Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী ২৮ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭১৭
 
 মোবাইল অ্যাপ ট্রেনের সেবাকে আরো সহজ করবে
                                     --- রেলপথ মন্ত্রী
 
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) : 
বর্তমান সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতকৃত রেলসেবা মোবাইল অ্যাপটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন আজ উদ্বোধন করেন। 
মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে রেলওয়ে অ্যাপ এর মাধ্যমে টিকিট বিক্রির কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তিনি একটি দুর্নীতি মুক্ত আধুনিক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে রেলওয়ে সেবার মান বৃদ্ধি ও ই-টিকেটিং ব্যবস্থা আরো জোরদার করার জন্য তথ্যপ্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মোবাইল অ্যাপ ট্রেনের সেবাকে আরো সহজ করবে। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়ন, সেবার মান বৃদ্ধি, টিকিট কালোবাজারি রোধ ও ই-টিকেটিং ব্যবস্থা আরো জনবান্ধব করার লক্ষ্যে রেলসেবা মোবাইল অ্যাপটি প্রস্তুত করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে একজন যাত্রী যেসব সুবিধা পাবে; সেগুলো হলো- সকল ইন্টারসিটি ট্রেনের টিকিট ক্রয়, নির্দিষ্ট গন্তব্যের ভাড়া, টিকিট প্রাপ্যতা, ট্রেন রুট ও ট্রেনের সময়সূচির সম্পর্কে জানতে পারবেন। জার্নি হিস্ট্রি জানতে, কোচ ভিউ দেখতে ও সিট চয়েস করতে পারবেন। গুরুত্বপূর্ণ স্টেশনের নম্বর, খাবার মেন্যু, মূল্য তালিকা এবং ক্যাটারার ম্যানেজারদের যোগাযোগ নম্বরসমূহ এর মাধ্যমে পাওয়া যাবে। পরবর্তীতে এই অ্যাপটি হতে যে কোনো যাত্রী তার নিজের অথবা তার পরিবারের জন্য সহজেই খাবার ক্রয় করতে পারবেন। 
মন্ত্রী জানান, বর্তমানে অ্যাপের মাধ্যমে ১২টি সেবা পেলেও ভবিষ্যতে ৩৫টি সেবা দেয়া হবে। রেল সেবা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ব্যবহার করা যাবে। এই রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাপ হতে টিকিট ক্রয় করা যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মোঃ মজিবুর রহমান। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ কাজী রফিকুল আলম এবং মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
#
শরিফুল/নাইচ/মোশারফ/জয়নুল/২০১৯/২২১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭১৬
 
প্রবাসী নারী শ্রমিকরা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন
                                            --- পরিকল্পনা মন্ত্রী
 
 
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) :
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রবাসী নারী শ্রমিকরা আমাদের অর্থনীতিতে মূল্যবান অবদান রাখছেন। তিনি বলেন, যে গ্রামাঞ্চল থেকে তারা যায়, সেই গ্রামেই তারা ফিরে আসে। এসে কিছু সম্পদ বৃদ্ধি করে, ঘর তৈরি করে, ছোটখাটো দোকান দেয়-যা তাদের জীবনমান উন্নয়নসহ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
মন্ত্রী আজ ঢাকায় স্থানীয় এক হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউশন অভ্ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত বিআইডিএস ক্রিটিক্যাল কনভারসেশন-২০১৯ (ইওউঝ ঈৎরঃরপধষ ঈড়হাবৎংধঃরড়হ-২০১৯)  শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি হিসাবের বাইরেও নারী অভিবাসন হচ্ছে যা প্রত্যাশিত নয়। এগুলো রুলস রেগুলেশনের মধ্যে আনা উচিত বলে মনে করেন তিনি। কারণ দালালদের প্রলোভনে বিদেশে গিয়ে তারা নানাভাবে প্রতারিত বা নির্যাতনের শিকার হচ্ছেন।
শিক্ষিতদের কর্মসংস্থানের প্রত্যাশা নিয়ে হতাশা প্রকাশ করে মন্ত্রী বলেন, শিক্ষিতরা গ্রামে যেতে চান না বা এমন চাকরি চান, যেখানে আরামে বসে থাকবেন-এটা কর্মসংস্থান নয়। অর্থনীতিতে এ ধরনের কর্মসংস্থানের কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। যে শ্রমিক কৃষক, তারা বেকার নয় এ দেশে। তারা উৎপাদন করছে এবং সরকার এতে খুশি, বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম এবং বিআইডিএসের মহাপরিচালক ড. কে এ এস মুর্শিদ।
#
শাহেদ/নাইচ/মোশারফ/জয়নুল/২০১৯/২১৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭১৫
 
ঢাকা ও যশোর বোর্ডের এইচ এস সি পরীক্ষার
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্রের পরীক্ষা ৭ মে
 
 
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) :
চলমান এইচ এস সি পরীক্ষা ২০১৯ এর ঢাকা ও যশোর বোর্ডের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্রের পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। 
ঢাকা বোর্ডের অধীন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রের এবং যশোর বোর্ডের খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন কপিলমুনি- ২১৭ কেন্দ্রের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্রের (বিষয় কোড ২৯৩) প্রশ্ন পত্রের প্যাকেট খুলে দেখার কারণে আগামীকাল ২৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই পরীক্ষাটি বাতিল করে পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
আগামী ৭ মে বিকাল ২টায় এইচ এস সি পরীক্ষার ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্রের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
#
 
খায়ের/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২০৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭১৪
 
নুসরাত হত্যা মামলায় অভিযুক্ত অধ্যক্ষ ও ইংরেজি প্রভাষকের এমপিও স্থগিত
 
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) :
ফেনী জেলার সোনাগাজী উপজেলাধীন সোনাগাজী ইসলামিয়া ফাজিল  মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি ও আগুনে পুড়িয়ে  হত্যা মামলায় অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা (ইনডেক্স নং ৩০৪১১১) এর এমপিও স্থগিত করা হয়েছে এবং  নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার সাথে জড়িত ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক আফসার উদ্দীন (ইনডেক্স নং ২০৩০৫০৮) এর এমপিও স্থগিত করা হয়েছে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ এ তথ্য জানান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর আলোকে তাদের এমপিও স্থগিত করা হয়েছে। 
উল্লেখ্য, অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং প্রভাষক আফসার উদ্দিন এ হত্যা মামলায় বর্তমানে কারাগারে আছে।
#
খায়ের/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭১৩

পরিবেশ সংরক্ষণ করতে হলে বন সংরক্ষণ করতে হবে
                                         --- পরিবেশ মন্ত্রী 
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) : 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন সংরক্ষণ করতে হবে। বনজ বৃক্ষের সাথে সাথে বেশি পরিমাণ ফলদ বৃক্ষও রোপণ করতে হবে। সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন ও এসডিজি কার্যকর করার লক্ষ্যে সবাইকে একযোগে  কাজ করতে হবে। বনের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশে বসবাস করা সম্ভব হবে না। বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই) তাদের উন্নত ও অত্যাধুনিক গবেষণাগারের মাধ্যমে বন সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
মন্ত্রী আজ চট্টগ্রামে বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই) পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 
মোঃ শাহাব উদ্দিন বলেন, অতীতে যে সকল বৃক্ষ আমাদের পরিবেশ থেকে হারিয়ে গেছে গবেষণার মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে। জনগণকে  গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে। যে কোন অনুষ্ঠানে প্রিয়জনকে গাছের চারা উপহার দেয়ার জন্য মন্ত্রী জনগণকে আহ্বান জানান। তিনি আরো বলেন, বাঁশ দিয়ে যে সব আসবাবপত্র তৈরি হয় তা সত্যি একটি শৈল্পিক উদ্ভাবন। বিএফআরআই বাঁশের যে আসবাবপত্র তৈরি করেছে তা প্রশংসার যোগ্য। সাধারণ জনগণ জানবে বাঁশ দিয়ে উন্নতমানের আসবাবপত্র তৈরি করা সম্ভব। 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এসময় উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব আলমগীর মুহম্মদ মনসুরউল আলমসহ বিএফআরআই পরিদর্শন করেন। এ সময় তিনি বেশ কিছু গাছের চারা রোপণ করেন। 
বিএফআরআইয়ের পরিচালক ড. খুরশিদ আক্তারের সভাপতিত্বে সভায় বিএফআরআইয়ের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মোঃ মাসুদুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় ড. খুরশিদ আক্তার প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমের তথ্যচিত্র তুলে ধরেন।
#
পাশা/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৯৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর :১৭১২ 
 
ইউএসটিআর প্রতিনিধি-বাণিজ্যমন্ত্রী বৈঠক
তৈরিপোশাকের উপযুক্ত মূল্য নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান
 
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) : 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,  মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরিপোশাকের উপযুক্ত মূল্য নিশ্চিত করা প্রয়োজন। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশ তৈরিপোশাক সেক্টরে আমূল পরিবর্তন এনেছে। তৈরিপোশাক কারখানাগুলো আধুনিক ও কর্মবান্ধব করা হয়েছে। ফায়ার ও বিল্ডিং সেফটি নিশ্চিত করা হয়েছে। এখন শ্রমিকরা নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে কাজ করছে। 
বাণিজ্যমন্ত্রী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে বিশ^মানের পণ্য উৎপাদন করতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে শ্রমিকদের অধিকার ও উপযুক্ত মজুরি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে একের পর এক গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠছে। বিনিয়োগ বৃদ্ধির ফলে তৈরিপোশাকের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পয়েছে। সে তুলনায় ক্রেতাগোষ্ঠী পণ্যের মূল্য বৃদ্ধি করছে না। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরিপোশাকের বড় রপ্তানি বাজার। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের উপযুক্ত মূল্য নিশ্চিত করা এখন জরুরি।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ডেপুটি এসিসটেন্ট ইউএসটিআর জেবা রিয়াজউদ্দিন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইয়াল আর মিলার (ঊধৎষ জ গরষষবৎ) সহ বৈঠকে অংশগ্রহণকারী ১২ সদস্যের মার্কিন প্রতিনিধিদলের সাথে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান। 
মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান। বাংলাদেশ সরকার বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছে। বাংলাদেশ মার্কিন বিনিয়োগ আশা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার খুবই আন্তরিক। 
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ডেপুটি এসিসটেন্ট ইউএসটিআর জেবা রিয়াজউদ্দিন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সভায় যুক্তরাষ্ট্র হতে আমদানিকৃত তুলার দ্বিত্ব ফিউমিগেশন, ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস, যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসি অবহিতকরণ, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ বিষয় তুলে ধরা হয়। বাংলাদেশের পক্ষ হতে দ্বিপাক্ষিক বিষয়ে জিএসপি, বাংলাদেশের পণ্য রপ্তানিতে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশে বিনিয়োগ,  এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো সভায় তুলে ধরা হয়।
#
বকসী/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০২৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর :১৭১১ 
 
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে যোগ দেবে ভয়েস অভ্ আমেরিকা
     ---তথ্যসচিব
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) :
২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিশ্বব্যাপী প্রচার কার্যক্রমে যোগ দেবে জনপ্রিয় বেতার মাধ্যম ভয়েস অভ্ আমেরিকা। 
আজ সচিবালয়ে তথ্যসচিব আবদুল মালেক এর সাথে বাংলাদেশ সফররত ভয়েস অভ্ আমেরিকার আঞ্চলিক বিপণন পরিচালক উৎ. ঔড়ুপব ঘমড়য এবং দক্ষিণ এশিয়া বাণিজ্য প্রসার প্রতিনিধি গড়হড়ল জড়ু এর বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়। 
১৯৪২ সনে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের এই বিশ্বগণমাধ্যম সংস্থাটি গত ৬১ বছর ধরে বাংলায় অনুষ্ঠান প্রচার করে বাংলা ভাষাভাষীদের কাছে যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে তার প্রশংসা করে তথ্যসচিব বলেন, ‘আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী প্রচার কার্যক্রমে বিবিসি, এনএইচকে ও অন্যান্য বৈশ্বিক গণমাধ্যমের পাশাপাশি ভয়েস অভ্ আমেরিকার সহযোগিতাও কামনা করি।’ 
ভয়েস অভ্ আমেরিকার প্রতিনিধিদ¦য় এ বিষয়ে তাদের সংস্থার পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন। সচিব আবদুল মালেক উত্থাপিত প্রস্তাব অনুযায়ী ড. জয়েস গোহ এবং মনোজ রায় জানান, ২০২০ সনের ১৭ মার্চ থেকে ২০২১ সনের ১৭ মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ ঘোষিত এক বছর নিয়মিতভাবে বঙ্গবন্ধুর ওপর বিভিন্ন অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা নেবে ভয়েস অভ্ আমেরিকা। তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ অফিসার বৈঠকে উপস্থিত ছিলেন।
#
আকরাম/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৯১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭১০
 
ইইউ দেশের সাথে বৈঠকে বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ পদ্ধতি দুর্নীতিমুক্ত ও সহজ করা হয়েছে
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) : 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহজ করেছে। ইউরোপীয়ন ইউনিয়ন (ইইউ) এর সাথে বাংলাদেশের বাণিজ্য দীর্ঘদিনের। ইউরোপীয়ন ইউনিয়ন এভ্রিথিংস বাট আর্মস (ইবিএ) এর আওতায় বাংলাদেশকে বাণিজ্য সুবিধা দিচ্ছে। সে জন্য বাংলাদেশ কৃতজ্ঞ। ইউরোপীয়ন ইউনিয়ন এর সাথে চলমান বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন বাধা দূর করতে বছরে ২ বার বৈঠক করে থাকে। 
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ উদার বাণিজ্য নীতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে  বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুগতিতে এগিয়ে চলছে। ইউরোপীয়ন ইউনিয়ন বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার। ইউরোপীয়ন ইউনিয়ন এর বিনিয়োগকারীগণ এ সকল ইকোনমিক জোনে বিনিয়োগ করলে লাভবান হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা সহজ করতে নির্দেশনা প্রদান করেছেন। বাণিজ্য ও বিনিয়োগ পদ্ধতি দুর্নীতিমুক্ত ও  সহজ করা হয়েছে। কোনো কাজে হয়রানির সুযোগ নেই। এখন এক অফিসেই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের কাজ সহজ করা হয়েছে। যাতে কোনো ব্যবসায়ী হয়রানির শিকার না হন, সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী আজ ঢাকায়  বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘পঞ্চম ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ’ এ বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।  
মন্ত্রী বলেন, বাণিজ্য নিয়ে ৫টি সেক্টরে বিভিন্ন সময়ে জটিলতা দেখা যায়। এগুলো হলো-ইমপোর্ট ডিউটিজ/কাস্টমস/ট্রেড ফেসিলিটেশন, ফাইনান্সিয়াল ফ্লোজ, ফার্মাসিটিকেলস, ট্যাক্স রিজিমস, লাইসেন্স এন্ড ইনভেস্টমেন্ট ইন দ্য সার্ভিস সেক্টর। এ সেক্টরগুলোর সমস্যা সমাধানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। বিগত ৪টি ডায়ালগে অনেক সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করা হয়েছে। এবারের ডায়ালগ খুবই আন্তরিক পরিবেশে অনুষ্ঠি হয়েছে। 
ইউরোপীয়ন ইউনিয়নের ডেলিগেশন প্রধান এবং ইইউ অ্যাম্বাসেডর রেনসজি টেরিংক (জবহংলব ঞববৎরহশ) বলেন, বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ ফলপ্রসূ হয়েছে। খুবই আন্তরিক পরিবেশে সকল সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে, আশা করি আগামীতে আর কোনো সমস্যা থাকবে না। উভয় দেশের বেসরকারি উদ্যোক্তাগণ ডায়ালগে উপস্থিত থাকায় সমস্যা চিহ্নিত ও সমাধান সহজ হয়েছে। বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। 
বৈঠকে ইউরোপীয়ন ইউনিয়নের বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধি এবং বাংলাদেশ পক্ষে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাণিজ্যসচিব মোঃ মফিজুল ইসলাম, বিডা’র নির্বাহী চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
বকসী/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭০৯
 
ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) :                              
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমানের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার জরাধ এধহমঁষু উধং সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল এবং হাইকমিশনের ঋরৎংঃ ঝবপৎবঃধৎু (চড়ষরঃরপধষ) খধাধহুধ কঁসধৎ উপস্থিত ছিলেন। 
 
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গা নাগরিকদের জন্য ভারত সরকার কি ধরনের সহযোগিতা করতে পারে এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দ্রুত তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই সরকারের মূল লক্ষ্য ও প্রচেষ্টা। এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা দরকার বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন।
 
প্রতিমন্ত্রী আরো বলেন, মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের কারণে পাহাড় ও বন উজার করে বসতি স্থাপন করায় পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই রোহিঙ্গাদের নিজদেশ মিয়ানমারে ফেরত পাঠাতে ভারতকে ভূমিকা রাখতে প্রতিমন্ত্রী এ সময় আহ্বান জানান।
#
সেলিম/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৮৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭০৭
 
এলোভেরা চাষে চীনের আগ্রহ প্রকাশ
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) : 
আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে চীনা প্রতিষ্ঠান ঝযবঢ়যবৎফ এৎড়ঁঢ় এর চেয়ারম্যান কধড় ডবহ-ঋঁ এর নেতৃত্বে এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
 
এ সময় প্রতিনিধিদলের সাথে এলোভেরা চাষ ও রপ্তানি নিয়ে কথা হয়। এ ছাড়া দেশে উৎপাদিত বিভিন্ন সবজি ও ঔষধি গাছ নিয়ে আলোচনা হয়। তারা বাংলাদেশে এলোভেরা চাষ ও এর রপ্তানি করতে চায়, এ জন্য  শুল্ক সুবিধার বিষয়ে মন্ত্রীকে বলেন। কৃষিমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেন এবং বলেন, কৃষিক্ষেত্রে যে কোনো সহযোগিতা করতে সরকার সব সময় প্রস্তুত। 
#
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭০৮ 
 
সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) 
আজ কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ’র প্রথম সভা অনুষ্ঠিত হয়। কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় আরো ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বেগম মতিয়া চৌধুরী, এইচ এন আশিকুর রহমান, মোঃ আব্দুল হাই এমপি, প্রাক্তন কৃষি সচিব মনজুর হোসেন, মোঃ জোয়াহেরুল ইসলাম সহ কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান, শিল্প সচিব মোঃ আবদুল হালিম, বিসিআইসি’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 
 
সভায় ফসলের নিবিড়তা, আবাদকৃত ফসল বিশেষভাবে ভুট্টার আবাদ বৃদ্ধি, উচ্চ মূল্য ফসল, ফলবাগান স্থাপন, শস্য বিন্যাস, সুষম মাত্রায় সার ব্যবহার এবং বিগত অর্থবছরের চাহিদা বরাদ্দ ও ব্যবহারের ওপর ভিত্তি করে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য সারের চাহিদা তুলে ধরা হয়েছে।
 
#
গিয়াস/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭০৬
 
বঙ্গবন্ধুর চিন্তা চেতনার আলোকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে
              ---এইচ টি ইমাম
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) : 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈল্পিক ও বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা দিয়ে দেশ গড়ার চেষ্টা করেছেন। তিনি শুধু বাংলাদেশের স্থপতি নন, তিনি বাংলাদেশ নির্মাণের প্রকৌশলীও। এখন সকলের দায়িত্ব বঙ্গবন্ধুর চিন্তার আলোকে দেশ ও জনগণের জন্য কাজ করা। 
আজ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম অডিটোরিয়ামে টাঙ্গাইল জেলা সংবাদিক ফোরাম আয়োজিত টাঙ্গাইল জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ আশরাফ আলী। 
এইচ টি ইমাম বলেন, আমাদের লক্ষ্য ২০৪১ সালের আগে আধুনিক, তথ্যপ্রযুক্তি সম্পন্ন উন্নত বাংলাদেশের। আগামী দুই এক বছরের মধ্যে প্রবৃদ্ধি হবে ডাবল ডিজিটের, আমরা অন্যের সাথে তাল মিলয়ে নয় তাদের থেকে দ্রুত এগিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, ‘দ্রুত শিল্পকারখানা গড়ে ওঠার ফলে বনাঞ্চল, কৃষি জমি কমে গেছে। সরকার একশটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে। এর বাইরে শিল্পকারখানা হবে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থপনায় আমরা সচেতন।’
সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ বিশ্বের মাঝে একটি সম্ভাবনাময় দেশ। এখানে কোটি কোটি তরুণ প্রজন্ম দেশের প্রতি গভীর ভালোবাসা লালন করে। এই দেশকে নিয়ে স্বপ্ন দেখে। তরুণ প্রজন্ম নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী কিছু করতে উদ্যমী হয়। এই তরুণ প্রজন্মই আমাদের শক্তি, আমাদের স্বপ্ন। স্বপ্নিল দেশ গড়তে ওদের জেগে ওঠা খুবই জরুরি। শ্রেষ্ঠত্বের আসনে নিজেদের উপস্থাপন করতে হবে। শক্ত হাতে গড়তে হবে তারুণ্যের পথ।  
মন্ত্রী আরো বলেন, ‘টাঙ্গাইলকেও আমাদের দেওয়ার অনেক কিছু আছে। আমরা সবাই মিলে টাঙ্গাইলকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করে একটি আধুনিক টাঙ্গাইলে রূপান্তর করব। দেশের বিভিন্ন জায়গায় ইকোনমিক জোন হবে। আমরা টাঙ্গাইলেও ইকোনমিক জোন করব। সেখানে শিল্পকারখানা গড়ে উঠবে এবং আমাদের টাঙ্গাইলের ছেলে-মেয়েরা চাকুরি পাবে।’
 
#
গিয়াস/ফারহানা/রাহাত/রফিকুল/আব্বাস/২০১৯/ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭০৫ 
পর্যটন বিকাশে তরুণ উদ্যোক্তাদের সহায়তা করতে পারে ব্যাংকিং সেক্টর
                                                            --- পর্যটন প্রতিমন্ত্রী
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) : 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, পর্যটনের বিকাশে তরুণ উদ্যোক্তাদের সহায়তা করার জন্য ব্যাংকিং সেক্টরকে এগিয়ে আসতে হবে। পর্যটন সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য তরুণ ও নবীন উদ্যোক্তাদের ব্যাংক সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করলে তারা উপকৃত হবে। 
প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত বাংলাদেশের পর্যটন বিকাশে ব্যাংকিং সেক্টরের অবদান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইউএনডিপি’র এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানব উন্নয়নের প্রতিবেদনে বাংলাদেশকে তরুণ জনগোষ্ঠীর দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে তরুণদের এই শক্তি কাজে লাগাতে হবে, তরুণদের সুযোগ দিতে হবে। 
মাহবুব আলী বলেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির আকার বৃদ্ধির সাথে সাথে তা আরো দৃঢ হয়েছে। ব্যাংকিং খাত পূর্বের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী। এখন সময় এসেছে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ করার। বিভিন্ন পর্যটন স্পটের অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করতে পারে। দেশীয় পর্যটকদের জন্য সহজ শর্তে পর্যটন ঋণের ব্যবস্থা করতে পারে যাতে তারা ঘুরে এসে ইনস্টলমেন্টের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ তাদের গ্রাহকদের পর্যটনে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজও ঘোষণা করতে পারে। এছাড়া বিমা কোম্পানিগুলো পর্যটকদের সুবিধার জন্য পর্যটক বিমা চালু করতে পারে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের পর্যটন বিষয়ক গবেষণার জন্য বৃত্তি প্রদান করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করার জন্য তাদের প্রতি অনুরোধ জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শোয়েব-উর- রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আরো বক্তৃতা করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অভ্ বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক মুজিব উদ্দিন আহমেদ ও অধ্যাপক আফজাল হোসেন।
#
তানভীর/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৮৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৭০৪
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
 
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) :
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩য় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। 
কমিটির সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, পঞ্চানন বিশ্বাস, মোঃ আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী ও কাজী কানিজ সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।
অগ্নিকান্ডের ঘটনা, বন্যা ঝুঁকি, বজ্রপাত ও ঘুর্ণিঝড় মোকাবেলা বিষয়ে মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটি’র নিকট একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
কমিটি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনবার্সন বিষয়ে বিস্তারিত আলোচনা করে এবং রোহিঙ্গাদের বাস্তব অবস্থা সরেজমিনে দেখতে অতিদ্রুত কক্সবাজারে রোহিঙ্গাক্যাম্প পরিদর্শনের সুপারিশ করে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
 
#
 
নুরুল/নাছির/রবি/জসীম/শামীম/২০১৯/১৫৫৩ ঘণ্টা  
 
 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৭০৩
 
অভিজ্ঞ কর্মকর্তাদের পিডি নিযুক্ত করতে হবে
                              -মৎস্য প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) :
মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ঠিকাদারদের নিকট থেকে মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পসমূহের ১০০ ভাগ কাজ আদায়ে প্রকল্প পরিচালকদের ঢাকার প্রধান কার্যালয়ে বসে না থেকে মাঠের কার্যক্রম-পরিদর্শনের প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন। প্রকল্পের মেয়াদ শেষের আগেই অভিজ্ঞ পিডিদের অবসরে যাওয়া এবং অসময়ে অনভিজ্ঞ নতুন পিডি-নিয়োগে চলমান কাজের মারাত্মক ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, চাকরি অন্তত চারবছর আছে, এমন কর্মকর্তাদের পিডি হিসেবে নিয়োগ দিতে হবে যাতে তারা সফলভাবে প্রকল্পের সমাপ্তি টানতে পারেন।  
প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ উপখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯ মাসের কাজের রিভিউ সংক্রান্ত সভায় বক্তৃতাকালে এসব কথা
Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon