Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মে ২০১৯

তথ্যবিবরণী : 14/5/2019

তথ্যবিবরণী                                                                     নম্বর : ১৯২২
 
চলচ্চিত্র অনুদানের শেষ বৈঠকে যোগ দিলেন সবাই
 
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) : 
 
তথ্য মন্ত্রণালয় থেকে ২০১৮-১৯ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে প্রদেয় অনুদানের বিষয়ে শেষ সভায় কমিটির সকল চলচ্চিত্র ব্যক্তিত্ব যোগ দিয়ে চলচ্চিত্র অনুদান তালিকা চূড়ান্ত করেছে। 
 
তথ্যসচিব আবদুল মালেকের সভাপতিত্বে চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলাম, মতিন রহমান, নাট্যকার মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান ঊল আলমের সর্বসম্মতিক্রমে আগে দেয়া ৮টি চলচ্চিত্রের সাথে অভিনেত্রী শমী কায়সার প্রস্তাবিত  ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ চলচ্চিত্রটিও অনুদান তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ফলে ২০১৮-১৯ অর্থবছরে অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ৯টি চলচ্চিত্র হলো সাধারণ শাখায় মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, খান শারফুদ্দীন মোহাম্মদ আকরামের ‘বিধবাদের কথা’, কাজী মাসুদের  ‘অন্ত্যেষ্টিক্রিয়া’, লাকী ইনামের ‘১৯৭১ সেইসব দিন’, সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ ও শমী কায়সারের ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’, প্রামাণ্যচিত্র শাখায় হুমায়রা বিলকিসের ‘বিলকিস এবং বিলকিস’, পূরবী মতিনের ‘মেলাঘর’ এবং শিশুতোষ শাখায় আবু রায়হান মোঃ জুয়েলের ‘নসু ডাকাত কুপোকাত’।
 
সেই সাথে এ অর্থবছরে অনুদানপ্রাপ্ত ৫টি স্বর্ল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো জান্নাতুল ফেরদৌস আইভি’র ‘খিজিরপুরের মেসি’, জাহিদ সুলতানের ‘মিঠুর একাত্তর যাত্রা’, মোঃ নাজমুল হাসানের ‘রূপালী কথা’, ফারাশাত রিজওয়ানের ‘শেকল ভাঙার গান’ ও উজ্জ্বল কুমার মন্ডলের ‘ময়না’। 
 
#
 
আকরাম/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/সেলিম/২০১৯/২০৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                      নম্বর :  ১৯২১
 
ইন্টারনেট মানুষের অধিকারের জায়গায় পৌঁছেছে
                             -- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) : 
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ দ্রুত ডিজিটালাইজেশনে রূপান্তরের ধারাবাহিকতায় ইন্টারনেট দেশের মানুষের জন্য এক অত্যাবশ্যকীয় অধিকারের জায়গায় পৌঁছেছে। সামনের দিনে ইন্টারনেট ছাড়া কেউ কাজ করার বিষয়টি কল্পনাও করতে পারবে না। এই ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে। তিনি চ্যালেঞ্জ মোকাবিলায়  নিজেদেরকে অধিকতর সক্ষম করে গড়ে তুলতে বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কর্তৃপক্ষকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।
 
মন্ত্রী আজ ঢাকায় বিএসসিসিএল এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন।
 
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ^াস, অতিরিক্ত সচিব মোঃ আজিজুল ইসলাম এবং বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
 
বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক পরিদর্শনকালে মন্ত্রীকে  প্রতিষ্ঠানটির বিস্তারিত কর্মকা-, ভবিষ্যৎ পরিকল্পনাসহ দেশে  ব্যান্ডউইডথের ক্রমবর্ধনান চাহিদা মেটাতে চলমান বিভিন্ন কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে  অবহিত করেন। 
 
টেলিযোগাযোগ মন্ত্রী প্রতিষ্ঠানটির চলমান কর্মসূচি আরো বেগবান করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, আগামীতে ব্যান্ডউইডথের বিপুল চাহিদা অনিবার্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চতুর্থ শিল্প বিপ্লব বা ডিজিটাল শিল্প বিপ্লব যুগে বাংলাদেশ প্রবেশ করেছে। 
 
স্বল্পমূল্যে  সর্বোচ্চমানের দ্রুতগতিসম্পন্ন ব্যান্ডউইডথ সরবরাহ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবার  সকল সুবিধা তৃণমূল জনগোষ্ঠীর  দোরগোড়ায়  পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের  দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মোস্তাফা জব্বার বলেন, আগামী ৫ বছরের বাংলাদেশ হবে অচিন্ত্যনীয় অগ্রগতির এক বাংলাদেশ।
 
উল্লেখ্য, বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়া,  মধ্যপ্রাচ্য- পশ্চিম ইউরোপ- সিমিইউই-৪ এবং সিমিইউই- ৫ সাবমেরিন কেব্ল সিস্টেমে বিএসসিসিএল এর অংশীদারিত্ব রয়েছে। বিএসসিসিএল  দেশের বর্তমান চাহিদা মিটিয়েও ভারতের ত্রিপুরায় ব্যান্ডউইডথ রপ্তানি করছে।
 
#
 
শেফায়েত/ফারহানা/সঞ্জীব/সেলিম/২০১৯/২০৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                          নম্বর :  ১৯২০
 
বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের ইফতারে তথ্যমন্ত্রী
উন্নয়ন তথ্যপ্রবাহে হোন উদ্ভাবনী
 
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) : 
 
দেশের বিস্ময়কর উন্নয়নের তথ্য জনগণের কাছে আরো কার্যকরভাবে পৌঁছাতে সুচিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগে ব্রতী হতে তথ্য ক্যাডারের অফিসারদের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। 
 
আজ রাজধানীর কাকরাইলে নবনির্মিত তথ্য ভবন মিলনায়তনে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন আয়োজিত ইফতারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান। 
 
মন্ত্রী বলেন, ‘গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে গেছে। স্বল্প আয় থেকে মধ্য আয়ের ও খাদ্য ঘাটতি থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছি আমরা। বিস্ময়কর উন্নয়নের এইসব তথ্য জনগণের কাছে পৌঁছাতে তথ্য ক্যাডারের অফিসারবৃন্দ যে ভূমিকা পালন করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
 
‘তথ্যপ্রবাহের এই কাজকে আরো যুগোপযোগী ও কার্যকর করে তুলতে আপনাদের সুচিন্তিত পরামর্শ ও উদ্ভাবনী পরিকল্পনা সরকারকে সহায়তা করবে’ বলেন ড. হাছান মাহ্মুদ। 
 
তথ্যমন্ত্রী এ সময় তথ্য ক্যাডারের অফিসারদের শূন্যপদ পূরণ ও দ্রুত পদোন্নতির বিষয়গুলো যতেœর সাথে বিবেচনার আশ্বাস দেন। 
 
তথ্যসচিব আবদুল মালেক তার বক্তৃতায় তথ্য ক্যাডারের অফিসারদের চাকরির বিভিন্ন দিক ও উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেন। 
 
এসোসিয়েশনের সভাপতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের সভাপতিত্বে ও মহাসচিব ফায়জুল হকের সঞ্চালনায় তথ্যসচিব আবদুল মালেক, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আজহারুল হক ও মোঃ মিজান-উল-আলম, চলচ্চিত্র ও প্রকাশনা  অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারসহ তথ্য ক্যাডার ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন। 
 
#
 
আকরাম/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/সেলিম/২০১৯/২০৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৯১৯
  
শীঘ্রই শ্রমবাজার উন্মুক্ত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ও মালয়েশিয়ার আশাবাদ
 
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ আজ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী দাতো সেরি উতামা (ড.) মহিউদ্দিন ইয়াসিন এবং মানবসম্পদ মন্ত্রী তান কুলাসেগারানের সাথে মালয়েশিয়ায় তাঁদের কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক পৃথক বৈঠক করেছেন। 
বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার শীঘ্রই উন্মুক্ত হবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে এবং নীতিগতভাবে একমত পোষণ করেছে। এছাড়াও বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে অর্থবহ আলোচনা হয়েছে। 
বর্তমানে স্থগিত থাকা শ্রমবাজারকে উন্মুক্তকরণ প্রসঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী তান কুলাসেগারান বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীকে বলেন, বিষয়টি নিয়ে তার সরকার সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করে। খুব শীঘ্র বিষয়টি মন্ত্রিপরিষদে উত্থাপিত হবে। 
এ বিষয়ে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আগামী ৩০-৩১মে তারিখে একটি দ্বিপাক্ষিক যৌথ ওয়ার্কিং গ্রুপ (ঔডঈ) এর সভার প্রস্তাব করা হয়েছে। শ্রমবাজার সুস্থিত করার জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপের সভায় করণীয়সমূহ নির্ধারণের কথা বলা হয়েছে। 
এছাড়াও বৈঠকে উভয়পক্ষই মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বিদেশি কর্মীদের হয়রানি ও বঞ্চনার শিকার হওয়া সহ নানাবিধ সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে গুরুত্বরোপ করেন।
#
রাশেদুজ্জামান/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                      নম্বর : ১৯১৮
 
২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে
                                           -- বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) : 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ ২০২৪ সালে এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হবে। তখন বিশ্ববাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় ডব্লিউটিও’র সহযোগিতা প্রয়োজন হবে বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন। আজ তা সম্ভব হয়েছে। তিনি বলেন, ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। 
 
মন্ত্রী আজ ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী ‘ডঞঙ গরহরংঃবৎরধষ গববঃরহম ড়ভ উবাবষড়ঢ়রহম ঈড়ঁহঃৎরবং ২০১৯’ এ বক্তৃতা প্রদানের সময় এসব কথা বলেন। ভারতের বাণিজ্য, শিল্প এবং বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভূ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশ্বের ২৩টি উন্নয়নশীল দেশের মন্ত্রীরা এ সভায় যোগদান করছেন।
 
পরে টিপু মুনশি ভারতের বাণিজ্য, শিল্প এবং বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভূর সাথে একান্ত বৈঠক করেন। এসময় তিনি ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন পণ্যের ওপর ভারত কর্তৃক আরোপিত এন্টি ডাম্পিং ডিউটি প্রত্যাহারের অনুরোধ জানান। বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বড় ধরনের ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করা সম্ভব। তিনি বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। ভারতের মন্ত্রী সুরেশ প্রভূ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশের উন্নয়নে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
 
উল্লেখ্য, ইনফরমাল মিটিং অভ্ দ্য ডব্লিউটিও মিনিস্টার্স শিরোনামে এ মিটিং এ যোগদানের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ১১ মে ঢাকা ত্যাগ করেন। তিনি আগামী ১৫ মে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
 
#
বকসী/মাহমুদ/এনায়েত/রফিকুল/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৯১৭
  
ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে আর দূরত্ব নেই
                                                  --- অর্থমন্ত্রী
 
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :
মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীদের আর কোনো আপত্তি নেই। ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে যেটুকু ভুল বোঝাবুঝি হয়েছিল তা পুরোপুরি কেটে গেছে। আসছে বাজেটে কোনো পণ্যে ভ্যাটের হার বাড়বে না বরং কমবে। আইনগত কারণে ভ্যাট আইনের সব তথ্য এখন প্রকাশ সম্ভব নয়, তবে আইনে ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর কোনো কিছু থাকবে না। যার ফলে এনবিআরের সঙ্গে ব্যবসায়ীদের কোনো দূরত্ব নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ শেরে বাংলানগরে অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ভ্যাট আইন বাস্তবায়ন দু’একদিনের কাজ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া অর্থাৎ এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনযোগ্য। ভ্যাট আইন বাস্তবায়নের পরও যদি কোথাও কোনো সীমাবন্ধতা দেখা দেয় তাহলে তা জনবান্ধব ও ব্যবসাবান্ধব করতে পরিবর্তন করে সময়োপযোগী করা হবে। ভ্যাট আইন স্বচ্ছতার সঙ্গে আগামী পহেলা জুলাই থেকেই বাস্তবায়ন করা হবে। এই বিষয়ে ব্যবসায়ীরা সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন বলে জানান মন্ত্রী। 
ভ্যাট প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো পণ্যে ভ্যাট বাড়বে না বরং কমবে। তবে ভ্যাটের আওতা বাড়বে। সবকিছু জনবান্ধব আর দেশের অগ্রগতির লক্ষ্যে সুন্দরভাবে করা হবে। 
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইযা বলেন, ভ্যাট আইন বাস্তবায়নে কোনো সমস্যা থাকলে তা পরে সংশোধন ও পরিবর্তনের সুযোগ রয়েছে। ভ্যাট আইন সংস্কারে এফবিসিসিআই ও এনবিআরের যৌথ উদ্যোগে একটি ওয়ার্কিং গ্রুপ করা হবে, যারা ভ্যাট আইন সংস্কারে ভবিষ্যতে কাজ করবে।
সভায় আরো উপস্থিত ছিলেন ফেডারেশন অভ্ বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নব নির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ-এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আগামী পহেলা জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া ভ্যাট আইন নিয়ে সরকার ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা করছে না বলে অভিযোগ করে আসছে ব্যবসায়ীরা। একই সঙ্গে কোনো পণ্যে কত শতাংশ ভ্যাট বসবে তা নিয়েও অস্পষ্টতা রয়েছে বলে গত কয়েকদিন ধরে বলে আসছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। বিষয়টি সুরাহা করতে অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান বরাবর চিঠিও দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের তরফ থেকে। এমন বাস্তবতায় আজ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
#
তৌহিদুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৯১৬
  
চিকিৎসক-নার্সদের ঢাকায় বদলির তদবির গ্রাহ্য করা হবে না
                                       ---স্বাস্থ্যমন্ত্রী
 
ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢাকার বাইরে থাকা চিকিৎসক ও নার্সদের নানা অজুহাতে ঢাকায় পদায়নের ব্যাপারে নানাভাবে তদবির করা হয়। এসব তদবিরের কারণে ঢাকার বাইরে থাকা হাসপাতালগুলোতে বর্তমানে চিকিৎসক ও নার্সদের সংকট দেখা যাচ্ছে, যা মোটেও কাম্য নয়। ঢাকার মানুষের যেমন স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে, তেমনি ঢাকার বাইরের মানুষেরও চিকিৎসা সেবা দরকার আছে। সব চিকিৎসক, নার্সরা ঢাকায় আসার জন্য তদবির করে সফল হলে ঢাকার বাইরে স্বাস্থ্যসেবা ঝুঁকিপূর্ণ হবে। কাজেই ঢাকার বাইরে থেকে ঢাকায় আসার জন্য চিকিৎসক-নার্সদের আর কোনো তদবির গ্রাহ্য করা হবে না।’
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ঢাকার বাইরের হাসপাতালগুলোর পরিচালকদের সাথে সমন্বয় সভায় পরিচালকদের উদ্দেশে এসব কথা বলেন। 
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। ঢাকার বাইরের স্বাস্থ্য পরিচালক এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 
#
মাইদুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৭০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১৯১৫

 

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে
                                                         - ডব্লিউএফপি নির্বাহী পরিচালক

ঢাকা, ৩১ বৈশাখ (১4 মে) :

          বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এর নির্বাহী পরিচালক David M Beasley বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। সম্প্রতি ডাব্লিউএফপি এর নির্বাহী পরিচালক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে এক পত্র মারফত একথা জানান।

          পত্রে David M Beasley পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত শিশু ও মহিলাসহ  ১০ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় প্রদান ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে বিশ্ব  খাদ্য কর্মসূচি কাজ করার সুযোগকে স্বাগত জানান।

          নির্বাহী পরিচালক, রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশ সরকারের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।

#

তৌহিদুল/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/2019/১৫০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                              নম্বরঃ ১৯১৪

নাগরিক সেবামূলক অনলাইন-অফলাইন আইডিয়া প্রদর্শন

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে):

    মন্ত্রিপরিষদের নির্দেশনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আজ দিনব্যাপী ‘নাগরিকসেবায় উদ্ভাবনী পাইলট-উদ্যোগের পর্যালোচনা এবং শোকেসিং কর্মশালা-২০১৯’ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু নভোথিয়েটার অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

          কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৪টি প্রস্তাবিত নাগরিকসেবা ও  আইডিয়া প্রদর্শন করা হয়। অনলাইন ও অফলাইনবিষয়ক নাগরিক তথ্যসেবা সংক্রান্ত আইডিয়াভিত্তিক ৩৪টি স্টলে বিলবোর্ড আকারে বিভিন্ন মোবাইল ও ওয়েবভিত্তিক অ্যাপস এর কার্যক্রমও প্রদর্শন করা হয়।

          প্রতিমন্ত্রী ব্যাপক ও সহজলভ্য নাগরিকসেবার জন্য মন্ত্রণালয় ভিত্তিক একটি ‘কলসেন্টার’ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বক্তারা ইতিপূর্বে উদ্ভাবিত অ্যাপসগুলোর যথাযথ আপডেটসহ স্বল্পশিক্ষিত জনগণের জন্য ওয়েবভিত্তিক অ্যাপের বদলে মোবাইলভিত্তিক অ্যাপস উদ্ভাবনের আহ্বান জানান।

          মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও চিফ ইনোভেশন অফিসার তৌফিকুল আরিফের সভাপতিত্বে সচিব রইছউল আলম মণ্ডল, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমেদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মোঃ রাশেদুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ডিজি নাথুরাম সরকার উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

#

শাহ আলম/অনসূয়া/নাছির/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৪২৯  ঘন্টা      

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১৯১৩

কবি হায়াৎ সাইফের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) :

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি ও অনুবাদক হায়াৎ সাইফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।    

স্পিকার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

এছাড়াও পৃথক শোকবার্তায় ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কবি হায়াৎ সাইফের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন।    

#

তারিক/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৯/১৩৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১৯১২

কবি হায়াৎ সাইফের মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ৩১ বৈশাখ (১৪ মে) : 

একুশে পদকপ্রাপ্ত কবি হায়াৎ সাইফের মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জানান, বিশিষ্ট কবি ও অনুবাদক হায়াৎ সাইফ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। সাবেক এ আমলা সাহিত্যচর্চার পাশাপাশি দেশের স্কাউটিংয়ে বিশেষ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের সাহিত্যাঙ্গনে অপূরণীয় ক্ষতি হল। সাহিত্যচর্চায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের মানুষ তাঁকে দীর্ঘকাল স্মরণে রাখবে।

প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

#

ফয়সল/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৯/১৩০০ ঘণ্টা 

Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon