Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ১৮ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৯৩৬

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের অধীনে বিচার কার্যক্রমের তদন্ত সংস্থা পুনর্গঠন

                       

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

 

International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর Section 8(1) এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত Act এর Section 3 এ বর্ণিত অপরাধসমূহের তদন্ত পরিচালনার উদ্দেশ্যে গঠিত তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৫ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে।

 

১০ জন কর্মকর্তার সমন্বয়ে পুনর্গঠিত তদন্ত সংস্থার সদস্যরা হলেন ‘বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি মোঃ মাজহারুল হক, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মুহম্মদ শহিদুল্যাহ চৌধুরী, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর, পিবিআই হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোহাঃ মনিরুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চ ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জানে আলম খান, ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল ঢাকার সহকারী পুলিশ সুপার সৈয়দ আব্দুর রউফ, সিআইডি ঢাকা মেট্রোর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ইউনুছ, রাজশাহীর চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মাসুদ পারভেজ,  আরআরএফ ঢাকার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আলমগীর সরকার এবং সিআইডি ঢাকা মেট্রো (উত্তর), এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মশিউর রহমান।’

 

তদন্ত সংস্থার কর্মপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তদন্ত সংস্থার কর্মকর্তাগণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের অধীনে পরিচালিত বিচার অনুষ্ঠানের লক্ষ্যে তদন্তকার্য সম্পাদন ও ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে সহায়তা প্রদান করবেন।’

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘তদন্ত সংস্থার অন্তর্ভুক্ত যে সকল সদস্য বর্তমানে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত আছেন, তাঁরা প্রেষণে নিয়োজিত আছেন মর্মে গণ্য হবেন। যে সকল সদস্য বর্তমানে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত নন, তাঁরা যে পদ হতে অবসর গ্রহণ করেছেন এবং ঐ পদে যে মূল বেতন ও ভাতাদি আহরণ করেছেন, বর্তমানে তাঁরা অবসরকালীন আহরিত মূল বেতনের জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর করেস্পন্ডিং স্কেলে মূল বেতন ও ভাতাদি সাকুল্য হিসাবে প্রাপ্য হবেন।’

 

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, ‘তদন্ত সংস্থায় উল্লিখিত কর্মকর্তাগণের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ যোগদানের তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছর পর্যন্ত উক্ত পদে বহাল থাকবেন। প্রেষণে নিয়োজিত কর্মকর্তাগণ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক তদন্ত সংস্থায় কর্মরত থাকবেন।’

 

এতে আরো বলা হয়েছে, ‘তদন্ত সংস্থা পুনর্গঠন এবং জনবল নিয়োগ, অন্তর্ভুক্তকরণ ও চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে ইতোপূর্বে জারিকৃত প্রজ্ঞাপনসমূহ বাতিল বলে গণ্য হবে।’

#

 

ফয়সল/খায়ের/রানা/সঞ্জীব/সেলিম/২০২৪/২৩১০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৯৩৫

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

 

মূলবার্তা:

১ নভেম্বর হতে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে।’--পরিবেশ উপদেষ্টা

 

#

 

দীপংকর/খায়ের/রানা/সঞ্জীব/সেলিম/২০২৪/১৮৩৫ ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর: ৯৩৪

 

ইউকে ও আইএমও এর এসটিসিডব্লিউ কনভেনশনের

অধীনে প্রদত্ত মেরিটাইম শিক্ষা ও সনদায়নের পারস্পরিক স্বীকৃতি

 

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

          ইউনাইটেড কিংডম (ইউকে) ও বাংলাদেশ, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কনভেনশনের অধীনে প্রদত্ত ‘মেরিটাইম শিক্ষা ও সনদায়নের’ পারস্পরিক স্বীকৃতি দিতে সম্মত হয়েছে।

          গত ১৭ আগস্ট ২০২৪ তারিখে এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হলেও এর কপি নৌপরিবহন অধিদপ্তরে পৌঁছায় গত ১৭ সেপ্টেম্বর। বাংলাদেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম এবং ইউকে এর পক্ষে তাদের মেরিটাইম এন্ড কোস্টগার্ড এজেন্সির প্রধান পরীক্ষক অজিত জ্যাকব।

          এসটিসিডব্লিউ কনভেনশনের রেগুলেশন আই/১০ এর অধীনে মোট ২৮টি দেশের সাথে বাংলাদেশের চুক্তি রয়েছে যাদের মধ্যে অন্যতম জার্মানি, ইতালি, বেলজিয়াম ও সিঙ্গাপুর। বর্তমানে প্রায় ২০ হাজার বাংলাদেশি নাবিক তথা সিফেয়ারারদের মধ্যে ৯০ শতাংশ বিদেশি পতাকাবাহী জাহাজে চাকরি করছে। তাই বাংলাদেশি সিফেয়ারারদের চাকরির বাজার সম্প্রসারণের জন্য বড় ও নামকরা মেরিটাইম দেশগুলোর স্বীকৃতি একান্ত প্রয়োজন।

          আইএমও এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত এবং ইউকে এর মেরিটাইম শিক্ষা এবং সনদায়ন আন্তর্জাতিক মানসম্মত এবং ঐতিহ্যের ধারক। ফলে অনেক বাংলাদেশি সিফেয়ারাই  ইউকে হতে প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে এবং যাতে  প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়। বাংলাদেশকে প্রদত্ত এই স্বীকৃতির মাধ্যমে এই প্রবণতা কমে আসবে। এছাড়া এই স্বীকৃতির ফলে ইউকে এর জাহাজগুলোতে বাংলাদেশি নাবিকরা অবাধে চাকরি করার সুযোগ পাবে। প্রকারান্তরে এর মাধ্যমে আরো অনেক বাংলাদেশি সিফেয়ারারদের কাজের ক্ষেত্র প্রসারিত হবে।

          উল্লেখ্য, নৌপরিবহন অধিদপ্তর বাংলাদেশে আইএমও এর ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করে থাকে এবং মেরিটাইম শিক্ষার মান নিয়ন্ত্রণ ও সনদায়ন তাদের অন্যতম প্রধান দায়িত্ব।

          সাম্প্রতিক সময়গুলোতে আইএমও কাউন্সিলে নির্বাচিত হওয়া, এমভি আব্দুল্লাহ জলদস্যু হতে মুক্তির পাশাপাশি এই স্বীকৃতি ও চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সরকারের আরো একটি সাফল্য অর্জিত হলো।

#

আসিফ/খায়ের/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২২৪৫ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৯৩৩

 

কর্মসংস্থান সৃষ্টি করতে বাংলাদেশে ইন্ডাস্ট্রি স্থাপন করতে জাপানের প্রতি আহ্বান ক্রীড়া উপদেষ্টার

                       

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

 

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আধুনিক ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুবসমাজকে প্রশিক্ষিত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বাংলাদেশে জাপানের কারিগরি সহায়তায় ইন্ডাস্ট্রি স্থাপন করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন। যুবসমাজ থেকে বেকারত্ব দূর করতে আধুনিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির ওপর জোর দেন তিনি।

 

উপদেষ্টার সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরির সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রদূত নতুন দায়িত্বের জন্য উপদেষ্টাকে অভিনন্দন জানান। এ সময়  দু’দেশের পারষ্পরিক অর্থনৈতিক সম্পর্ক এবং তরুণদের এমপ্লয়মেন্টের নানাবিধ সুযোগ-সুবিধার বিষয়েও তুলে ধরা হয়।

 

জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশের অনেক দক্ষ তরুণ জাপানের বিভিন্ন আইটি কোম্পানিতে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে এমন আরো অনেকেই পড়াশোনা করছে। ভবিষ্যতে জাপানের তরফ থেকে আরো সুযোগ আসবে। এছাড়া তরুণদের কর্মসংস্থানে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী শিক্ষণ প্রশিক্ষণের আহ্বান জানান। খেলাধুলার বিভিন্ন অঙ্গনে কোচ কিংবা প্রশিক্ষণ সহায়তা দিয়েও পাশে থাকার নিশ্চয়তা দেন জাপানের রাষ্ট্রদূত।

 

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

#

 

আলম/খায়ের/রানা/সঞ্জীব/সেলিম/২০২৪/২১৩০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৯৩২

 

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে ইউনেস্কো, ইউএনডিপি, ইউএনএফপিএ,

ইউএনএইডস এবং ইউএন ভলান্টিয়ার এর প্রতিনিধিদের সাক্ষাৎ
 

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে আজ সচিবালয়ে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (UNESCO), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA), ইউএনএইডস (UNAIDS) এবং ইউএন ভলানটিয়ার এর প্রতিনিধিবৃন্দ সাক্ষাৎ করেছেন।

 

সাক্ষাৎকালে যুব সমাজের উন্নয়নে তৃণমূল পর্যায়ে কার্যক্রমকে ত্বরান্বিত  করার বিষয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করে।

 

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র-জনতা স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল দাবি আদায় নিয়ে সচেষ্ট রয়েছে। দেশের যুব সংগঠনগুলো সম্প্রতি বন্যা পরিস্থিতিতে অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি বলেন, যুব অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা এই প্রশিক্ষণগুলোর মান বৃদ্ধির বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি।

 

এ সময় ইউনেস্কোর বাংলাদেশ  প্রতিনিধি ড. শুসান ভেইজ (Dr. Susan Vize) বলেন, ইউনেস্কো অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোন ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। যুবসমাজের জীবনমান উন্নয়নে তাঁরা বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। আমাদেরকে একটি  কমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেখানে যুবরা তাদের কথা নির্ভয়ে বলতে পারবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে সমন্বয় করে এই কমন প্ল্যাটফর্মের ডিজাইন শুরু করা যেতে পারে বলে তিনি জানান।

 

এ সময়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ ইউএনএইডস এর কান্ট্রি ডিরেক্টর ড. সাইমা খান, ইউএনডিপি’র উপ আবাসিক প্রতিনিধি সোনালী, ইউএনএফপিএ এর কিশোর-কিশোরী ইউনিটের প্রধান ড. এলিজা আজই এবং ইউএন ভলেন্টিয়ার কান্ট্রি কো-অর্ডিনেটর সোনিয়া মেহজাবিন উপস্থিত ছিলেন।

 

#

 

আলম/খায়ের/রানা/সঞ্জীব/রেজাউল/২০২৪/২১৪৮ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৯৩১

 

১ নভেম্বর হতে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে

                                                                               --- পরিবেশ উপদেষ্টা

 

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহণ, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে ১ নভেম্বর ২০২৪ হতে দেশব্যাপী অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

          উপদেষ্টা বলেন, এর পূর্বে ১ অক্টোবর হতে শুধু সুপার শপে অভিযান পরিচালনার সিদ্ধান্ত ছিলো যা যথানিয়মে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, কাঁচাবাজার-সহ দেশের সকল প্রকার বাজার কর্তৃপক্ষ

১ অক্টোবর হতে নিজ উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন করবে এবং পরিবেশ অধিদপ্তর সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। ১ নভেম্বর হতে দেশব্যাপী আইন প্রয়োগ শুরু করা হবে।

          আজ পরিবেশের ওপর প্লাস্টিকের বিরূপ প্রভাব মোকাবিলায় প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণকল্পে দোকান মালিক সমিতি এবং প্লাস্টিক পণ্য ব্যবসায়ীদের সাথে আয়োজিত পরামর্শক সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

          সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশের সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য প্লাস্টিক ব্যবহারের বিকল্প খুঁজে বের করার ওপর জোর দেন। তিনি জানান, আগামী ২৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরে প্লাস্টিকের বিকল্প মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্লাস্টিক দূষণ কেবল পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও হুমকি। তাই সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

          সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিববৃন্দ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো: হেলাল উদ্দিন, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স এন্ড ট্রেড এসোসিয়েশনের সভাপতি আবু মোতালেব, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, প্লাস্টিক এন্ড রাবার সু মার্চেন্ট এসোসিয়েশন অভ্ বাংলাদেশের সভাপতি হাজী মোঃ কামরুল হাসান, বাংলাদেশ ব্রেড এন্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোঃ জালাল উদ্দীন-সহ বিভিন্ন ব্যবসায়ী এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

          সভায় উপস্থিত ব্যবসায়ী ও দোকান মালিকরা সরকারের সিদ্ধান্তের প্রতি একমত পোষণ করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

#

 

দীপংকর/খায়ের/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১১০ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৯৩০

 

বৈদেশিক সাহায্যনির্ভর প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করা হবে

                                           --- পরিকল্পনা উপদেষ্টা

 

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

          পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বৈদেশিক সাহায্যনির্ভর প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করা হবে। উন্নয়ন অংশীদার দেশ ও সংস্থাসমূহ চলমান প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করতে এবং নতুন নতুন প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহের কথা জানাচ্ছে।

          আজ শের-ই-বাংলা নগরে একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা একথা বলেন। এসময় পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

          প্রধান উপদেষ্টা এবং একনেক-এর চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়, তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভা অনুষ্ঠিত হয়। একনেকে আজ ৪টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ‘বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পে ৭০ দশমিক ৬৩ কোটি টাকা ব্যয় বৃদ্ধি করা হয়েছে। ২টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (সুন্দলপুর-৪ ও শ্রীকাইল-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (সুন্দলপুর সাউথ-১ ও জামালপুর-১) খনন প্রকল্প’ -এর ৫৮৮ দশমিক ৪০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (২য় পর্যায়)’ এর জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে; এর মধ্যে ২৯৯ দশমিক ৮৪ কোটি জিওবি এবং ১০০ দশমিক ১৬ কোটি ইউনিসেফের অনুদান। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত)’ প্রকল্পটির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে। এ প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি ব্যয় পুনঃপ্রাক্কলন করার নির্দেশনা দিয়ে অনুমোদন করা হয়েছে। প্রকল্পটিতে দুই বছরের জন্য ১৬৩ দশমিক ১১ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। মেয়াদ এক বছর বৃদ্ধির ফলে ব্যয় কমবে।

#

মাহমুদুল/খায়ের/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২২৪০ঘণ্টা

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৯২৯

 

বাংলাদেশ ও ভারত ক্রিকেট দলের টেস্ট ও টি-২০

খেলার ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার

 

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

          আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বনাম ভারত জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ২টি টেস্ট ও ৩টি টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সকল খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার।

          আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর ১ম টেস্ট ম্যাচ ভারতের চেন্নাই এর এম এ চিদামবারাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর তারিখ প্রতিদিন সকাল ১০টায় ভারতের কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ২য় টেস্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম এফএম ১০৪ ও ৯০ মেগাহার্জ এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ: Bangladesh Betar থেকে টেস্ট ম্যাচ দু’টির ধারাবিবরণী সম্প্রচার করা হবে।

বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ১ম টি-২০ খেলা আগামী ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের গোয়ালিয়র স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২য় টি-২০, ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩য় টি-২০, ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশে বেতারের বাণিজ্যিক কার্যক্রম, মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ, এফএম ১০৪ ও ৯০ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম ৮৮.৮ মেগাহার্জ এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ: Bangladesh Betar থেকে খেলাগুলোর ধারাবিবরণী লাইভ স্ট্রিমিং করা হবে। এছাড়া বাংলাদেশ বেতার, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর এফএম ৮৮.৮ মেগাহার্জ, কক্সবাজার ও নওয়াপাড়া যশোর এফএম ১০০.৮ মেগাহার্জে ম্যাচগুলোর ধারাবিবরণী সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার বরিশাল এফএম ১০৫.২ মেগাহার্জ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান এফএম ৯২.০ মেগাহার্জ, কুমিল্লা এফএম ১০৩.৬ মেগাহার্জ এবং রাঙ্গামাটি ১০৩.২ মেগাহার্জ এ উক্ত খেলার চলতি ধারাবিবরণী একযোগে রিলে করা হবে।

#

শ্যামল চৌধুরী/খায়ের/রানা/রফিকুল/রেজাউল/২০২৪/২১০০ ঘণ্টা

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৯২৮

 

আইন ও বিচার বিভাগের সচিব হলেন গোলাম রব্বানী

 

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ গোলাম রব্বানী। এর আগে তিনি আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।

তাঁকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করে আজ এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মোঃ গোলাম রব্বানীকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হলো।

প্রসঙ্গত, মোঃ গোলাম রব্বানী ত্রয়োদশ বিসিএসে ১৯৯৪ সালে সহকারী জজ (মুন্সেফ) হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। ২০১৬ সালের ৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেন। এর আগে তিনি আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

#

রেজাউল/খায়ের/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৬২০ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৯২৭

 

পরিকল্পনা উপদেষ্টার সাথে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

 

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

          পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সাথে এশীয় উন্নয়ন ব্যাংকের সিনিয়র এডভাইজর এবং বাংলাদেশে এডিবি’র নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জেয়ং (Hoe Yun Jeong) সাক্ষাৎ করেছেন।

          আজ রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এডিবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়োংবো নিং (Jiangbo Ning) এবং কান্ট্রি ইকোনমিস্ট চন্দন সাপকোতা (Chandan Sapkota) উপস্থিত ছিলেন।

          সাক্ষাৎকালে এডিবি প্রতিনিধিবৃন্দ বাংলাদেশে তাদের চলমান প্রকল্পসমূহ এবং অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পসমূহ সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টাকে অবহিত করেন। উভয় পক্ষ প্রকল্প ব্যয় ও বাস্তবায়নের সময় কমিয়ে আনতে ঐকমত্য পোষণ করেন।

          পরিকল্পনা উপদেষ্টা অর্থনৈতিক উন্নয়নের কৌশল পুনর্নির্ধারণ এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠনের কথা জানান। এডিবি প্রতিনিধিবৃন্দ টাস্ক ফোর্স-সহ যে কোনো বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বলে জানান।

#

 

মাহমুদুল/খায়ের/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০৫০ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৯২৬

 

মেরিনারদের বিদেশে চাকরির সুযোগ বাড়াতে কাজ করছে সরকার

                                                   --- নৌপরিবহন উপদেষ্টা

 

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

          নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিশ্বের মধ্যে অগ্রাধিকার পেতে মেরিনারদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশের মেরিনারদের সার্বিক উন্নয়নে চেষ্টা করব। তাদের অন্যান্য দেশে চাকরির সুযোগ বাড়াতে কাজ করছে সরকার। সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের নাবিক ও মেরিনারদের ভিসা পাওয়ার ক্ষেত্রেও কাজ করবে মন্ত্রণালয়।

          আজ সচিবালয়ে নৌপরিবহন উপদেষ্টার সাথে বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশন (বিএমএসএফ) এর সাক্ষাৎকালে উপদেষ্টা এসব কথা বলেন।

          এসময় বিএমএসএফ-এর সভাপতি প্রধান প্রকৌশলী শেখ মাসুদ রানা বলেন, মেরিন একাডেমিতে প্রশিক্ষণের স্থায়ী ব্যবস্থা করতে হবে। মেরিনারদের ‘ওকেটু বোর্ড ভিসা’ সুবিধা এবং পতাকাবাহী জাহাজের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, বিএমএমওএ-এর মহাসচিব রেদোয়ান শিকদার এবং প্রধান প্রকৌশলী সুজল আহমেদ-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

          পরে নৌপরিবহন উপদেষ্টার সাথে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন (বিএমএমওএ)-এর প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় উপদেষ্টার কাছে বিএমএমওএ-এর ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন জাবের বাংলাদেশের মেরিন অফিসারদের বিভিন্ন দেশে কর্মক্ষেত্র সম্প্রসারণের জন্য বিভিন্ন কৌশলগত দিক তুলে ধরেন। পাশাপাশি মেরিনারদের ভিসা সুবিধা পুনরায় চালু-সহ বিদেশি শিপিং কোম্পানিতে বাংলাদেশি মেরিনের চাকুরির সুযোগ বাড়ানোর ব্যবস্থা করার দাবি জানান। উপদেষ্টা তাদের দাবি-দাওয়া গুরুত্ব দিয়ে শোনেন এবং তাদের জন্য নতুন ক্ষেত্র তৈরিতে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দেন। 

          এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, চিফ ইঞ্জিনিয়ার গোলাম জিলানী, চিফ ইঞ্জিনিয়ার আবু সাঈদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

#

আসিফ/খায়ের/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২১২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর: ৯২৫

 

ইন্টারনেট প্যাকেজে মেয়াদ না রাখতে

বাংলালিংকের প্রতি আহ্বান আইসিটি  উপদেষ্টার

 

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

          জনগণের চাহিদার কথা বিবেচনা করে ইন্টারনেট প্যাকেজের কোন নির্দিষ্ট মেয়াদ না রাখতে বাংলালিংকের প্রতি আহ্বান জানিয়েছেন, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

          আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগে উপদেষ্টার অফিসকক্ষে তাঁর সাথে বাংলালিংক প্রতিনিধি দলের সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান।

          নাহিদ ইসলাম বলেন, তরুণ প্রজন্মের চাহিদার পরিপ্রেক্ষিতে ইন্টারনেটের মূল্য কমানোর পাশাপাশি সকল মোবাইল অপারেটরদের মেয়াদ বিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে।

             ভেওন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কান টার্জিওগ্লু বাংলাদেশে সিম কার্ডের ট্যাক্স কমানোর অনুরোধ করলে উপদেষ্টা বলেন, ট্যাক্সের সাথে অর্থ মন্ত্রণালয় জড়িত। তাই এ বিষয়ে তাদের সাথে আলোচনা করতে হবে।

          বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার জাহারাত আদিব চৌধুরী জনপ্রিয় এপ্লিকেশন টফি

(ঞড়ভভবব)’র  ব্যবহারে বিভিন্ন বাঁধার কথা উল্লেখ করলে আইসিটি উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

          সাক্ষাৎকালে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন কান টার্জিওগ্লু। এসময় বাংলালিংক এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক. এস. প্রধান, কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা তাইমুর রহমান-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

জসীম/খায়ের/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৯২৪

 

প্রধান উপদেষ্টার পক্ষে ত্রাণ উপদেষ্টার ১ কোটি ১৭ লাখ টাকার আনুদানের চেক গ্ৰহণ

 

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ১ কোটি ১৭ লাখ ৩৮ হাজার ৯৫২ টাকার অনুদানের চেক গ্ৰহণ করেন।

এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রাজধানীর মতিঝিলের মোঃ সাখাওয়াত হোসেন ৭০ লাখ টাকা; বনানী মডেল টাউনের ড. মশিউর রহমান ১ লাখ ৫৯ হাজার ১২ টাকা; কানসাই নেরোলাক পেইন্ট লিমিটেড ৮ লাখ ৫৯ হাজার ৬৭০ টাকা; পল্লীমা সংসদ খিলগাঁও, ঢাকা ৬ লাখ ২৩ হাজার ৮৯০ টাকা; বিজিএমইএ ইউনিভার্সিটি অভ্‌ ফ্যাশন এন্ড টেকনোলজি, ঢাকা ১০ লাখ টাকা; আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১২ লাখ টাকা এবং নারায়ণগঞ্জের লিন্টাস বাংলাদেশ কোম্পানি লিমিটেড ৩ লাখ ৪৬ হাজার ৩৮০ টাকা প্রদান করেছে

2024-09-18-17-15-c7a38dea40656b0063ed19b64f2f6273.docx