            অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

 

            মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

 

            চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ নম্বর মহবিপদ সংকেতের আওতায় থাকবে।

 

            কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণ-সহ ঘণ্টায় ১০০-১২০ কিঃ মিঃ বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

            ঘূর্ণিঝড় ও মুন ফেজ (Moon Phase) এর প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

            উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

#

 

তাসমীন/নাইচ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২১২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪২৭১

 

আর্থিক খাত সংস্কারে সরকার কাজ করছে

                              ---পরিকল্পনা মন্ত্রী

 

ঢাকা, ২৪ কার্তিক (৯ নভেম্বর) :

 

বর্তমান উন্নয়ন ধারা অব্যাহত রেখে আর্থিক খাত সংস্কারে সরকার কাজ করছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

 

তিনি আজ ঢাকায় স্থানীয় এক হোটেলে ৪র্থ বাংলাদেশ ইকোনমিস্ট ফোরাম কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে দেশের আর্থিক খাত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও মন্ত্রী বলেন। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় রপ্তানি বাজার বহুমুখীকরণের বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

 

#

 

শাহেদ/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/২১১৩ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪২৭০

 

মানুষের সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে

                                                    -- প্রবাসী কল্যাণ মন্ত্রী

 

সিলেট, ২৪ কার্তিক (৯ নভেম্বর) :

 

          প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রাকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে এবং মানুষের সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই বাংলাদেশের প্রতিটি গ্রাম হবে শহর। তাই বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও উপজেলায় বিআরটিসির সেবা নিশ্চিত করতে হবে।

 

          ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখার প্রয়াসে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এ সেøাগানকে সামনে রেখে শনিবার বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র আলমপুর এর আয়োজনে সিলেট টু কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ রুটে আম্বরখানা সরকারি কলোনী মসজিদের সামনে বিআরটিসি বাসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

                  

সিলেট জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

 

          দারিদ্র্য বিমোচন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জেলা পরিষদের উদ্যোগে ফ্রি সেলাই প্রশিক্ষণের - সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

 

#

 

রাশেদুজ্জামান/নাইচ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৪২৬৯

 

সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজবের বিরু্দ্ধে সোচ্চার থাকুন

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি ধর্ম প্রতিমন্ত্রীর আহ্বান

 

লন্ডন, ২৪ কার্তিক (৯ নভেম্বর) :

 

সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজবের বিরুদ্ধে সোচ্চার হতে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। 

 

প্রতিমন্ত্রী আজ লন্ডনের মসজিদে নামাজ আদায় করতে গিয়ে প্রবাসী বাংলাদেশি মুসল্লিদের সাথে মতবিনিময় কালে এ আহ্বান জানান। 

 

প্রতিমন্ত্রী  বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ফেসবুক হ্যাক করা, গুজবসহ নানা ধরনের  ষড়যন্ত্র-চক্রান্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লন্ডন। ধর্ম প্রতিমন্ত্রী পলাতক যুদ্ধাপরাধী ও অর্বাচীনদের প্রতিহত করতে প্রবাসী বাংলাদেশিদের  আহ্বান জানান।

 

ধর্ম প্রতিমন্ত্রী শুক্রবার লন্ডনের বেথনাল গ্রিনে বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ এবং ফোর্ড স্কয়ার ডেভিনে লন্ডন ইসলামিক স্কুল ও মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।  নামাজ শেষে  প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে হেফাজত এবং দেশের সার্বিক সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। 

#

 

আনোয়ার/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৪২৬৮

 

নবান্ন উৎসবে মাতোয়ারা বান্দরবানের তঞ্চঙ্গ্যারা

 

বান্দরবান, ২৪ কার্তিক (৯ নভেম্বর) :

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বিচিত্র সংস্কৃতিতে ভরা। হাজার বছর ধরে এ অঞ্চলের তঞ্চঙ্গ্যারা নবান্ন উৎসব পালন করে আসছে। তিনি নবান্ন উৎসব উপলক্ষে তঞ্চঙ্গ্যা-সহ পার্বত্য অঞ্চলের অধিবাসীদের শুভেচ্ছা জানান। এ অঞ্চলের অধিবাসীদের কল্যাণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ১৭টি প্রকল্প ও স্কিম বাস্তবায়িত হচ্ছে। ১০ হাজার ৮৯০টি পরিবারের মাঝে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

 

তঞ্চঙ্গ্যা নৃত্য প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ।

 

বান্দরবানে দেবতা ও লক্ষ্মী পূজার মধ্য দিয়ে নবান্ন উৎসব পালন করছে বান্দরবানের তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী। আজ সকালে বান্দরবান সদরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের রেইছা সিনিয়র পাড়া এলাকায় এই নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো’র সভাপতিত্বে নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

 

অনুষ্ঠানের শুরুতে জুম ক্ষেতে লক্ষ্মী পূজা ও দেবতার উদ্দেশ্যে জুমের ফসল ও মুরগি উৎসর্গ করেন পূজারীরা। আগামী বছর জুমের ফলন যেন ভালো হয় সেই উদ্দেশ্যে এই পূজা। পূজা শেষে জুম চাষের সরঞ্জামাদি ও জুমের ফসল প্রদর্শন করা হয়।

 

অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব জানুয়ারি পর্যন্ত পাহাড়ের একেক জনগোষ্ঠী ভিন্ন ভিন্ন সময়ে এই নবান্ন উৎসব করে থাকেন।

 

#

নাছির/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৫২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪২৬৭

 

চট্টগ্রামে প্রয়াত সংসদ সদস্য বাদলের দ্বিতীয় জানাজা সম্পন্ন

 

চট্টগ্রাম, ২৪ কার্তিক (৯ নভেম্বর) :

 

          বর্ষীয়ান রাজনীতিক চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের দ্বিতীয় জানাজা আজ বাদ মাগরিব চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে সম্পন্ন হয়েছে।

 

          জানাজায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, মাহফুজুর রহমান মিতা, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান, সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন প্রমুখ অংশ নেন।

 

          জানাজার নামাজ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

#

 

নাইচ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                    নম্বর : ৪২৬৫ 
 
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে
  ---নৌপরিবহন প্রতিমন্ত্রী
দিনাজপুর, ২৪ কার্তিক (৯ নভেম্বর) :
 
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সক্ষমতা আছে বলেই স্বল্প সময়ের মধ্যে সরকার এই দুর্যোগ মোকাবেলায় সবরকম প্রস্তুতি গ্রহণ করেছে।
 
প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরল মহিলা কলেজ প্রাঙ্গণে বিরল উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এম. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সারোয়ারুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।
 
সভায় বিরল উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
#
তথ্যবিবরণী                                    নম্বর : ৪২৬৬
 
ঘূর্ণিঝড় ‘বুলবুল’
নৌপরিবহন মন্ত্রণালয় কন্ট্রোল রুম খুলেছে এবং ছুটি বাতিল করেছে
 
ঢাকা, ২৪ কার্তিক (৯ নভেম্বর) :
ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে জরুরি দুর্যোগ মোকাবেলায় তথ্য ও সার্বিক যোগাযোগের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় আজ সচিবালয়ে একটি অস্থায়ী ‘কন্ট্রোল রুম’ খুলেছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর : ০২-৯৫৪৬০৭২। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল কন্ট্রোল রুমের সার্বিক দায়িত্ব পালন করবেন।
 
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর ৯ ও ১০ নভেম্বরের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।
 
একই সাথে প্রত্যেক দপ্তর/সংস্থায় জরুরি প্রয়োজনে যোগাযোগ নিশ্চিতকল্পে এবং জনগণের এ সম্পর্কিত তথ্য প্রাপ্তির সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা এবং ব্যাপক প্রচারণা ও অন্যান্য জরুরি সকল কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
 
নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত পৃথক দু’টি অফিস আদেশ জারি করেছে।
#
 
জাহাঙ্গীর/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/১৯১৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪২৬৪

 

মুজিববর্ষ জুড়ে দেশে-বিদেশে  সেমিনার, ওয়ার্কশপ

ও আলোচনা সভার আয়োজন করা হবে

                                    -- শিক্ষা উপমন্ত্রী

 

ঢাকা, ২৪ কার্তিক (৯ নভেম্বর) :

 

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মুজিববর্ষ জুড়ে দেশে এবং বিদেশে  সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ও বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে  সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভা সংক্রান্ত ওয়ার্কিং কমিটির আহ্বায়ক মুহিবুল হাসান চৌধুরী।

 

          উপমন্ত্রী আজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে ওয়ার্কিং কমিটির ২য় সভায় একথা জানান। তিনি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের কর্মসূচি শুধু দেশের অভ্যন্তরে নয় বরং বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

          সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। দেশে ও  দেশের বাইরে অনুষ্ঠিতব্য  সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভায়  দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন এবং এর মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে সারা বিশ্বের মানুষ আরো বেশি জানার সুযোগ পাবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

 

          সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত, সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি ও মাহজাবিন খালেদ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  মোঃ মশিউর রহমান, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহ রায়, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

         

#

 

নাসরীন/নাইচ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৭৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                            নম্বর : ৪২৬৩

ঘূর্ণিঝড় বুলবুল আজ সন্ধ্যা বা মধ্যরাতে আঘাত হানবে

ঢাকা, ২৪ কার্তিক (৯ নভেম্বর) :

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল উত্তর- উত্তরপূর্ব দিকে প্রায় ১৫ কিমি/ঘণ্টা বেগে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ বিকাল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৭৫ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা/মধ্যরাত নাগদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের নিকট দিয়ে) অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা/ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

 

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১২০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

 

মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

 

চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ নম্বর মহবিপদ সংকেতের আওতায় থাকবে।

কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণ-সহ ঘণ্টায় ১০০-১২০ কিঃ মিঃ বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

ঘূর্ণিঝড় ও মুন ফেজ (গড়ড়হ চযধংব) এর প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর,বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

 

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

#

আজমিরী/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/১৮২৫ ঘণ্টা তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪২৬২

 

৯ ও ১১ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত

 

ঢাকা, ২৪ কার্তিক (৯ নভেম্বর) :

 

          ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ৯ নভেম্বরের (শনিবার) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) গণিত ও ১১ নভেম্বরের (সোমবার) বিজ্ঞান এবং ৯ নভেম্বরের (শনিবার)  জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) গণিত ও ১১ নভেম্বরের (সোমবার)  ইংরেজি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

          জেএসসি গণিত ১২ নভেম্বর (মঙ্গলবার) ও বিজ্ঞান ১৩ নভেম্বর (বুধবার) এবং জেডিসি গণিত ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) ও ইংরেজি ১৬ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।

 

          বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাবকমিটি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

         

#

 

নাইচ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৭৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                       নম্বর : ৪২৬০

 

ঘূর্ণিঝড় 'বুলবুল' মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগের প্রস্তুতি ও কার্যক্রম

 

ঢাকা, ২৪ কার্তিক (9 b‡f¤^i):

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূণিঝড় 'বুলবুল' এর সম্ভাব্য প্রভাব মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি হিসেবে ১৩টি উপকূলীয় জেলার স্হানীয় সরকার বিভাগের আওতাধীন স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্হানীয় সরকার প্রতিষ্ঠানে (জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীর ৯ নভেম্বর  এবং ১০ নভেম্বর ছুটি (সাপ্তাহিক ও সরকারি) বাতিলসহ কর্মস্হল ত্যাগ না করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। জেলাগুলো হলো সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খুলনা, চাঁদপুর, কক্সবাজার ও চট্টগ্রাম। 

 

উল্লেখ্য, এক পৃথক আদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারীকে স্হানীয় প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষাকল্পে যথাযথ কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান এবং প্রয়োজনে ঘূণিঝড় পরবর্তী রাস্তা-ঘাট/কালভার্ট সংস্কার/মেরামতপূর্বক সচল রাখার কার্যকরী ব্যবস্হা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে উপদ্রুত এলাকা ও আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। তাছাড়া দুর্গত এলাকায় সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সমন্বয়পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

#

তথ্যবিবরণী                                                                                                                       নম্বর : ৪২৬

a164d32481f3c41d03e5d3cdbfc30bc8.docx a164d32481f3c41d03e5d3cdbfc30bc8.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon